মাত্র ছাব্বিশ পাতায় একটি স্বপ্নভঙ্গের গল্প, ঐতিহ্যের যে মৃত্যু তার একটি বয়ান, অসুখের অতীত আর অশালীন বর্তমানের একটি ভ্রমণ এই ছোট্ট বইটি।
ফোঁপরা বাকলের মত প্রচ্ছদ, পোস্টকার্ডের মত আকার। বৃষ্টির সন্ধেয় পড়লুম চৈত্রের প্রায়কানা গ্রামের গল্প যে পুরোনো মোহরটি একদম চোখের কাছে তুলে আনছে অথচ তার চিকচিকটা নিতে পারছে না।