এই বিষয়ে অনেক রকম বই দেখা যায় তবে এই বইটার বিশেষত্ব হলঃ
(ক) এক মলাটে দুই তত্ত্ব নিয়ে বিস্তর আলোচনা।
(খ) আলোচনা ও সমালোচনা দুইটিই করেছেন দেশি বিদেশি অনেক বিশেষজ্ঞ।
দুই একটি অনুবাদ প্রবন্ধে অনুবাদ কঠিন বলে মনে হয়েছে, হয়ত অনুবাদ ঠিক আছে, আমার সীমিত জ্ঞানের কারনে কঠিন মনে হয়েছে।
বইটি আরও ভাল লেগেছে এই কারনে যে, আলোচনার বিচিত্রতা। নারী মুক্তি থেকে সামরিকতাবাদ প্রভৃতি বিষয়েও লেখা হয়েছে।
বিষয়ের প্রতি আরও গভীর আলোচনা করা যেতো তবে তা করতে গেলে হয়ত বইটি আরও হৃষ্ট পুষ্ট হতো। আমরা যারা সমাজ বিজ্ঞানের ছাত্র নই তাঁদের জন্য আরও সুবিধা হতো।
সবকিছু মিলিয়ে, পুঁজিবাদ ও সমাজতন্ত্রের প্রাথমিক জ্ঞানার্জন ও গবেষণার জন্য বইটি পড়া যেতে পারে।