ক্রুসেড, এ কোনো সাধারণ যুদ্ধের নাম নয়। মুসলিম উম্মাহর ইতিহাসে এক ভয়াল ইতিহাস ক্রুসেড। ইতিহাসের সেই পাতাগুলো আজও রক্তে রঞ্জিত হয়ে আছে। নিজেদের ভিতর সকল ভেদাভেদ ভুলে একজোটে মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল গোটা খ্রিষ্টজগৎ। এই হিংস্র লড়াইয়ে খ্রিষ্টানরা ছিনিয়ে নিতে চেয়েছে উম্মাহর পবিত্র ভূমি, ভূলুণ্ঠিত করতে চেয়েছে তার মর্যাদা। ক্রুসেড যুদ্ধের ইতিহাস কেবল ইসলামি ইতিহাস নয়; বরং মানবেতিহাসেরই একটি দীর্ঘ অধ্যায়ের বিবরণ। ইসলামি ইতিহাসের এক-সপ্তমাংশের প্রতিনিধিত্ব করছে এই ইতিহাস। . আর তাই ক্রুসেড যুদ্ধের ইতিহাস অধ্যয়নের মাধ্যমে আমরা বিবাদমান পক্ষগুলোর নীতি-আদর্শ পর্যবেক্ষণ করতে পারব; উপলব্ধি করতে সক্ষম হব মুসলিমদের বিরুদ্ধে পশ্চিমা ইউরোপীয়দের যুদ্ধের প্রেক্ষাপট ও পটভূমি। প্রায় দুই শতাব্দী ব্যাপ্ত ভয়ংকর ক্রুসেড যুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস
"ক্রুসেড যুদ্ধের ইতিহাস" সিরিজের ১ম খন্ড এইমাত্র শেষ করলাম। ড.রাগিব সারজানির তৃতীয় বই এটা আমার।এর আগে তাতারীদের ইতিহাস" ও আন্দালুসের ইতিহাস" সিরিজদ্বয় শেষ করেছি। ড.রাগিব সারজানি আমার অত্যন্ত প্রিয় ও পছন্দের একজন লেখক।ইতিহাস আমার প্রিয় সাব্জেক্ট আর সেটা যদি হয় মুসলিম জাতীর সাথে সম্পৃক্ত ইতিহাস তবে তার প্রতি এক তীব্র আকর্ষণ অনূভব করি। আর ইতিহাস জানার ও পাঠের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত যাতে করে বিকৃত ও বস্তাপচা একপাক্ষিক ইতিহাস মন ও মগজে গেথে না যায়।সেক্ষেত্রে ইতিহাস সংকলক ও সমালোচকের নিরপেক্ষতার প্রতি সতর্ক দৃষ্টি রাখা। আর ড.রাগিব সারজানী সংকলক ও সমালোচক হিসেবে নিরপেক্ষ একজন ইতিহাসবীদ। যেটা উনার লেখা ও বিশ্লেষণ পাঠ করলে সহজে অনুমেয়।
ক্রুসেড যুদ্ধের ইতিহাস কেবল ইসলামি ইতিহাস নয় বরং মানব ইতিহাসেরই একটি দীর্ঘ অধ্যায়ের বিবরণ। এর ব্যাপ্তি দুইশো বছরের ও অধিক। অর্থ্যাত ইসলামী ইতিহাসের এক সপ্তমাংশের প্রতিনিধিত্ব করছে এই ইতিহাস।ইসলামি ইতিহাসের অধ্যায়ণ যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে এই সময়ের ইতিহাস অধ্যায়ণ নিশ্চিত করেই আরো বেশী গুরুত্বপুর্ণ বিবেচিত হবে। এ সময়ের ইতিহাস কেবল মাত্র মুসলিমদের কাছেই গুরুত্বপূর্ণ নয়,ইউরোপ ও অন্যান্য অঞ্চলের জ্ঞানী,বুদ্ধিজিবী ও চিন্তাশীল সমাজ ও একে গুরুত্ব দিয়ে থাকে। ক্রুসেড যুদ্ধ ইউরোপীয় চিন্তা- চেতনাএবং কবী-সাহিত্যিক ও আপামর জনসাধারণের মন- মানসকে আচ্ছ্বন্ন করে রেখেছিল একটানা তিন শতাব্দীর ও বেশী সময় ধরে। এখনো ইউরোপ - আমেরিকার প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রুসেড যুদ্ধের ইতিহাসের গুরুত্ব সগৌরবে অধিষ্ঠিত আছে।"""
তাই আমি ব্যাক্তিগতভাবে মনে করি বাংলাভাষী সচেতন প্রতিটি মুসলিমের জন্য এই বইটি পড়া উচিত।