'' ফজলুল হক তখন অবিভক্ত বঙ্গের প্রধানমন্ত্রী। এক গ্রাম্য মুসলমান চাষি তার পুত্রকে নিয়ে কলকাতায় এসে হক সাহেবের সঙ্গে দেখা করল। উদ্দেশ্য ছেলের একটা চাকরি চাই।
' লেখাপড়া কতদূর? ' ' ম্যাট্রিক ডিঙায়নি। বার দুই সিকিন ক্লাসে ফেল করেছে। ' 'চাষাবাসে লাগালে না কেন?' ' লেখাপড়া শিখেছে তো, সেজন্য চাষবাসে মন নাই। ' 'দোকান করে দাও। ' 'সে কামেও মন নাই। ' ' তাহলে তো তোমার পোলারে মন্ত্রী করে নিতে হয়। এই কামটায় কোনো কোয়ালিফিকেশন লাগে না।' "
এমনই অনেক মজার , আগ্রহোদ্দীপক এবং ব্যতিক্রমী দেশি-বিদেশি ঘটনার সংকলন চণ্ডী লাহিড়ীর ''চলমান প্রসঙ্গ"।
বইটি পড়তে বেশ মজা পেয়েছি। কিন্তু সমস্যা হলো লেখকের দৃষ্টিভঙ্গি অসাম্প্রদায়িক নয় এবং বইয়ে বর্ণিত ঘটনাবলির কোনো তথ্যসূত্র নেই। তাই চুটকি কিংবা লোকজনকে মুগ্ধ করতে এই বইয়ের ঘটনাগুলো উল্লেখ করা যেতে পারে। তবে সাক্ষী-সাবুদের বেলায় চণ্ডী লাহিড়ীর কোনো বালাই নেই৷ এখানেই বইটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
ছোটো ছোটো গদ্যে লিখিত। আনন্দ পাবেন পড়ে। জানা হবে নতুন অনেক তথ্য ( সূত্র ব্যতীত)।