বই: গ্রোথ হ্যাকিং মার্কেটিং
লেখক: মুনির হাসান
প্রকাশক: আদর্শ
লেখক পরিচিতি:
লেখক মুনির হাসানের জন্ম ২৯ জুলাই, ১৯৬ সালে চট্টগ্রামে। হাইস্কুলের পড়ালেখাও সেখানেই— সেন্ট মেরিজ, মুসলিম এডুকেশন সোসাইটি ও মুসলিম হাইস্কুল। পরে চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্বিদ্যালয়ে। দৈনিক সংবাদের সাপ্তাহিক বিজ্ঞান ও প্রযুক্তির ফিচার পাতায় লেখালেখির মাধ্যমে।
পাঠ প্রতিক্রিয়া:
বইটিতে গ্রোথ হ্যাকিং নিয়ে ধারনা, কাজের জিনিস কি, কিভাবে বানাবেন, কোথায় পাবেন, নিজের গ্রোথ হ্যাক করা, প্রচার করা, ভাইরালিটি, গ্রোথ ধরে রাখা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বেশ কাজের কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। লেখকের লেখনি খুবই স্পষ্ট। সহজ ভাষায় বইটি লেখা হয়েছে। উদাহরণ এর কারনে বুঝতে সহজ হয়।
উদ্যোক্তা কিন্বা মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। নতুনদের জন্য অনুপ্রেরণা মূলক বই। আর সাইজে খুব ছোট বই, সহজেই পড়া শেষ হয়ে যাবে।
প্রোডাকশন কোয়ালিটি:
বইটি হার্ডবাইন্ডিং এর। মোটা কাগজ ব্যবহার করা হয়েছে। প্রচ্ছদটি বেশ চমৎকার। বুকমার্কিং রিবন দিলে ভালো হতো।
কন্টেন্ট, প্রোডাকশন সব মিলিয়ে বইটা আমার ভালো লেগেছে। পড়তে পারেন, খারাপ লাগবে না, বেশ কিছু জিনিস শিখতেও পারবেন।