১৯৬৮ সালে কিশোর ভারতী এর যাত্রা। উপমহাদেশে কমিকস জগতে বিশাল অবদান কিশোর ভারতীর আছে। বিশেষভাবে বলতে গেলে গ্ৰাফিক নভেলের ক্ষেত্রে। যারা কমিকস ভালবাসেন তাদের জন্য একটি অসাধারণ সংগ্ৰহ। তবে নতুন পাঠকরা হয়তো পছন্দ নাও করতে পারেন। কারণ এটি মূলত ১৯৬৯-১৯৮০ সাল পর্যন্ত প্রকাশিত কমিকসের সংকলন। সবই মোনোক্রোম অথবা বলতে গেলে সাদাকালো কমিকস বলা যায়। এবং এই সংকলনে অরিজিনালিটি ধরে রাখা হয়েছে।
কিছু গল্প আমার পুরাতন স্মৃতিকে ফেরত দিয়েছে। বিশেষ করে ময়ূখ চৌধুরী এর শিকার; সুব্রত গঙ্গোপাধ্যায় এর লাইব্রেরী ঘরের রহস্য, মৃত্যুভয়; শৈল চক্রবর্তীর অধ্যাপক ত্রিবেদী প্রভৃতি।
আমি সংকলন-২ এর জন্য অপেক্ষা করছি।
#ধূসরকল্পনা