বাংলা দেশের নদ নদী বিষয়ে বাংলাভাষায় লিখিত প্রথম গ্রন্থ। লেখক একদিকে বাংলাদেশের নদ-নদীর উৎপত্ত, খাতের পরিবর্তন ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছেন, অন্যদিকে ঔপনিবেশিক নদী ব্যবস্থাপনা কিভাবে দেশের কৃষ, শিল্প ও প্রকৃতি ধ্বংস করে বহিরাগত স্বার্থকে প্রতিষ্ঠিত করেছে তা পর্যালোচনা করেছেন।