রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
বিতর্কিত কিশোর চিলার স্পিন-অফ সিরিজের 'পিশাচবাহিনী' গল্পটা এই ভলিউমে আছে। আমি অবশ্য বইটা সিঙ্গেল হার্ডকভারে (প্রজাপতি এডিশন) পড়েছিলাম। বেশীরভাগ পাঠক অনেক অপছন্দ করলেও আমার ভালই লেগেছিল গল্পটা। এর সিকুয়েল মহাকাশের কিশোরও জোস ছিল। দুঃখের ব্যাপার হলো এই সাগাটা শেষ হয় নি তিন গোয়ন্দার কাহিনীর মধ্যে। তখন খুবই অপেক্ষা করতাম এই গল্পগুলার সিকুয়েল পড়ার জন্য। আলোচনা বিভাগে অনেক ভক্তকে দেখতাম মহাকাশের কিশোরের পরের অংশ কবে আসবে তা জানতে চাইতে। অনেক পরে জানতে পেরেছিলাম যে Animorphs সিরিজের অ্যাডাপ্টেশন ছিল গল্পগুলো। এখন তো এসব জুভেনাইল ফিকশান পড়ার বয়সটাই পার হয়ে গেছে। তাও চেষ্টা করবো অরিজিনাল ইংরেজি বইগুলা পড়ে ফিনিশিংটা জেনে নেয়ার।