নোমান একজন বাংলাদেশি সুপারহিরো। থাকে ঢাকায়। ইচ্ছা একদিন সুপারহিরোগিরী করে ইউটিউবে অনেক ফেমাস হবে। কিন্তু তার কপালে কোনো ভালো ভিলেন জুটে না, হয় জোটে পকেটমার, আর নাহয় জুতা চোর। এ নিয়ে হেটাররা তার ভিডিওর কমেন্টে হাসাহাসি করলে সে ডিপ্রেসড হয়ে যায়। সে চায় তার লাইফেও আসুক ভয়ানক কোনো সুপার ভিলেন। এবং দুর্ভাগ্যবশত নোমানের সেই স্বপ্ন পূরণও হয়ে যায়! তারপর?
নোমান। নিজের অজস্র ক্লোন বা কপি সৃষ্টি করে অপরাধ দমন করতে চায় এই সুপারহিরো। তবে হিরোগিরির চেয়ে ব্লগে, ইউটিউবে পাওয়ার দেখিয়ে বেশি ভাইরাল এবং বিখ্যাত হওয়ার বাসনা বেশি তাঁর।
সাধারণ চোর-জোচ্চরদের সাথে ফাইট করতে করতে ক্লান্ত নোমান চায় অনেক ভয়ানক সুপারভিলেনের সাথে লড়তে। তাহলেই ইন্টারনেটে কিছু মান-সম্মান ও নামডাক কামাতে পারবে এই সুপারহিরো।
অজপাড়াগাঁ সঙ্করডাঙ্গায় 'আলো' প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ নাসিম নিখোঁজ হন। তার দুই ছেলেমেয়ে বাবার সন্ধানে গিয়ে দুই অশরীরী শক্তির দ্বারা বশীভুত হয়ে যায়। খারাপ শক্তি আকুনো তালহা এবং ভালো শক্তি ইহোই মায়েশার উপর ভর করে।
পিতৃহত্যার প্রতিশোধ নিতে গিয়ে মায়েশা ইহোইয়ের শক্তিতে ঢাকা শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করলে তাঁর ভাই আকুনোর বশীভুত তালহা বাধ্য হয়ে নোমানের সাহায্য চায়। পারবে কি নোমান এতবড় শক্তিকে থামাতে?
অঙ্কন চমৎকার হয়েছে। অ্যানিমে স্টাইলের আর্ট ভালো লেগেছে বেশ। তবে গল্প হতাশ করেছে। ভালো অশরীরী শক্তি ইহোই যত উল্টাপাল্টা কাজ করলো আর খারাপ শক্তি আকুনো ভালো হয়ে গেল কিভাবে? তাছাড়া মূল হত্যাকারীদের নিয়ে কারো কোন মাথাব্যাথাই নেই! অনেক ভালো সম্ভাবনার একটি গল্প কেমন খাপছাড়া হয়ে গেল। নোমানের পরবর্তি পর্বে এসবের ব্যাখ্যা হয়তো পাওয়া যাবে। তবে এইধরণের গল্পকথন আসলেই হতাশাজনক।
নোমান, একজন ভিডিও ব্লগার। সাথে একজন দেশী সুপার হিরো। যে যেখানেই যায় ক্লোন রেখে যায়। এদিকে মায়েশা আর তালহা বাবাকে হারায় একটা দূর্ঘটনায়। মায়েশা আর তালহার উপর ভর করে অতিপ্রাকৃত দুটি জীব। বাবার খুনীকে খুঁজতে রাস্তায় নামে দুই ভাই বোন, একজন অন্য জনের শত্রু হয়ে, কিন্তু কিভাবে খুঁজে পাবে খুনীদের? আর নোমানের কাছে সাহায্য বা চাইবে কি করে? নোমান কি ভ্লোগিং ছেড়ে সাহায্য করবে?
অন্তিকের কার্টুনের তুলনায় এটা অত ভালো হয়নি। কিন্তু অন্য কমিক্স যেমন অরিব , আদিব এইগুলো আবার ভালো লেগেছে।
এটি আমার দেখা একটি অদ্ভুত বই যেটার ৫৯টি পাতার দাম২৫০ টাকা। অন্তিক মাহমুদ এর ইউটিউব চানেল দেখে ভালো লেগেছিল তাই তার বই কিনেছিলাম। কিন্তু দেখাগেল বই টি পরতে আমার সময় লাগল খুব বেশি হলে ৩০মিনিট। আর এর কাহিনি অন্তিক মাহমুদ এর ইউটিউব ভিডিও থেকেও বাজে।
I used to watch Antik Mahmud's video so I bought the book. It wasn't so good. But it is a good start as Antik's new writer. The sequel of this book is very good.