কাওয়াই দ্বীপের মুখোশ কাওয়াই দ্বীপ থেকে আনা ডক্টর প্রোক্টরের বিচিত্র মুখোশটা চুরি হয়ে গেল স্কুলের অডিটোরিয়াম থেকে। তিন গোয়েন্দার হাতে সময় শনিবার সকাল পর্যন্ত। তার পরই কেসটা চলে যাবে পুলিসের হাতে। যা করবার শীঘ্রি করে ফেলতে হবে।
মহাকাশের কিশোর স্বপ্নটাকে প্রথমে গুরুত্ব দিল না রবিন। কিশোর, মুসা আর জিনাও যখন একই স্বপ্ন দেখতে আরম্ভ করল, গুরুত্ব না দিয়ে আর পারা গেল না। সাগর যাত্রায় তৈরি হলো তিন গোয়েন্দা।
ব্রাউন্সভিলে গণ্ডগোল আলবার্তোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় প্রাচীন দুর্গে। কেউ ঢুকলে মটকে দেয় ঘাড়। তিন গোয়েন্দাও পড়ল গিয়ে বিপদের মধ্যে। দেখা দিল ভুতুড়ে আলো, রহস্যময় ছায়ামূর্তি। জট পাকাল রহস্য। শুরু হলো বুদ্ধির খেলা।
Qazi Anwar Hussain (born 19 July 1936) is a well known and very famous Bangladeshi writer who mainly writes detective and adventure based novels most of which are adaptation translation from or heavily influenced by foreign literature.
আমার মতে তিন গোয়েন্দার অন্যতম শ্রেষ্ঠ ভলিউম। বিশেষ করে পোস্ট-রকিব হাসান যুগের সেরা ভলিউম এটা। তিনটা গল্পই যার যার জনরায় অসাধারণ ছিল। ব্রাউন্সভিলে গণ্ডগোল সিরিজের অন্যতম মাথা খাটানো গল্পের একটা হয়ে আছে এখনো।
মহাকাশের কিশোরের সিকুয়েল আমরা আর পেলাম না। "কিশোর চিলার" গল্পগুলো পড়তে ভালই লাগতো আমার। মনে পড়ে যখন পিশাচবাহিনী আর মহাকাশের কিশোর বের হয় তখন ফ্যানবেস দুই ভাগ হয়ে গেছিল এসব গল্পের যৌক্তিকতা নিয়ে। প্রতি বইয়ের আলোচনা বিভাগেই মহাকাশের কিশোরের সিকুয়েল নিয়ে জিজ্ঞাসা থাকতো। ইন্টারনেটের কল্যাণে জানতে পারি যে গল্পগুলা Animorph সিরিজের ছায়া অবলম্বনে লেখা ছিল। এখন এসব বই পড়ার ধৈর্য নাই। হাইস্কুলে যদি খোঁজ পেতাম তাহলে গোগ্রাসে গিলে ফেলতাম।