শুরুটা ভালোই, বেশ তড়তড়িয়ে এগোচ্ছিলো, প্রচুর ঐতিহাসিক তথ্যে ঠাঁসা (পড়তে পড়তে মাঝে মাঝেই হালকা বিরক্তির উদ্রেক করছিলো) কিন্তু তাও ভালোই লাগছিলো - একটা কি হয়, কি হয় উত্তেজনাও ছিল, কিন্তু শেষটা এতটাই হতাশা জনক যে বলার বাইরে! মানে মনে হলো পড়ার সময় শেষ, তাই উপন্যাস শেষ হয়ে গেলো।