বর্তমান প্রজন্মে যে কজন লেখক বাংলা সাহিত্যের আকাশে নবাগত প্রতিভাবান তরুণ নক্ষত্র হিসাবে বিরাজ করছেন, শাক্যজিৎ ভট্টাচার্যর নাম যে তাদের মধ্যে অন্যতম তা আর বলবার অবকাশ রাখে না.. ১২টি ভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো তার এই সুন্দর সংকলন "আক্রান্ত ও অন্যান্য গল্প"... সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন বৈচিত্র্যের ও বিভিন্ন পরিস্থিতির ১২টি নতুন রকম গল্পের এক অভাবনীয় উপস্থাপনা এই বই.. লেখকের কলমের দক্ষতায় প্রতিবারেই মজবুত হয়েছে গল্পের ভীত.. মানবমনের ভিন্ন ভিন্ন মানসিকতার প্রকাশ ধরা পড়েছে প্রায় প্রতিটি গল্পের মোড়ে.. অনেক গল্পেই ফুটে উঠেছে মেহনতি মানুষের কথা আর বাস্তব সমাজব্যবস্থার কথা.. যেগুলো গল্পের মান আরো একটু বাড়াতে সাহায্য করেছে... সব গল্পের কথা এখানে তুলে ধরা না গেলেও ৩টি গল্পের কথা একটু আলাদা করে না উল্লেখ করলেই নয়.. "আউশভিৎস", "আক্রান্ত" ও "উপনিবেশ'.. গল্পের চিন্তাধারার মধ্যে যে এতটা অভিনবত্ব আনা যেতে পারে সেটা না পড়লে বোঝা খুব মুশকিল.. সব গল্পের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া সম্ভব নয় জেনেও একটু ছোট করে বলি, "আউশভিৎস" গল্পে লেখক দেখিয়েছেন যে, একজন মানুষের টিকটিকি ভীতি তাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে.. "উপনিবেশ" গল্পে লেখক তুলে ধরেছেন যে, এক সামর্থ্যহীন মানুষের কাছ থেকে তার বাড়ি হাতিয়ে নেওয়ার জন্য একজন রাজনৈতিক সম্বন্ধযুক্ত প্রোমোটার কি ভয়ানক অভিসন্ধি করে চলেছেন... "আক্রান্ত" গল্পে অসামান্যভাবে গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে একটা বেড়াল খুনের ঘটনা.. এইভাবে প্রতিটা গল্পেই লেখক খুব সুন্দর ভাবে চিত্রিত করেছেন বর্তমান সমাজব্যবস্থার ভিন্ন ভিন্ন রূপ.. যা পড়লে আপনার দৃষ্টিভঙ্গিতে একটু হলেও বদল আসবে..