বাংলায় বিজ্ঞাননির্ভর সাহিত্যকে একটা জোরালো ভিতের ওপর দাঁড় করানোর জন্য যে সাহিত্যিকেরা কার্যত দশকের পর দশক লড়ে গেছিলেন, তাঁদেরই অন্যতম ছিলেন রণেন ঘোষ। আজ্ঞে হ্যাঁ, অদ্রীশ বর্ধন 'কল্পবিজ্ঞান' শব্দটির জন্ম দেওয়ারও আগে থেকে রণেনবাবু তাঁর সঙ্গী ও সহযোদ্ধা ছিলেন। শুধু 'আশ্চর্য!' বা 'ফ্যান্টাসটিক' নয়, 'কল্পবিশ্ব' পথচলা শুরু করার পরেও সেই ওয়েবজিন তথা সাহিত্য-প্রয়াস তাঁর অকুণ্ঠ আশীর্বাদ পেয়েছে। মানুষটির কাজের প্রতি শ্রদ্ধার্ঘ্য তথা স্মরণিকা হিসেবেই তাঁর রচনা সমগ্রের প্রথম খণ্ডটি প্রকাশ পেয়েছিল এইবছর মেলায়। সেই বইটিই পড়ে ফেললাম এই দু'দিনে। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়ের 'মুখবন্ধ'-র পর এই বইয়ে এসেছে পনেরোটি ছোটোগল্প এবং দুটি উপন্যাস। তারা হল~ (*) গল্প~ ১. অমানুষিক সাগর-মানুষ ২. চাঁদের সেই প্রহরী (আর্থার সি ক্লার্কের 'দ্য সেন্টিনেল') ৩. বিশ্বাস করুন আমি পাগল নই ৪. কোনও একদিনে ৫. হত্যার অন্তরালে ৬. আলোর জীবন ৭. এক্সপেরিমেন্ট ৮. মলাটের মুখ ৯. হিমঘুম ১০. পিপে ১১. কার্বন মিরাকল ১২. ছিন্নমস্তার সভ্যতা ১৩. এমনও তো হতে পারে ১৪. মহাকাল ১৫. কে তুমি? এদের মধ্যে অধিকাংশ কাহিনিই লেখা হয়েছে সাত ও আটের দশকে। পাল্পধর্মী ভঙ্গিতে লেখা সেইসব গল্পে বাঙালি প্রটাগনিস্টের অভিজ্ঞতা এবং মহাকাশ, ভিনগ্রহ, নভোযান ইত্যাদি ভয়ানকরকম গুরুত্বপূর্ণ হয়ে থেকেছে। তবে সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ায় রণেনবাবু'র দক্ষতার নিদর্শন হয়ে থাকবে 'মহাকাল' ও 'কে তুমি?'। 'কল্পবিশ্ব'-তে প্রকাশিত এই দুটি নতুন গল্প, যারা বিষয়-ভাবনা ও একজিকিউশনে নব্য লেখকদের কাছে দৃষ্টান্ত হয়ে ওঠে। (*) উপন্যাস~ ১] কুমেরুর বিভীষিকা (জন ক্যাম্পবেলের 'হু গোজ দেয়ার') ২] আমি মানুষ হব (আইজ্যাক আসিমভের 'দ্য বাইসেন্টিয়াল ম্যান') এই মুহূর্তে বাংলায় কল্পবিজ্ঞান লেখালেখি অনেকটা অন্য অভিমুখে অগ্রসর হলেও পূর্বসূরি তথা অগ্রপথিকদের কাজের সঙ্গে পরিচিত হওয়া আমাদের সবার জন্যই জরুরি। তাছাড়া লেখাগুলোর নিজস্ব বিনোদনমূল্য তো আছেই। সেই নিরিখে কল্পবিজ্ঞান-প্রেমী পাঠককে পরামর্শ দেব এই সুমুদ্রিত বইটি পড়ে দেখার।
৪০-৫০ বছর পুরোনো গল্পগুলো, অথচ এখনো পড়লে সমান আগ্রহ পেলাম যা সমসাময়িক sci-fi পড়লে পাই। গল্পগুলোর উপাদান পড়লে মনে হয় সময়ের অনেক আগে লেখা, যদিও কল্পবিজ্ঞান মানেই বেশিরভাগ সুদূর ভবিষৎ প্লট।
সবকটা গল্প ভালো লেগেছে। তবে উপন্যাস দুটো অমূল্য রতন। দুটো উপন্যাস অনুপ্রাণিত, যা ৫০-৬০ বছর আগে লেখা।
প্রথম উপন্যাস "কুমেরুর বিভীষিকা" কে কেন্দ্র করে, এর প্লট কে ঘুরিয়ে ফিরিয়ে পরবর্তী কালে অনেক মুভি হয়েছে ।
দ্বিতীয় উপন্যাস "আমি মানুষ হব", রোবট হিসেবে তার স্বাধীনতা, মানবতা, সবকিছু চাওয়া-পাওয়া, মানুষের মতো বাঁচার ইচ্ছে... এরকম ভাবনা এত বছর কেউ করেছে দেখে অবাক হলাম। এই উপন্যাস এর ওপর ভিত্তি করে "Bicentennial Man" মুভি হয়েছে। এই উপন্যাসে রোবট আইনের যে তিনটি পয়েন্ট বলা হয়েছে, i robot মুভিতেও সম্ভবত ছিল।
সবমিলিয়ে ভীষণ ভালো একটি রচনা সমগ্র পড়ে ফেললাম। Must read