আমাদের এই মহাবিশ্ব, আমাদের অস্তিত্ব শুধুই কি অসংখ্য সম্ভাবনার মধ্যে একটি? এই বিশ্বে যা ঘটছে তা কি অন্য কোনও পরিণতি নিয়ে দেখা দিতে পারে আরেক মহাবিশ্বে? বারবার এই সংশয়গুলোই তো ফিরে ফিরে আসে তাত্ত্বিক পদার্থবিদ্যার গাণিতিক অলিগলিতে। কিন্তু এই প্রশ্নগুলোই কি সব জিজ্ঞাসার শেষ দিগন্ত? নাকি শুধুই এক অজানা গোলকধাঁধার শুরু, যার প্রতিটি বাঁকে চেনা-অচেনার প্রহেলিকায় ধূসর হয়ে আসে গণিত আর বিজ্ঞানের সব সূত্র? "মহা সিমুলাই"--- তানজিরুল ইসলামের কলমে এক অদ্বিতীয় হার্ড সাইফাই। https://www.parobashiapachali.in/2020...
তানজিরুল ইসলামের জন্ম লালমনিরহাটে। এসএসসি রংপুর জিলা স্কুল থেকে আর এইচএসসি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুরে। স্নাতক শেষ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ থেকে। বর্তমানে স্বনামধন্য একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহ। সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও থৃলার সাহিত্যের প্রতি রয়েছে তার প্রবল ঝোঁক। ‘অনুভূতিহীন’ নামক তার একটি সাইয়েন্স ফিকশন গল্প প্রথম প্রকাশিত হয় কলেজ-ম্যাগাজিনে। এরপরে লিখেছেন বেশ কয়েকটি পাঠক-প্রিয় গল্প ও উপন্যাস, যা তাকে অন্যতম সম্ভাবনাময় লেখক হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন থৃলার লেখক হারলান কোবেনের ‘টেল নো ওয়ান’ তার প্রথম অনুবাদ গ্রন্থ। ‘প্রজাপতি বসে আছে মাত্রায়’ তার প্রথম মৌলিক সায়েন্স ফিকশন উপন্যাস।