ছয়টি ইতিহাস নির্ভর আখ্যানের সমাহার কর্ণসুবর্ণর কড়ি৷
কুয়াশাচ্ছন্ন প্রাচীন ভারতের কাশ্মীর অথবা মধ্য যুগের মধ্য ভারতের চান্দেল শাসন৷ ইতিহাসের প্রাচীন কর্ণসুবর্ণ থেকে লক্ষ্মণ সেনের বাংলা, মোগল রাজদরবার অথবা রাজপুতানার মরুরাজ্য৷
হারিয়ে যাওয়া ইতিহাসের নানা সময়কাল, নানা প্রেক্ষাপটে রচিত ইতিহাস সুরভিত নানা রঙের প্রেম কাহিনি একত্রিত হয়েছে এই বইয়ে৷
পাঠ্য প্রতিক্রিয়া : " টানটান উত্তেজনাপূর্ণ প্রতিটা গল্প, একবার শুরু করলে শেষ না করে ওঠা যায় না " - এই টাইপের কিছুই আমি বলতে পারলাম না। ইতিহাস নির্ভর কাহিনী, কাহিনীর মধ্যে দ্রুততা লক্ষ্য করিনি বরং ধীর স্থির ভাবেই গল্পগুলো এগিয়েছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই বলছি, তাড়াতাড়ি পড়া যায়নি গল্পগুলো। ইতিহাস প্রেমীদের কাছে এই গল্পগুলো ভালো অপশন হতে পারে, অন্যদের ভালো না লাগাটাই স্বাভাবিক। প্রেম ও যৌনতার মিলমিশ ঘটিয়েছেন লেখক। বিশেষ করে "রম্ভা" গল্পে যৌনতার চরম মাত্রা দেখানো হয়েছে। "রম্ভা" গল্পটি পড়ার সময় তো মনে হচ্ছিল যেনো কামশাস্ত্র পড়া শুরু করেছি, বার বার বিনোদ ঘোষালের "রূপনগরের পিশাচিনী"র কথা মনে পড়ে যাচ্ছিল। আমি ইতিহাস নির্ভর গল্প পছন্দ করি না, হিমাদ্রি কিশোরের লেখা বলেই পড়ে দেখলাম।একটি বড়ো ও বাকি ছোটো গল্প, তাও আমার ধৈর্যচ্যুতি ঘটছিল বারবার।এতগুলো গল্পএর মধ্যে তবু ভালো লেগেছে "প্রস্তর ঘাতক" আর "মালিনী মঞ্জরী"। প্রচ্ছদ বেশ নজরকাড়া।
মোট ছয়টি গল্প আছে । প্রতিটি গল্প ই চিত্তাকর্ষক, তবে গল্পগুলি কিছুটা প্রেডিক্টেবল বলে মনে হয়েছে আমার। যদিও তাতে গল্প পড়ার আকর্ষণ কমেনি । ইতিহাস আশ্রিত কল্পনার জগত লেখকের কলমের গুণে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিটি গল্পে।
হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা পড়তে আমার ভাল লাগে বলেই, পড়েছি। ইতিহাস নির্ভর রচনাও আমার অত্যন্ত প্রিয়। কিন্ত সমস্যা হচ্ছে, হটাৎ করেই বোধহয় আমাদের লেখক / লেখিকাদের ধারণা হয়েছে যৌনতা না থাকলে বই বিক্রি হবে না, যেটা খুব চিন্তার বিষয় হয়ে দাড়া়চ্ছে। উপরের দুটি পছন্দের ঘটনা মিলেছে বলেই তিন তারা, নাহলে দুটি তারাও দেওয়া যায়।
হিমাদ্রিকিশোর দাসগুপ্তের লেখা আমার ছোট থেকেই বেশ প্রিয়, আনন্দমেলায় ওনার উপন্যাসের পরের পর্ব পড়ার জন্য সারা মাস অপেক্ষা করে থাকতাম 🥺 . কর্ণসুবর্ণর কড়ির উপরে তাই ভালোই expectation ছিলো পড়ার আগে , সব মাঠে মারা গেলো. Historical fiction আমার আবার বেশ পছন্দের genre, কিন্তু শেষে দেখি বড্ড খাজা গল্পগুলো 😖. নেহাত ছোটবেলার পছন্দের লেখকের বই , আর একবার পড়ার জন্য হাতে নেওয়াই যায়🥱, তাই কোনোমতে ৩ স্টার দিলাম 👀.
হিমাদ্রিকিশোরের ঐতিহাসিক গল্প আমার ভালোই লাগে তবে এই সংকলনের গল্পগুলো জমেনি। সবকটা সেই হিসেবে ঐতিহাসিক কাহিনীও নয়। তাছাড়া প্রাপ্তমনস্ক করতে কিছু জায়গায় হয়তো ব্যাপারটা horny হয়ে গেছে।