"পথ তো আলাদা আগেই করে নিয়েছি।যা ইহকালে, পরকালের আর এক হবার নয়। পথ চলার মাঝে যখন আবার দেখা হয়েই গেলো তাহলে থাকি না আর কিছুক্ষণ এভাবেই। যাক না সময়টা এমনই। সাদাকালো জীবনটার দু'দণ্ড সময় না হয় একটু রঙিন কাটুক। এতে তো কারো বিশেষ ক্ষতি হচ্ছে না। আর আমি তো তাকে সারাজীবনের জন্য ধরেও রাখছি না"। - ইতি চৌধুরী, এবং তুমি।
সারসংক্ষেপঃ -------------------- কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করার পর আমাদের বেশির ভাগ এর জীবনে হুট করে পরিবর্তন চলে আসে। প্রতিযোগিতার ঐ সময় টাতে সবার সাথে তাল মিলিয়ে দৌড়ানোর সময় হুট করেই হয়ত খুব বেশিজনের জন্য না তবে কয়েকজনের পথে এক অপরের মুখোমুখি হয়ে যায়। হুট করেই তখন প্রতিযোগিতার মধ্যে তাদের জীবন থমকে যায়। এক অন্য রকম অনুভূতির জন্ম নেয় দুজনের মধ্যে। হ্যাঁ প্রেম প্রেম অনুভূতি। যাতে দুজন মানুষ এতো গভীর ভাবে ডুবে যায় যে হয়ত একজন আরেকজন থেকে দূরে থাকা অসম্ভব হয়ে যায়। কিন্তু ঐ সম্পর্কে ও বাঁধা আসে হয়ত নিজস্ব সমস্যা, পারিবারিক সমস্যা অথবা শারীরিক ভাবে কোনোকিছুতে অসম্পূর্ণ হয়ে যাওয়ার জন্যে দূরে সরে যায়। কিন্তু ঐ অনুভূতি টা কিন্তু সবসময় বর্তমান থাকে। নিজের সমস্যা টা না বলে মনে মনে সিদ্ধান্ত নিয়ে দূরে সরে এসে এমন অনেক সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়।
এবং তুমি হলো এমন ই একটি প্রেমের উপন্যাস। বাংলায় অব্যয় হিসেবে ব্যবহৃত হয় এবং। আর এই উপন্যাসে লেখিকার নায়িকার নাম হলো এবং। মেডিক্যাল এর ৪র্থ বর্ষে পড়ুয়া একজন অতি সাধারণ মেয়ে। আর আছে নিহান ইন্টার্ন হিসেবে কর্মরত। তবে প্রেমটা যখন শুরু হয় তখন দুজন ই ছিল স্টুডেন্ট। দীর্ঘ ৪ বছর প্রেমের পর হুট করে কোনো অজানা কারণে নিহানের সাথে সব ভেঙে দূরে সরে যায়। আচ্ছা, নিহান আর এবং এর কি আবার রাস্তা এক হবে এই জীবনে? নাকি একটা সুন্দর সম্পর্কের এভাবেই সমাপ্তি ঘটে যাবে?
পাঠ প্রতিক্রিয়াঃ ------------------------ বর্তমান সময়টাতে যে জিনিস টা নাই বললেই চলে তা লেখক উপন্যাস এ ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন। কোনো সস্তা আবেগ ছাড়া, সত্যিকারের অনুভূতি দিয়ে কাউকে আঁকড়ে ধরার চেষ্টা কিভাবে করতে হয় তা দেখিয়েছেন। সেই সাথে সত্যিকারের অনুভূতির মূল্য বুঝিয়েছেন। কাউকে পাওয়ার চেষ্টা আর কাউকে ভালোবাসার পরও তার খুশির জন্য সবকিছু থেকে সরে আসা। অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আরেকটা জিনিস চোখে পড়েছে তা হলো সম্পর্কের মধ্যে কখনও কোনো সমস্যা লুকানোর থেকে পরস্পরের সাথে তা শেয়ার করা জরুরি। অনুভূতি সত্যি হলে সে আপনাকে আপনার ঐ সমস্যা সহ ই মেনে নিবে। ভালো লাগল।