Jump to ratings and reviews
Rate this book

বাবা যখন ছোট

Rate this book
লেখকের কথা :
এ বইয়ের জন্মকথাটা বলি শোন না। আমার এক মেয়ে আছে— সাশা। এখন অবিশ্যি দিব্যি বড়সড়ো হয়ে উঠেছে সে, নিজেই বলে, ‘আমি যখন ছোট ছিলাম...’ তা এই সাশা যখন ছিল একেবারেই ছোট্ট তখন ভারি ভুগত সে। কখনও ইনফ্লুয়েঞ্জা, কখনও টনসিলাইটিস। তার পর কানের ব্যথা। তোমাদের যদি কখনও কান কটকট রোগ হয়ে থাকে, তাহলে নিজেরাই বুঝবে সে কী যন্ত্রণা। আর যদি না হয়ে থাকে, তাহলে বুঝিয়ে বলা বৃথা, কেননা সে বোঝানো অসম্ভব।
একবার সাশার কানের যন্ত্রণা খুব বাড়ল, সারা দিন-রাত সে কাঁদল, ঘুমোতে পারছিল না। আমার এত কষ্ট লাগছিল যে নিজেরই প্রায় কান্না এসে গিয়েছিল। নানারকম বই পড়ে শোনাচ্ছিলাম আমি, নয়ত মজার মজার গল্প বলছিলাম। বলছিলাম ছোটবেলায় কীরকম ছিলাম আমি, নতুন বল ছুড়ে দিয়েছিলাম মোটরগাড়ির নিচে। গল্পটা সাশার ভারি ভালো লাগল। ভারি ভালো লাগল যে তার বাবাও একদিন ছোট্ট ছিল, দুষ্টুমি করত, কথা শুনত না, শাস্তি পেত। কথাটা মনে ধরল তার। তার পর থেকে যেই কান কটকট করত অমনি সাশা ডাকত, বাবা, বাবা, শীগগির! কান কটকট করছে, বলো না ছোটবেলায় তুমি কী করতে! আর ওকে যেসব কথা শুনিয়েছিলাম সেইগুলোই তোমরা এখন পড়বে। গল্পগুলো একটু মজার, মেয়েটির রোগের যন্ত্রণা ভোলাতে হচ্ছিল তো। তাছাড়া লোভ, বড়াই, ন্যাকামি জিনিসগুলো যে কত খারাপ সেটাও মেয়েকে বোঝাতে চেয়েছিলাম বৈকি। তবে ভেবো না যে আমি সারাজীবনই ছিলাম অমনি লোভী, ন্যাকা। খুঁজে খুঁজে শুধু খারাপ ঘটনাগুলোই বলেছি। আর নিজের জীবনে তেমন ঘটনা না পেলে, অন্য কোনও বাবার জীবন থেকে নিলেই-বা কে আটকায়। সবাই তো একদিন ছোটই ছিল। মোটকথা, গল্পগুলো বানানো নয়, সবই সত্যি। এখন সাশা বড় হয়েছে। ভোগে সে এখন কম, নিজে নিজেই বড় বড় মোটা মোটা বই পড়ে। তবে মনে হলো, একজনকার বাবা ছেলেবেলায় কী করত সেটা শুনতে অন্য ছেলেমেয়েদেরও ভালো লাগতে পারে।

99 pages, Hardcover

First published January 1, 1961

29 people are currently reading
734 people want to read

About the author

Alexander Raskin

6 books5 followers
Alexander Borisovich Raskin (Александр Борисович Раскин) Russian Soviet writer, satirist, screenwriter. The husband of the writer Frida Vigdorova.

He graduated from the Literary Institute (1938). E. Petrov greatly influenced his formation as a satirist and humorist .

He lived and worked in Moscow. In the 1940s, he worked for the Krokodil magazine. Many of Ruskin's unpublished epigrams were spread orally. According to Wolfgang Kazak, “Ruskin's epigrams to contemporary writers reveal a brilliant command of the language, are distinguished by their sharpness and accuracy”.

Based on the musical "Screen Star", written by Raskin in collaboration with Maurice Slobodsky , the famous movie "Spring" was created .

Until now, the collection of prose miniatures for children "How dad was little" is popular .

He was buried at the Khimki cemetery site 150

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
393 (60%)
4 stars
185 (28%)
3 stars
59 (9%)
2 stars
8 (1%)
1 star
5 (<1%)
Displaying 1 - 30 of 113 reviews
Profile Image for Harun Ahmed.
1,662 reviews422 followers
June 10, 2024
ভাগ্যিস আগেরবার পড়ে ভুলে গিয়েছিলাম। এবার পড়ে দ্বিগুণ আনন্দ পেলাম। অপূর্ব সুন্দর একটা বই।মেয়ে অসুস্থ। তার কষ্ট দূর করার জন্য নিজের ছেলেবেলার গল্প শুনিয়েছে বাবা।ছোট্ট বাবার বোকামির গল্প, বেড়ে ওঠার গল্প, জীবন ও বন্ধুত্বের গল্প, মায়াময় এক পৃথিবীর গল্প যে কারো মন ভালো করে দিতে বাধ্য।
Profile Image for মাশুদুল Haque.
Author 19 books1,010 followers
October 13, 2023
কোন বইয়ের ভূমিকা এত দারুণ হতে পারে তা কে জানতো!

রাশিয়ান নাম কী জানি না, কিন্তু বাংলা নামটা অসাধারণ, এক বাবা তার বাচ্চাকে গল্প শোনাচ্ছে সে যখন ছোট ছিল তখন কি কি করেছে। রাশিয়ানরা পৃথিবীর শ্রেষ্ঠ ছোটদের উপন্যাসগুলো লিখে ফেলেছে বলে আমার প্রায়ই সন্দেহ হয়, সে সন্দেহকে ভারী করবার জন্য এ বইটা যথেস্ট্ ওজন নিয়ে সবসময় আমার সে পাল্লায় থাকে।
কিছু বই আমি সবসময় বয়ে নিয়ে বেড়াই যেখানেই থাকি না কেন, এটা তার একটা!
Profile Image for Daina Chakma.
440 reviews773 followers
October 25, 2025
কী মিষ্টি একটা গপ্পো!

সাধারণত বাবার কথা মনে হলেই সবার কল্পনায় ভেসে উঠে আধপাকা চুলের ভীষণ রাশভারি মধ্যবয়স্ক একজন লোকের চেহারা। ঠিক সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে ইশকুলের পড়া না করলে যে বাবার পিটুনি নিশ্চিত কিংবা খেতে বসে শাক পাতের একপাশে সরিয়ে রাখলে বদরাগী বাবার রামধমক কপালে ছাপ্পড় দিয়ে লেখা হয়ে গেছে জন্মের বহু আগেই। ছেলেমেয়ের দৃষ্টিতে বাবা মানে সুপারহিরো টাইপ কিছু একটা। বাবা ভীষণ শক্তিশালী আর প্রচন্ড স্মার্ট। বাবা মানে নিখুঁত একজন মানুষ।

অথচ সাশার দৃষ্টিতে বাবা ছিল অতি মজার একটা মানুষ। বাবারও দুরন্ত একটা শৈশব ছিল। সেই শৈশবের বাবা আবার ভীষণ হিংসুটে ছিল। নিজের রঙিন বল কারো সাথেই শেয়ার করতো না! সাশার অতি বোকা বাবা একবার টনসিলের চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারের আঙুল কামড়ে দিয়েছিল। আবার কুকুরকে বশ মানাতে গিয়ে নিজের পেটে কুকুরের কামড় খেয়েছিল। ইশকুলে তার পরিচয় ছিল লেট লতিফ নামে,কারণ ক্লাসে সবসময় দেরী করে আসতো যে! এছাড়া ক্লাসে সবচাইতে বিশ্রী হাতের অক্ষরও ছিল বাবার। মোটকথা সাশার বাবার ছোটবেলা ছিল নানা ভুলে ভরা। অতি জেদ করতে গিয়ে পিয়ানো বাজানো শিখলো না, জার্মান ভাষার উপর প্রতিশোধ নেবে বলে সেটাও শেখা হলোনা। আর পিঙ-পঙ খেলবে বলে পুরো একটা বছর স্কুলেই গেলোনা! আসলে হয়েছে কী, নিজের জীবনের ভুলের গল্প বলে সাশার বাবা ওকে শিখিয়ে দিচ্ছে ভালো মানুষ হতে হলে কী কী করতে হবে আর কী কী করা একদমই উচিত হবেনা! কারণ সাশার বাবা ঠিক জানেন, এমনি এমনি কোনো উপদেশ দিতে গেলে শিশুরা বুঝতে চাইবেনা। তাই তাদেরকে গল্পের ছলেই শিখিয়ে পড়িয়ে নিতে হবে!

সাশার বাবার শৈশবের আরও অনেকে মজার মজার ঘটনা জানতে হলে পড়তে হবে Alexander Raskin এর লেখা, ননী ভৌমিকের মজাদার অনুবাদ গল্প বাবা যখন ছোটো

০৯/০২/২০২৩ঃ দ্যু প্রকাশনা থেকে নিজস্ব একটা কপি সংগ্রহ করে নিয়ে আবারও পড়লাম আর বরাবরের মতোই নিখাদ আনন্দ পেলাম!
Profile Image for রিফাত সানজিদা.
174 reviews1,356 followers
August 19, 2016
এখন যারা মস্ত শরীরের হাট্টাকাট্টা একেকজন, আধপাকা চুল, মুটিয়ে যাওয়া মাঝবয়সী বা ভারিক্কী, পক্ককেশ, আধবুড়ো, তারাও তো একসময় ছোট ছিল; দুষ্টুমি করতো, বড়দের কথা না শুনে শাস্তি পেতো।
হ্যাঁ, আমাদের এই গম্ভীর দাপুটে বাবারাই..।
এই গল্পগুলো সাশা নামের এক এইটুকুনি মেয়ের বাবার সেই ছোট্টবেলা নিয়ে।

বাবার ছেলেবেলার সব হেরে যাওয়ার গল্প, বোকামি আর শুধু ছেলেমানুষি অংশটার কথা-ই এসেছে বইতে। আর আছে ভুল করে করে অথবা ভুলের ঘোরে পড়ে শেখা নানা সত্যিকারের কথার মানে শেখার কথা।

ছোট্ট বাবার পদ্য লিখতে শেখা, বিচ্ছিরি কুকুরকে পোষ মানানো, দাঁতের ডাক্তারের হাতে অ্যায়সা কামড় বসিয়ে তাকে খেপিয়ে দেওয়া, যখন-তখনের বোকাটে রাগ, রঙিন বল নিয়ে খেলার সঙ্গীদের সঙ্গে হিংসুটেপনা, ইস্কুলে যেতে শেখা, লিখতে শেখা, শেখা ছবি আঁকা আর না শিখতে চাওয়া পিয়ানো বাজানোর গল্প। বাবা শিখেছিল আবৃত্তি, বিচ্ছু ছেলের মতো মাঝপথে ট্রাম থামিয়ে দেওয়া। ভীষণ ভালবেসে শিখেছিল পিংপং খেলা..অথচ জেদ করে জার্মান ভাষাটা তার আর শেখাই হলো না। শেখা হলো না বড়াই করাও, করতে নেই বলে। কাঠের কাজের ক্লাসে বাবা শিখেছিল নিজের হাতে টুল বানানোর কায়দা, রচনা লিখতে গিয়েও তাই।
নিজের হাতে নিজের কাজ না করলে কেউ তা ঠিকঠাক শিখবেই বা কী করে, তাই না?

বাবার কাছে সেসময়ে সবচেয়ে শক্ত ছিল একটা প্রশ্নের উত্তর দেওয়া। বড় হয়ে কী হতে চাও?
একই প্রশ্ন শুনে শুনেই আমরাও বড় হই। ঠিক কী কী করলে বড় হওয়া যায় আসলে নাদের আলী, মাথা ঘরের ছাদ ফুঁড়ে আকাশ ছুঁলে, তবে?

গাদাগুচ্ছের নোট গিলে, জিপিএ ফাইভ বাগিয়ে, 'বড়' হয়ে শুধু ডাক্তার, মোক্তার কিংবা ট্রিপল ই' ইঞ্জিনিয়ার নয়-- সবার আগে হতে হবে খাঁটি মানুষ। সেটাই আসলে সবচেয়ে বড় কথা।
সাশার বাবাও সেটা জেনেছিল, সেই ছোট্টবেলাতেই।

ব্যাংকার মা চাইতেন তার মতো হই। কারো মতো হতে চাইনি, শুধু জলদি বড় হতে চাইতাম। এখন শুধু ভাবি, কেন যে খামোখা বড় হতে গেলাম!

জীবনের দুর্লভতম সুখের সময় আসলে শৈশব।
টাইমমেশিনে ভ্রমণবিলাসিতার কল্পগল্প ছাড়াই যেই বইগুলো আমাকে হারানো শৈশবের নিখাদ স্বাদ ফিরিয়ে দেয়, সেইসব লেখক এবং অনুবাদকদের কাছে আক্ষরিক অর্থেই কৃতজ্ঞ হয়ে থাকি।
Profile Image for সালমান হক.
Author 66 books1,966 followers
June 11, 2021
যদি কখনো চিন্তায় থাকেন যে আপনার বাসার পিচ্চিটাকে জন্মদিনে বা ভিন্ন কোন উপলক্ষে কোন বইটা উপহার হিসেবে দেয়া যায়, তবে অবশ্যই এই বইটা একবার উল্টেপাল্টে দেখার পরামর্শ থাকলো। আগে যেরকম ভালো লেগেছিল, এবারেও সেরকমই লাগলো।
Profile Image for Rakib Hasan.
459 reviews79 followers
September 4, 2021
কিছু কিছু বই আছে যেগুলো পড়লে মনে হয়, বাসার ছোটদের এই বই উপহার দেয়া যায় নির্দ্বিধায় এবং এই বই দিয়ে বইপোকা বানানো যায়, এই বইটাও তেমন। কিছু কিছু রাশিয়ান বইগুলো আসলেই অসাধারণ। যে কোন বয়সে পড়েও মজা পাওয়া যায় এসব ছোটদের বইয়ের।
Profile Image for Akash.
446 reviews149 followers
October 13, 2023
ছোটদের গল্প শোনাবার কিংবা গল্পের বই পড়তে দেয়ার জন্য এর থেকে ভাল বই আর হতে পারে না। ছোট্ট বাচ্চাদের জন্য ছিমছাম মিষ্টি সব গল্প।
Profile Image for Omar Faruk.
263 reviews17 followers
August 22, 2023
নতুন পড়তে শিখেছে এমন ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট বই। নৈতিক শিক্ষার পাশাপাশি বেশ মজারও বলা যায় বইটা।
Profile Image for Tasnima Oishee.
140 reviews26 followers
May 20, 2024
ননী ভৌমিকের লেখা এই অনুবাদটার ছোট্ট একটা অংশ একসময় কিশোর আলো/প্রথম আলো কিশোর নববর্ষ সংখ্যায় ছাপা হয়েছিলো। কোনো একদিন পুরোটা পড়বো ভেবে রেখেছিলাম। ফাইনালি!

এই বইটার নামটা যা, বইটা তা-ই। একজন বাবা তার ছোট্ট মেয়েকে তার ছোটোবেলার গল্প শোনাচ্ছেন। ছোট্ট বাবার বাহাদুরির গল্প, তার বোকা বনে যাবার গল্প, কখনো দুষ্টুমি, কখনো বাজে হাতের লেখার গল্প। কিছু গল্পের খুব সুন্দর মোরাল আছে। কিছুর নেই। সব মিলিয়ে খুবই "feel good" একটা বই।

বাচ্চাদের বই আমার সবসময় প্রিয়। শেষবার তোত্তোচান এমন ভালো লেগেছিল!
Profile Image for Chim Cụt.
62 reviews110 followers
May 16, 2017
THƠ MÀ KHÔNG BÉ

Quyển sách này nè, mình biết đến nó trong một lần săn sách, bị hụt mất nguyên cặp tiếng Việt lẫn tiếng Anh. Hồi đó cú dễ sợ mà giờ hết rồi, vì hiện đã sở hữu một em tiếng Việt có bìa như bản gốc đẹp lung linh luôn.

Quyển sách này nè, mỗi mẩu truyện đều được bắt đầu bằng Khi còn bé. Chính một phần đó của tựa sách tạo cảm giác như đang nghe bố kể chuyện thật sự trong một khung cảnh cụ thể, chứ không phải là mình đang đọc nữa. Một cảm giác rất gần gũi.

Quyển sách này nè, mình đọc nó mà như đọc lại Cuộc phiêu lưu của Mít Đặc và Biết Tuốt nhưng có thêm sự góp mặt của Chuyện cha chuyện con vậy. Đương nhiên là lệch pha khi gom chung hai tác phẩm này vào với nhau, cả về độ nổi tiếng lẫn biên giới quốc gia của nó. Thế nhưng nếu bạn biết tác giả Phúc Lai từng sống bên Nga thì sẽ không thấy sự so sánh của mình lạ thường chút nào đâu. Khi bố còn thơ bổ khuyết cho Mít Đặc ở lời khuyên của những bậc cha chú - những lời dặn dò chí tình cũng có trong Chuyện con chuyện cha.

Quyển sách này nè, mình biết nó có hai bản khác nữa lấy tên là Khi bố còn béThời thơ ấu của cha tôi nhưng mình thích nhất bản này với tên Khi bố còn thơ. Về mặt cảm quan, cái tên này thú vị hơn nhiều.
Profile Image for Shuhan Rizwan.
Author 7 books1,108 followers
January 19, 2016
"কুকুরই ঠিক মত হতে পারছিস না, মানুষ হবি কীভাবে! "
সেই থেকে বাবা মানুষই হতে চেয়েছে কেবল :)
Profile Image for Titu Acharjee.
258 reviews33 followers
April 10, 2024
আলেক্সান্দর রাস্কিন তার ছোট্ট মেয়ে —সাশা'কে নিজের ছেলেবেলার গল্প শোনাতেন। বাবার ছোট্ট বেলার গল্পগুলো সাশার এতোই ভালো লাগতো যে ছেলেবেলার গল্প শোনা তার রুটিন হয়ে গেলো। একবার আলেক্সান্দর রাস্কিন—এর মনে হলো, ছোট্ট সাশার মতো বাকি ছেলেমেয়েরাও হয়তো এই গল্পগুলো পছন্দ করবে। কেননা সবার বাবাই তো একসময় ছোট্ট ছিল। তারাও দুষ্টুমি করতো, ক্লাস ফাঁকি দিতো,করতো না বাড়ির কাজ। আর এভাবেই জন্ম নেয় ‘বাবা যখন ছোটো'র মতো কালজয়ী এক বই।


প্রত্যেকটা গল্প যেন হাজার বছর ধরে রসগোল্লার পাত্রে চুবিয়ে রেখে তারপর তাবৎ পাঠকদের পাতে তুলে দেওয়া হয়েছে। আর কে না জানে, ছেলে থেকে বুড়া,রসগোল্লার নামে সবাই এক পায়ে খাঁড়া! সুতরাং গল্পগুলো শিশুদের জন্য লেখা হলেও পড়তে পারবেন যে কেউ। সবচেয়ে ভালো যে ব্যাপারটা, এই গল্পগুলো কেবলই গল্প নয়। প্রতিটি গল্পই আনন্দ দেওয়ার পাশাপাশি কিছু না কিছু শিখিয়ে যায়। আর ননী ভৌমিকের অনুবাদ যেন রসের সাগরে হাবুডুবু খাওয়া পান্তুয়া। রসগোল্লার পাত্রে চুবিয়ে রাখা গল্পের সাথে পান্তুয়ার স্বাদের চেয়ে ভালো আর কী হতে পারে!
Profile Image for Amit Das.
179 reviews117 followers
August 30, 2020
এত দারুণ ভূমিকা খুব কম বইয়েরই দেখেছি।
আর এত সুন্দর ও মজার সব ঘটনা, যে বারবার পড়লেও খারাপ লাগবে না। সাথে চমৎকার সব ইলাস্ট্রেশন তো রয়েছেই।
Profile Image for Farhana Sufi.
495 reviews
September 10, 2015
This is the book my dad read me when I was a little girl, along with the stories of his own boyhood. And then I re-read more than once myself. The original book belonged to my youngest uncle and it was a hand-me-down book which I have still kept preciously preserved, I have also scanned and made a pdf copy of the almost 50 year old original book to give to my family and friends to read. The story of little daddy or 'Baba' in Bangla never failed to amuse me as a child. How he was being mean and possessive with his bright new ball, and how that eventually taught him a lesson on how to share to the time he first went to school, and the bullies and the mishaps there. The most fascinating story is probably the one where he decides what to be in life when he grows up.

I simply loved this book as a child because Baba was clumsy and dorky and funny. But as I grew up I realized how Raskin conveys the more serious aspects of life and growing up as a good person through the mishaps and anecdotes of his own childhood and that with a rather amusing ease, which makes me appreciate the book even more.
Profile Image for Whitaker.
299 reviews577 followers
July 27, 2019
When Father Was a Young Boy or When Daddy Was Little (Appaa Siruvanaaha Irunthapothu) was an adorable discovery. I have no idea how this particular children's work by a Russian novelist came to be translated into Tamil. Based on its Goodreads reviews, it seems to be remarkably popular in India and has been translated there into several of the South Asian languages.

It's a bunch of charming tales of the scrapes that Young Father gets into in his childhood: he tries to makes friends with a dog he encounters in the park, he gets his tonsils removed, he loves to read and reads everywhere he can... Just the normal everyday life of a boy growing up in a small town.

The translation I read has the peculiar quality of translating for both place as well as language. So, Young Father grows up in Thiruppur, a small town in the state of Tamil Nadu in Southern India. When he needs to get his tonsils removed, his parents bring him to a doctor in Coimbatore, a city in Tamil Nadu state. I wonder if the other versions in the other South Asian languages make similar amendments appropriate to the South Indian language they are written in.
Profile Image for Rifat.
501 reviews328 followers
October 27, 2020
"When Daddy Was a Little Boy"- It's nice to hear such a title, nah? Dad also made mistakes and used to learn from those mistakes. Ah! Dad was as little as us one day!

Here, author Raskin told stories from his childhood during his daughter's ailment. As Sasha was ill, the stories made her feel well. To be honest, Alexander Raskin made his daughter learn many important things through the stories. What an wonderful idea for teaching morality, etiquette & manners!
It's a great book for the children and may be a great one for the grown-ups too :)
Little Daddy was screaming, "Oww! It bit me!"
Grandma was screaming, "Oh! It bit him!"
The dog's lady was screaming, "He was teasing it! My dog never bit anyone!"
You can just imagine the dog was screaming
🤣

And I am also screaming, "It's a great book! A great book!"
The book is too adorable (✿◡‿◡)
Profile Image for Leenaa Fahmida.
12 reviews46 followers
December 6, 2017
বইয়ের ভূমিকা পড়েই চমকে উঠলাম! কারণ জানতে একটা গল্প শুনতে হবে।
ছোটো থেকেই আমার বাড়াবাড়ি ঠাণ্ডার সমস্যা। ঠাণ্ডা যে কী এক বিচ্ছিরি রোগ, সেটা যার আছে সেই জানে। কান-গলা-মাথা ব্যথা। এক রাতে কানের ব্যথায় ঘুমোতে পারছি না। হাউমাউ করে কাঁদছি। আব্বু ছোট্ট আমাকে কোলে নিয়ে বারান্দার এ মাথা থেকে ও মাথা হাটতে লাগলেন। আর শুরু করলেন তার জীবনের হরেক রকম গল্প! গল্প শুনতে শুনতে টেরই পেলাম না কখন ব্যথা গায়েব হয়ে গেছে।
'বাবা যখন ছোটো' বইয়ের ভূমিকা অনেকটা এমন। দেরি না করে পুরো বই পড়লাম। সাশার বাবার ছোটোবেলার গল্পগুলো অনন্য। আর লেখনিও অসাধারণ। অনুবাদটি বেশ ঝরঝরে, কাজেই এক বৈঠকে পড়ে শেষ করতে অসুবিধা হবার কথা নয়। পড়তে পড়তে আব্বুর মুখ থেকে শোনা তার ছোটোবেলার গল্পগুলো মনে আসছিল। আব্বুর ডায়েরি লেখার অভ্যাস আছে। তবে নিশ্চয় সে তার গল্পগুলো লিখে না। বইটা পড়ার পর থেকে আমি তাকে লেখার কথা বলছি। সে না লিখলে এক সময় আমিইই লিখে ফেলবো!
পড়া শেষে মনে হলো, বইটা আরো আগে পড়ি নি কেন! যারা বাবার গল্প শুনতে ভালোবাসে বইটা তাদের জন্য।
Profile Image for Sidratul Muntaha.
24 reviews11 followers
June 10, 2024
কিছু বই আছে যেগুলো পড়লে মন ভালো হয়ে যায়। এটা তেমনই একটা বই
Profile Image for Sonia.
48 reviews7 followers
August 5, 2011
Such wonderful memories associated with reading this book when I was a kid. If any of you know how I can get a copy of it, please do let me know...
Profile Image for سمية .
91 reviews61 followers
February 12, 2023
বইটা কি যে ভালো লেগেছে বলে বুঝাতে পারব না। বাবা-মায়ের ছোটকালের দিনগুলোর ঘটনা শুনা আলেকজান্ডার রাস্কিনের মেয়ে সাশার মতো আমারো প্রিয় এক কাজ। আমার অবশ্যি তা শোনা হত তখনকার গরমে হওয়া ঘনঘন লোডশেডিং এর সময়টায়, পড়াশুনো থেকে ছুটি মিলত যখন। একতলা বাসার ছাদে গিয়ে, শীতলপাটি পেড়ে, আমার ছোট্টবেলার মাথার বালিশে মাথা রেখে, আকাশভরা তারা আর মেঘের ছুটোছুটি দেখতে দেখতে সে ঘটনাগুলো শোনা হত। প্রায়দিনই ঘুমিয়ে পড়তাম সেখানেই। পরদিন সকালে অবশ্য নিজেকে আবিষ্কার করতাম নিজের বিছানায়! আহা! কি মনে করালে এ বইখানি!

এ বই না পড়লেই নয়। তার চেয়ে বেশি বাড়ির ছোটদের পড়ার ব্যবস্থা না করলেই নয়। গল্পে গল্পে কতকিছু যে জানিয়ে দিবে, মানুষ হতে শিখিয়ে দিবে তাদের! শেখাটা ছোটদের এভাবে শিখানোটাই কার্যকরী- সমস্যায় পড়ে কি ফলাফল হল আর কি করা উচিত। রাস্কিন সাহেবের রসবোধও খাসা। হো হো করে হেসে উঠেছি প্রায়ই। রাশান সাহিত্যে আগ্রহ বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি!
Profile Image for NaYeeM.
229 reviews65 followers
July 17, 2020
**বাবা যখন ছোট**
লেখক: আ. রাস্কিন
অনুবাদ: ননী ভৌমিক

আমাদের সকলের বাবা আছেন।
আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি, তেমন আমাদের বাবা রাও হয়েছেন।
আমাদের কখনও কি জানতে ইচ্ছা হয়েছে যে ভুল আমি করেছি ছোটবেলায় সেই ভুল আমার বাবা করেছিল কিনা?

আমি ছোট থাকতে আমার বাবা-এর মুখে তার ছোট বেলার অনেক গল্প শুনেছি।
দেখা গেছে আমার করা ভুলের মতো আমার বাবাও ভুল করেছিল, কারণ তিনিও তো ছোট ছিল তখন। আমার বাবার কয়েকটি গল্পের কথা বলি:: আমার বাবা যখন ছোট তখন আমার দাদার জুতা পড়ে হাটতেন, ক্লাসে এমন ভাব নিয়ে থাকতেন যেন তিনি ই সবার রাজা, গাছে উঠে আম জাম পাড়তেন এবং আমার চাচার হাতে মার খেতেন। খুব মজা লাগতো শুনতে যে আমার বাবা একদিন ছোট ছিল, দুষ্টুমি করত, শাস্তি পেত

এই বইটিও ঠিল তেমন। লেখকের মেয়ে সাশা বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তখন লেখক তার মেয়েকে বিভিন্ন গল্প শুনানোর পাশাপাশি নিজে ছোট তাকতে যা যা করেছিলেন তার গল্প তার মেয়েকে বলেছিলেন। গল্পগুলো এমন ছিল যে এসব গল্পের মাধ্যমে তিনি তার ছোট মেয়েকে বিভিন্ন শিক্ষা দিতেন এবং বুঝাতেন এসব করা উচিত নয়

সর্বোপরি বলব, বেশ উপভোগ করেছি বইটা। বেশ ভাল সময় কেটেছে আমার। ছবির সাথে ছোট ছোট গল্পগুলো বেশ উপভোগ করার মতন, আর মনে রাখার মতন একটা বই।
ছোটদের জন্যে বেশ ভাল একটা বই।
কিন্তু আপনারা বড়রাও বইটা উপভোগ করবেন।

আচ্ছা???
যদি আপনি না জেনে থাকেন আপনার বাবা ছোট থাকতে কি কি করেছিল, তবে আজ ই না হয় আপনার বাবাকে প্রশ্ন করে দেখোন তিনি ছোট থাকতে কি কি করেছিল 😉
Profile Image for Елена Суббота.
245 reviews38 followers
February 3, 2022
Давно меня так не бомбило. Кажется, все ужасы моего позднесоветского детства ожили, как в кошмарном сне. Дети, которые на спор прыгают с балкона или ложатся на рельсы перед трамваем; родители, называющие ребенка за то, что он не хочет играть на фортепьяно или есть хлеб (ему напооомнят, как дети в войну умирали от голода); дети, которые разводят травлю, и учителя, эту травлю допускающие. И все, все, кому не лень, даже чужая тетя, которая спрашивает "Почему ты меня не любишь?", внушают чувства вины и стыда за то, чего ты не хочешь или не умеешь.
У тебя плохой почерк? не умеешь рисовать? Что ж, сам виноват. Готовься, что тебя обосрут на родительском собрании, назовут больным, а дома тебе ещё всыпят по первое число.
Господи, в этой книге ещё и забивают камнями котенка. Учтите, если ваши дети чувствительны к таким моментам. И то, что всё это подаётся под хихи-хаха соусом, особенно противно, потому что этот соус скрывает повседневное насилие советского детства.

При этом я не хочу винить автора. Он выступает скорее как летописец своего времени, фиксирует то, что было и как это могло восприниматься. Он жертва. Но важно не принимать мораль рассказов Раскина за чистую монету, а переосмыслить её и всё же радоваться, если книга показалась вам не слишком веселой.
Profile Image for MD Sifat.
120 reviews
September 20, 2023
বইটা শেষ করার পর অদ্ভুত অনুভূতির জন্ম নিয়েছিল। একজন বাবার স্মৃতিচারণ নিয়ে লেখা বইটা। নিজের শৈশবে কি কি করেছিলাম। মজার মজার কাহিনি পাশাপাশি শিক্ষণীয় অনেক ব্যাপার ছিল বইটি। বলতে গেলে ছোটদেরই বইটা। তবুও খারাপ লাগেনি।
শেষ করার পর একটি প্রশ্ন মাথায় জাগে, ‘আমার বাবা ছোট থাকতে কি কি করেছিলেন?’

রেটিং: ৩.৫/৫
Profile Image for Nowrin Samrina Lily.
158 reviews15 followers
Read
September 3, 2021
কিশোর আলো কে ধন্যবাদ এই বই পড়তে সুযোগ দেওয়ার জন্য💜
Profile Image for Abhishek Saha Joy.
191 reviews56 followers
May 19, 2021
বাবা গল্প শোনাচ্ছেন তার অসুস্থ মেয়েকে,তার ছেলেবেলার গল্প।মেয়ে অবাক হয়ে ভাবছে তার বাবাও একসময় তারই মতো ছোট ছিলো,তারই মতো উদ্ভট উদ্ভট কাজ করতো আর বকুনি খেতো।বাবার ছেলেবেলার মজার মজার গল্প শুনে মেয়ের মুখে হাসি ফোটে।সেই গল্পগুলোই আলেক্সান্দার রাস্কিন লিখে গিয়েছেন আরও অসংখ্য বাবা এবং তাদের সন্তানদের জন্যে।

বইটিতে সবার প্রথমেই যে ব্যাপারটা আপনাকে আকৃষ্ট করবে তা হলো খুব ছিমছাম,সহজ-সরল কিন্তু শক্তিশালী একটা ভূমিকা।ভেতরের গল্পগুলো কিংবা সত্যিকারের ঘটনাগুলো পড়তে এবং অন্যকে পড়ে শোনাতে দারুণ লাগে।গল্পগুলো এমনভাবে লিখা আপনি চাইলেই রাস্কিনের জায়গায় নিজেকে রিপ্লেস করে দিতে পারবেন।কেননা,সারাবিশ্বের মানুষেরই ছোটবেলার গল্পে একটা সাদৃশ্য আছে।ঘটনার স্থান রাশিয়ার লেনিনগ্রাদ থেকে চাইলেই আপনি বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে নিয়ে আসতে পারবেন।যেখানে স্কুলের দিদিমনি আফানাসিয়া নিকিফরভনা হয়ে যাবেন কোন এক মঞ্জু রানী পাল কিংবা দুষ্টু বন্ধু গর্বুশকা হয়ে যাবে কোন এক ওয়াসিম উদ্দিন।গল্পগুলো আসলে সবই এক,স্থান-কাল-পাত্রই শুধু ভিন্ন।

ছোটবেলার বই বড় বয়সে পড়ার মধ্যে আফসোস থাকলেও একটা আনন্দও আছে যে এই বড় বয়সেও বইয়ের পাতায় অন্তত ছোটবেলাকে খুঁজে পাওয়া যায়।

আর অনুবাদের কথা যদি বলি,আমার পড়া অন্যতম সেরা অনুবাদ এই বইটা।বাংলা ভাষায় অনুবাদ নিয়ে আমি ব্যক্তিগতভাবে বিরক্ত।কিন্তু ননী ভৌমিকের প্রাঞ্জল অনুবাদে মনেই হয়নি যে আমি কোন রাশিয়ান বই পড়ছি।দারুণ কাজ!
Profile Image for Galib.
276 reviews69 followers
June 23, 2018
ভূমিকাটা সুন্দর ।
যদিও , প্রথমদিকের গল্পগুলো অনেক ভালো লাগে নি , তবুও বলবো -গল্পগুলো সুন্দর !
' অনেক ভালো ' না লাগার পিছনে অনুবাদ টা দায়ী । অনুবাদ প্রানবন্ত মনে হয় নি ( / অনেক আগের অনুবাদ , তাই হয়তো ভালো লাগে নি )

[ রকমারি থেকে বইটা হাতে পাওয়ার পর দেখি একদম পিচকু সাইজের বই । রাগ উঠেছিলো তখন । বইয়ের সাইজটা আরেকটু বড় হলে কত সুন্দর লাগতো সবকিছু ! -_- ]
Profile Image for Dev D..
171 reviews26 followers
May 11, 2020
সব বাবারাই একসময় ছোট ছিল, আর ছোটরাই তো একসময় বড় হয়ে বাবা মা হবে। সেইসব ছোটদেরকে উদ্দেশ্য করে বড়দের ছোটবেলার গল্প লিখেছেন আলেক্সান্দর রাস্কিন। নিজের ছোট্ট মেয়ে সাশা যখন কানের ব্যাথায় ছটফট করতো তখন তা���ে ভোলাতে নিজের ছোটবেলার গল্প করতেন রাস্কিন। অবশ্য গল্প কেন বলছি, সত্যি ঘটনাই সব, শুধু নিজের জীবনের না অন্য বাবাদেরও ছোটবেলার গল্প। গল্পগুলো প্রায়ই বাবার বোকামির, কিন্তু শিক্ষনীয়। যারা আমরা বড় হয়ে গেছি গল্পগুলো পড়লে তাদের মনে পড়বে নিজের ছোটবেলার কথা, নিজেদের দুষ্টুমি আর বোকামির কথাও। আর ছোটরা, তারা গল্পগুলোকে মেলাতে পারবে নিজের বর্তমানের সাথে, শিখতেও পারবে কোনটা ভুল কোনটা শুদ্ধ। আর আলাদা করে বলতেই হবে সেকালের সোভিয়েত স্কুলগুলোর কথা, এমন স্কুল কি আমাদের দেশে এ যুগেও আছে? মনে হয় নেই। ননী ভৌমিক এর অনুবাদটিও দুর্দান্ত। ছোটদের এমনকি বড়দের পড়ার মতো দারুণ এক বই এটি, হারিয়ে ফেলা শৈশব কে ফিরে পেতে কার না ভালো লাগবে, বড় তাড়াতাড়ি চলে গেল যে সেই সোনালী দিনগুলো।
Profile Image for Mimisha Nishat Mati.
6 reviews5 followers
June 25, 2021
এই বইটি নিয়ে আমার আহ্লাদ এর কোন অন্ত ছিলো না বলতে গেলে। কেননা প্রথমত, এটা রুশ সাহিত্যের বই এবং আমি বরাবরই রুশ সাহিত্যের প্রতি মনে মনে একটু বেশি জানার আগ্রহ অনুভব করেছি! এবং দ্বিতীয়ত বইয়ের নাম এবং কাভার সেইসাথে Goodreads এর রিভিউ থেকে জেনেছি পুরোটা বই জুড়ে ভারী মজার মজার ছবি-তে ভরপুর! এদিকে আমি বোধ করি মন থেকে আমি একইসাথে বুড়ো এবং বাচ্চার মিশেল! অগত্যা বাকিটা আর নিশ্চয়ই কিছু বলবার প্রয়োজন পড়ে না!
বইটা ভীষণ মিষ্টি আর খুব ছোট, মাত্র একশো কুড়ি পৃষ্ঠার বইটা এক নিঃশ্বাসে গাপুসগুপুস শেষ করে ফেলাই যেতো! তবে ঐ যে মনবাচ্চা আমাকে বললো-" এ তো এক্কেবারে তোমার জন্যই লেখা হয়েছে! ফুরিয়ে যাবে যে! একটু একটু করে পড়ো!" হাহাহাহা!
বইটির লেখক আলেক্সান্দর রাস্কিন যিনি তার কন্যা সাশা-কে উদ্দেশ্য করে বইটি লিখেছিলেন। বই-টা ভীষণ মজার এবং তারচেয়ে বেশি শিক্ষনীয়! লেখক যিনি কি না তার ছেলেবেলায় কেমন ছিলেন তার বর্ননায় তার কন্যার পাশাপাশি আমাকে-ও কতোকিছু শিখিয়ে দিলেন!
অসাধারণ এই বইটার মাঝে আঁকিয়ে ল তকমাকভ ভারী মজার মজার ছবি এঁকেছেন এবং অনুবাদ করেছেন শ্রদ্ধেয় ননী ভৌমিক!
Profile Image for Habiba Kamrun.
36 reviews16 followers
August 30, 2021
ভীষণ ভালো লেগেছে, ছোট্টবেলার নানা রকম অভিজ্ঞতার গল্পে সাজানো ছোট্ট একখানা বই। আরেকটু কম বয়সে বইটা পড়তে পারলে আরও বেশি উপভোগ্য হতো।
Displaying 1 - 30 of 113 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.