#পাঠকের কাছে অনুরোধ • করোনার এই দুঃসময়ে আমরা অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ইবুক তৈরি করছি। বিগত ৩ মাস প্রতিষ্ঠানের আয় বন্ধ। বাংলাদেশের প্রকাশনা সেক্টরের কী নাজুক অবস্থা আপনারা অনেকেই জানেন। তাই কিন্ডল আনলিমিটেড সাবস্ক্রাইবারদের প্রতি অনুরোধ আপনার সামর্থ্য থাকলে বইটি কিনে পড়ুন। • এটি প্রিন্ট রেপ্লিকা ভার্সন। যাদের ডিভাইসে এই ভার্সনটি সাপোর্ট করে না তারা এই আপডেট ভার্সনটি দেখতে পারেন: ------------- বই সম্পর্কে ------------- প্রথম দুই ভলিউমের তুলনায় তৃতীয় ভলিউমে সূরাগুলোয় ব্যাখ্যার পরিমাণ কমিয়ে আনা হয়েছে। শেষ পারার অধিক পঠিত ছোট সূরাগুলোয় যতটা ব্যাখ্যার অবকাশ ও প্রয়োজন ছিল ততটা পরবর্তী সময়ে আর নেই বলে মনে করছি। চেষ্টা করা হয়েছে অধিক ব্যাখ্যায় না গিয়ে অতটুক&
Asif Shibgat Bhuiyan (আসিফ সিবগাত ভূঞা) completed his SSC from Saint Joseph School and his HSC from Dhaka College. He did his BBA from IBA. He is currently doing his Masters on Economics from United International University.
For the last 12 years he has been engaged in the pursuit of Islamic knowledge. He went to Qatar in 2009 to do a one year course on the Arabic language from Qatar University. After gaining some proficiency in the language, he used it to study the different sections of Islam. Recently he enrolled in a bachelor program of Islamic Studies in Mishkah University, an online university. There he gets the opportunity to attain knowledge from under the presence of professors from the famous Egyptian Islamic university, Al-Azhar University.
This book gives easy-to-read, spontaneous explanations of some of the short surahs at the end of the Quran. Pretty much a tafseer, but written in a very simple and reader-friendly language. The depth of the explanations and knowledge was amazing. This would be the perfect book for a beginner in Islam for learning the meanings and explanations of the most commonly read surahs. Even for non-beginners, it's a great read for refreshing your knowledge and getting the basics right.
Fantastic book for any beginner! The book gives a summary of explanation of 17 surahs from the Quran. In a lively and simple Bangla, the text is easy to understand and grasp the meaning of. A wealth of wisdom can be acquired from the pages of this book and applied to real life. The author shows us how the Quran is relevant in our lives and that it is a guide for our day to day activities. Hoping to see more from the writer and more similar books for the layman. May Allah reward.
বাংলাদেশের ইসলামি বইগুলোর ওপর আমি ভরসা রাখতে পারি নি। আমাদের ইসলাম শিক্ষা বই খুব একটা আকর্ষণীয় ভঙ্গিতে লেখা হয় না। স্কুলে দশ বছর ধরে ছেলেমেয়েরা একই শিরোনামে পাঁচ অধ্যায় পড়তে থাকে। তাতে মূল কথার খুব একটা হেরফের হয় না–'করতে হবে' 'খেতে হবে' 'যেতে হবে'–এসব বিমূর্ত কথাবার্তা। কাজের কথাবার্তা কয় পঙ্ক্তি তা আমার জানা নেই। তাছাড়া এদেশের ইসলামি শাস্ত্রজ্ঞরা সবসময় একে-অপরের সাথে লাগালাগিতে ব্যস্ত, নারীদের 'বেলেল্লাপনা' 'বেহায়াপনা' ধরতে ব্যস্ত। অথচ এত বছরে এই প্রথম পেলাম 'সহজ কুরআন' এর মতো একটা বই। লেখক অযথা বিজ্ঞান আর ধর্মকে এক করেন নি। এটা ভালো লেগেছে। বইয়ে সহজীকরণ করতে গিয়ে ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে। বাংলা বই পুরো বাংলাতেই হওয়া বাঞ্ছনীয়। এটা বাংলাদেশের সম্পাদনা-ছাড়া বই প্রকাশের ফল। পরবর্তী সংস্করণে এগুলোয় পরিবর্তন আসবে আশা রাখি।
কুরআনের সাথে যাদের বহুদিন কোন যোগাযোগ নাই বা যারা মুখস্থ সূরাগুলো নামাযে পড়তে পারেন বা মুখে বলতে পারেন কিন্তু সূরাগুলোর মূল বিষয়বস্তু সম্পর্কে কোন ধারণা নাই তাদের জন্য এই বইটা মাস্ট রিড। খুব সহজ, সুন্দর ভাষায় আমরা যেই সূরাগুলো রেগুলার পড়ি তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যার ব্যাপ্তি সীমিত এবং সেটা লেখকের ইচ্ছাকৃত, পাঠকদের সূরাগুলো সম্পর্কে শুধুমাত্র ওভারভিউ দেওয়া। এবং আমার মতে লেখকের উদ্দেশ্য সফল।
Giving it a 5-star instead of just 4 after this reread, with my reading group. It truly was phenomenal, in the way it made us (and still is making us) think, reflect, and then think some more, every day. I am thankful to have been able to reread it one more time.
এ বইটিতে কুরআনের ১৭ টি ছোট ও অপেক্ষাকৃতভাবে পরিচিত সুরার আলোচনা করা হয়েছে।লেখকের লেখার সাথে পরিচিত সবাই ই একবাক্যে মেনে নেওয়ার কথা যে বইটি সহজপাঠ্য।।তাফসিরের মান কিংবা গভীরতা নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই।তবে বইটি নিঃসন্দেহে চিন্তার খোরাক যুগিয়েছে।।বইটির সাথে আমার ব্যাক্তিগত সখ্যের আরেকটি কারন হোলো বইটি আমার জন্য ইন এ সেন্স থেরাপিউটিক ছিল।প্রচন্ড টারময়েলের মধ্যেও সালাত শেষে আমার পড়া প্রথম কুরআন বিষয়ক বইটি আমাকে অনেকখানি স্বস্তি দিয়েছে। সালাতের সময় মেকানিক্যালি সুরা পাঠের বদলে খুব ওয়েল আর্টিকুলেটভাবে না হলেও সুরার ওপরে রিফ্লেক্ট করার একটা প্রবণতা তৈরি হয়েছে।এছাড়াও কুরআনের রেটোরিক এর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠার জন্যও বইটি চমৎকার একটা গেটওয়ে হতে পারে ।।আল্লাহ লেখককে উত্তম প্রতিদান দান করুন।।
অসাধারন একটি বই। বাংলা ভাষাই এর চেয়ে সহজ ভাবে কেউ কোরান ব্যাখ্যা করেনি যদিও অনুবাদে আমি কাজী নজরুল ইসলাম এর টা আগিয়ে রাখব।এই খন্ডে আছে সেই সব সুরা যা আমরা মুখস্ত করি আর নামাজে পড়ি। তাই আমি বলব সকল বাংলাভাষী মুসলিম এর জন্য বইটি অবশ্য পাঠ্য। আর অমুসলিমদের বলব আপনি যদি সত্যিই আপনার প্রতিবেশীকে বুঝতে চান, তার আচরনের ব্যাখ্যা চান তাহলে বইটি পড়ুন এবং আপনার প্রতিবেশী কি আসলে ধর্ম পালন করছেন নাকি হ্যামিলনের বাশিঁওয়ালার সুরে নাচছেন?
সত্যি কথা বলতে, বিদ্যালয় থাকাকালীন সময়ে ইসলাম শিক্ষা বিষয় বাদে অন্য কোন ভাবে ইসলাম নিয়ে জানার সুযোগ ছিলনা। আগ্রহ ছিলনা। নামায পড়ার কিছু সুরা মুখস্থ করেছিলাম। এই বইয়ের মাধ্যমে ইসলাম নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আরও বেড়ে গেল। লেখক খুব সব সুরার ব্যাখ্যা দিয়েছেন, চিন্তার খোড়াক দিয়েছেন।