What do you think?
Rate this book


126 pages, Hardcover
Published January 1, 2020
আপনি জলেশ্বরী যান নি?
না, জলেশ্বরী আমার নৌকায় এসেছে।
সে কি বুঝল? কে জানে। মৃদু ভাবে বলল, আমার একটা স্বপ্ন ছিল।

দূর থেকে কেউ একজন কিশোর কণ্ঠে বলে উঠলো,
ঐ মালাউন মাগী, কোন ভাতারের বাড়ি যাস?
মাঠের সবাই এই বাক্যে প্রবল আনন্দে হেসে উঠলো। আমি দূর থেকেই চিনলাম ছেলেটিকে, সদ্য গোফ উঠেছে নাকের নিচে। পৌরষত্ব দেখানোর ছুতো সে খোঁজে সর্বক্ষণ। কিছুদিন আগে তাপসীর কাছে থেকে এটা সেটা সাহায্য করাই তার পৌরষত্ব ছিল। আজ হিন্দু নারীকে গালি দিয়ে সে জাতে উঠলো। তার গর্বে ফুলে ওঠা বুক দেখলাম। তাপসী যেনো শুনতেই পায় নি, কিন্তু দ্রুত পা চালিয়ে সে এই অপমানকে পাশ কাটাতে চাইলো। একবারও ফিরে তাকালো না ছেলেটির দিকে, যে ছিল তার স্নেহধন্য, সে আজ পুরুষ হয়েছে!
"জন্মের সময় দাইমা মেয়ের নাড়ির বন্ধন কেটেছে, কিন্তু শাড়ির বন্ধন কাটতে পারেনি।"
"দূরে গ্রামের গাছগুলো নিম্নবিত্ত সমাজের মতো কোমর সোজা করে দাঁড়াতেই পারছে না।"
"নিচে ধানের জমির গোরস্থান।"
"পাশের গ্রামের গাছগুলোর চুলের মুঠি ধরে কেউ যেন ঝাঁকাচ্ছে।"