Jump to ratings and reviews
Rate this book

সতীর্থ গল্প সংকলন

Rate this book
"ছোটো প্রাণ, ছোটো ব্যথা, ছোটো ছোটো দুঃখকথা
নিতান্ত সহজ সরল,
সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু-চারটি অশ্রু জল।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা,
নাহি তত্ত্ব নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ।
জগতের শত শত অসমাপ্ত কথা যত,
অকালের বিচ্ছিন্ন মুকুল,
অকালের জীবনগুলো, অখ্যাত কীর্তির ধুলা,
কত ভাব, কত ভয় ভুল-"

শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'সোনারতরী' কাব্যগ্রন্থের 'বর্ষাযাপন' কবিতার কবিতাংশটি বহুলভাবে ব্যবহৃত হয় ছোট গল্পের সংজ্ঞায়নের ক্ষেত্রে। বিশ্ব সাহিত্যের প্রতিটা ক্ষেত্রেই ছোট গল্পের ভূমিকা অপরিসীম। বিশেষ করে খুব অল্প সময়ের মাঝে সাহিত্যরস অস্বাদনের সর্বোৎকৃষ্ট মাধ্যম ছোট গল্প।
বর্তমান পাঠকদের ছোট গল্পের প্রতি আগ্রহ বাড়াতে সতীর্থের ক্ষুদ্র প্র‍য়াস - সতীর্থ গল্প সংকলন।

বইটিতে ৩২ জন লেখকের মৌলিক ছোট গল্প ও ৩টি অনুবাদ গল্পসহ মোট ৩৫টি গল্প স্থান পেয়েছে।
যাঁদের লেখা এই সংকলনে স্থান পেয়েছে,
১. তানজীম রহমান
২. নাজিম উদ দৌলা
৩. রাজীব চৌধুরী
৪. আবুল ফাতাহ
৫. ওয়াসিকা নুযহাত
৬. ফাহমিদা বারী
৭. নিয়াজ মেহেদি
৮. শাহেদ জামান
৯. আতিক খান
১০. লুৎফুল কায়সার
১১. মো: ফরহাদ চৌধুরী শিহাব
১২. পিনাক দে
১৩. মোজাম্মেল হোসেন ত্বোহা
১৪. মোহাম্মাদ আতিকুল ইসলাম
১৫. মো. রাহাত খান
১৬. জান্নাতুল রাইয়ান বর্ণ
১৭. সৃজন চন্দ্র দাস
১৮. মোস্তাহিদ প্রধান
১৯. ইসতিয়াক জিয়ন
২০. মাঈশা মরিয়ম
২১. শাহরিয়ার এম ফাহিম
২২. সারাহ্ ইকবাল
২৩. মুর্তজা সাদ
২৪. তানভীর ফুয়াদ রুমি
২৫. কাজী ঐশী
২৬. মেহনাজ তাবাসসুম
২৭. মসিহা আনন মিকাত
২৮. ওমর ফারুক শ্রাবণ
২৯. সাবিহা বিনতে রইস
৩০. আয়শা আহমেদ
৩১. তাসনিয়া আহমেদ
৩২. তাহমিদ রহমান
৩৩. জাকির হোসেন
৩৪. কিশোর পাশা ইমন
৩৫. সোহাইল রহমান

232 pages, Paperback

First published September 1, 2020

2 people are currently reading
32 people want to read

About the author

Murtaza Saad

8 books44 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (36%)
4 stars
12 (29%)
3 stars
10 (24%)
2 stars
3 (7%)
1 star
1 (2%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for আহনাফ তাহমিদ.
Author 35 books78 followers
October 15, 2020
ব্যক্তিগতভাবে এমন গল্পের সংকলন আমার ভালো লাগে। ভিন্ন স্বাদের অনেকগুলো গল্প পাওয়া যায়, জনরাতেও থাকে বৈচিত্র। আর নামজাদা, নবীন লেখকদের গল্পগুলো মনে ছাপ রেখে যায়। সেদিক থেকে সতীর্থ প্রকাশনীকে ভিন্নধারার এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাতেই হয়।
৩২টি মৌলিক এবং তিনটি অনুবাদ গল্পের সমন্বয়ে প্রকাশিত এই সংকলনটি ঢাউস আকারের ভাবলে ভুল করবেন। কলেবর ছোট রাখা হয়েছে এবং চমৎকার পেপারব্যাকে পাঠকদের হাতে তুলে দেয়া হয়েছে। প্রচ্ছদের জন্য আবুল ফাতাহকে ধন্যবাদ জানাতেই হয়। বইটি হাতে নিয়ে প্রচ্ছদের দিকে নজর দিলে যে কারও মন ভালো হয়ে যেতে বাধ্য। কাগজের মানও খুব ভালো ছিল। বাঁধাই নিয়েও কোনো অভিযোগ নেই।
এবার আসা যাক গল্পের দিকে। কেমন ছিল গল্পগুলো?
জনরার দিক থেকে চিন্তা করলে থ্রিলার, ফ্যান্টাসি, সাই-ফাই, রোমান্স, ড্রামা, কমেডি সব ঘরানার গল্পই ছিল। ইন্ডাস্ট্রির সেরা লেখকরা তাদের চিন্তাভাবনার প্রকাশ ঘটিয়েছেন ছাপার অক্ষরে।
সবগুলো গল্প নিয়ে কথা বলব না। কয়েকটি গল্প মনে দাগ রেখে গিয়েছে। অনেকদিন এর রেশ থাকবে। সেগুলোর কয়েকটা নিয়েই কথা বলি।
তানজীম রহমানের শরনপন গল্প দিয়ে সংকলনের শুরু। পাঠক শুরুতেই একটা ধাক্কা খাবে নিশ্চিত। পরিচিত কোনো প্লটে গল্পটি লেখা হয়নি। একটা খুন দিয়ে শুরু হয়েছে, শেষটা একদম অপ্রত্যাশিত।
নাজিম উদ দৌলার বাস্টার্ড গল্পটা ভালো লেগেছে। শেষটা একটু ড্রামাটিক হলেও পড়তে খারাপ লাগেনি মোটেও
আবুল ফাতাহর আঁচল গল্পটি পরিচিত একটি প্লট কিন্তু এক্সিকিউশন খুব ভালো ছিল।
নিয়াজ মেহেদীর জলদেব ভালো লেগেছে। তবে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই গল্পটা নিয়ে চমৎকার একটা নভেলা হয়ে যেতে পারে।
লুতফুল কায়সারের ভ্রান্তি হরর ভাইব দিয়েও শেষটা দম ফাটানো হাসির ছিল। এমন টুইস্ট মোটেও আশা করিনি।
পিনাক দে'র বর্ণচোরা অন্যধাঁচের। বেশ ভালো লেগেছে।
মোজাম্মেল হোসেন ত্বোহার পরিত্যক্ত গ্রাম গল্পটি ইরাকি লেখক হাসান ব্লাসিমের একটি গল্পের অনুবাদ। সিরিয়া যুদ্ধের বিভীষিকাময়তা তুলে ধরা হয়েছে। তবে এখানে একটা কথা না বললেই নয়। মাত্রাতিরিক্ত সর্বনামের প্রয়োগ বিরক্তির উদ্রেক করেছে যথেষ্ট পরিমাণে।
শাহেদ জামানের ক্ষুধা গল্পটি ভালো লেগেছে। তবে কেন যেন মনে হয়েছে এই গল্পটা আগেও পড়েছি।
তানভীর ফুয়াদ রুমির ধর্ষিত নগরী এবং বর্ষার প্রথম কদম ফুল গল্পটা চমৎকার। তাহমিদ রহমানের র‍্যাগিং গল্পটার এক্সিকিউশনও ভালো লেগেছে।
জান্নাতুল রাইয়ান বর্ণের পাপ জমানো মানুষ, মুর্তজা সাদের বিসর্জন, মসিহা আনন মিকাতের নীলাশা গল্প তিনটি চমৎকার ছিল।
কাজী ঐশীর প্রতিযোগী গল্পটা সমাজের বাস্তব চিত্র। চোখের সামনে এমন একটা ঘটনা দেখা আছে বলে কানেক্ট করতে পেরেছি ভালোভাবেই।
কিশোর পাশা ইমনের মনস্তত্ত্ব গল্পের শেষটায় বেশ ভালো একটা ধাক্কা খেয়েছি।
জাকির হোসেনের শোধ প্রতিশোধ গল্পটা ভালো ছিল, তবে এক্সিকিউশন আরেকটু ভালো হতে পারত।
সমারসেট মমের বিখ্যাত দ্য লাঞ্চিয়ন গল্পটার রুপান্তর করেছেন মাঈশা মরিয়ম। বলার মতো তেমন কিছু নেই। চেনা গল্পই চেনা পরিবেশে এনেছেন।
মোটামুটি এই গল্পগুলো বাকিগুলোর থেকে একটু বেশি এগিয়ে রাখব। তবে তাই বলে বাকিদের গল্পও যে খারাপ লেগেছে, তা একদমই না। সবাইকে ধন্যবাদ চমৎকার একটি পরিবেশনার জন্য।

এবার আসি খারাপ লাগার বিষয়ে। মূলত, এটাই এই সংকলনের একমাত্র এবং সবচেয়ে বড় নেগেটিভ সাইড। পড়ে মনে হয়েছে সম্পাদনার পেছনে সময় খরচ করা হয়নি বললেই চলে। হাস্যকর সব বানান ভুল, টাইপো, জায়গায়-বেজায়গায় আ-কার, হ্রস্ব ই, দীর্ঘ ই এর ভুল ব্যবহার। এমনকি যায়নি, যাইনি- এমন ধরণের ভুল ভরা। প্রায় সব পাতায়ই একটি দুটি করে টাইপো কিংবা বানান ভুল। সারাহ ইকবালের রাধাচুড়া গল্পে জাফরকে খাইরুল বলা হয়েছে বেশ কয়েকবার। জাকির হোসেনের গল্পে সবচেয়ে বেশি টাইপো পেয়েছি।
আশা করি সতীর্থ প্রকাশন তাদের পরবর্তী প্রোডাকশনে সম্পাদনায় আরও মনোযোগ দেবেন। প্রকাশনীকে ধন্যবাদ এমন একটি চমৎকার সংকলন পাঠকদের হাতে তুলে দেবার জন্য।
Profile Image for Minhaz Efat.
23 reviews1 follower
January 29, 2021
পাঠ প্রতিক্রিয়াঃ
দেশের সেরা ও নবীন কিছু লেখকের সমন্বয়ে গ্রন্থবন্দী ছোট গল্পগুলো কে নিয়ে সতীর্থ গল্প সংকলন। পেপারব্যাক এর সুন্দর এই বইটি হাতে নিয়ে খুব ভালো একটা হ্যান্ডি ফিল পাওয়া যায়৷ ৩৫ টা গল্পের জন্য যা হওয়ার কথা সম্ভবত ঢাউস সাইজের।মৌলিক ও অনুবাদ মিলিয়ে ৩৫ টি গল্পে ছিল রোমান্টিকতা, নাটকীয়তা। ছিল থ্রিলার, কমেডি, ফ্যান্টাসি। সবগুলো গল্প ই যথেষ্ট ভালো লেগেছে। বেশ ভালো সময় কেটেছে৷ অসুস্থ হয়ে বেড এ পড়ে থাকার দরুন কোনো রকম বিরক্তি ছাড়া টানা পড়ে শেষ করে ফেললাম বইটা। গল্পগুলো পড়ার সময়কার অনুভূতি প্রকাশের চেষ্টা করলাম

১. শরনপন - তানজীম রহমান।
গল্পের শুরুতেই গল্পকথক কোন একজন কে তিনটা ঘটনা বলার জন্য তার থেকে সময় চেয়ে নেন, তিনটা গল্পের শেষেই সাসপেন্স রেখে দেয়া হয়। তবে টুইস্ট টা অপেক্ষা করছে ঘটনা তিনটা বলার পরের অংশে। ভিন্নধর্মী এই ইন্টারেস্টিং গল্পটা খুব ভালো লেগেছে।

২.বাস্টার্ড - নাজিম উদ দৌলা
সুন্দর একটি গল্প, অনেক বড় টুইস্ট আর মেসেজ আছে গল্পটাতে। অল্প ক'টা শব্দে লেখক তুলে ধরেছেন মানুষের চিন্তাধারার সীমা কে।

৩. নকশাবন্দী - রাজীব চৌধুরী
ছোট গল্পটা তে মোটামুটি ধরনের সাসপেন্স ছিল, ছোট গল্প হওয়াতে নিশি মিয়ার প্রক্রিয়া টা সম্পর্কে ভালো ধারনা পাই নি। তবে সবটা মিলিয়ে গল্পটা ভালো ই লেগেছে।

৪. আঁচল - আবুল ফাতাহ
গল্পটা আমি আগে কোথাও পড়েছি, সম্ভবত ফেসবুকেই, হয়ত এই লেখকের ই, সেটার ফিনিশিং টা অন্যরকম ছিল। এটার ফিনিশিং সংক্ষিপ্ত। তবে গল্পটা সুন্দর বলেই গল্পটার কথা এখনো মনে আছে।

৫. হঠাৎ হাওয়ায় - ওয়াসিকা নুযহাত
লেখিকার গল্প বলার ধরণ অনেক সুন্দর, মনোযোগ আকর্ষণ করার মত। বেশ সুন্দর উপস্থাপন। কিন্ত গল্পটার কনসেপ্ট খুব একটা ভালো লাগেনি৷

৬. ছুরি - ফাহমিদা বারী
সুন্দর গল্প, শুরু থেকে শেষ অবধি ছোট গল্পটা পারফেক্টলি এগিয়েছে এবং সুন্দর ভাবেই শেষ হয়েছে৷ ভালো লেগেছে গল্পটা।

৭. জলদেব - নিয়াজ মেহেদী
এই লেখকের লেখা আগেও পড়া হইছে, সবসময় সম্ভবত অদ্ভুত ধরনের প্লট ঘুরে মাথায়। প্লট অদ্ভুত হলেও পড়েও বেশ মজা পাওয়া যায়৷ জলদেব পড়েও অনেক ভালো লেগেছে, মজাও পেয়েছি।

৮.বুমেরাং - আতিক খান
এত ছোট একটা গল্পের মধ্যে কি পরিমাণ ভালোবাসা, নাটক৷ খুব সুন্দর একটা গল্প। নামের সাথে গল্পের স্বার্থকতা ও যথাযথ।

৯. ভ্রান্তি - লুৎফুল কায়সার
হতে পারে, অনেক কিছুই হতে পারে, এই পৃথিবীতে সবই বাস্তব। গল্পটার শেষেও ঠিক এমন টা ই মনে হবে৷ সম্ভবত একটা টিভিসি দেখেছিলাম ঠিক এমন। মজার গল্প ভ্রান্তি।

১০. ডাহুক পাখি - মোঃ ফরহাদ চৌধুরী শিহাব
অদ্ভুত সুন্দর একটা প্রেমের গল্প, আবেগ, রাগ, খুনসুটি, ভালোবাসা মাখানো গল্পটা। অনেক ভালো লেগেছে পড়তে। সবচেয়ে ভালো লেগেছে শেষের কবিতা টা৷

১১. বর্ণচোরা - পিনাক দে
আমাদের চোখে যা কিছু অন্যরকম তাকেই আমরা অস্বাভাবিক ধরে নেই, আসলে সবই নিজের জায়গায় স্বাভাবিক। একটা চরিত্রের ডায়েরির কয়েক পৃষ্ঠায় লুকোনো বিষাক্ত পোকাদের নিয়ে কথাগুলো বাস্তবতা কে তুলে ধরেছে৷ গল্পটাভর্তি মেসেজ৷ খুব সুন্দর গল্প। ��ল্প না বলে বার্তা বলা ই শ্রেয়৷

১২. পরিত্যাক্ত গ্রাম "দ্য অ্যাবানডান্ট ভিলেজ"
অনুবাদ- মোজাম্মেল হোসেন ত্বোহা
মূল- হাসান ব্লাসিম
সিরিয়ার গৃহযুদ্ধের পটভূমিতে রচিত গল্পটি খুব সুন্দর ভাবে অনুবাদ করেছেন লেখক৷ গল্পটি বেশ সুন্দর।

১৩. তাতিনা - মোহাম্মদ আতিকুল ইসলাম
মোটামুটি লেগেছে গল্পটা। তবে সুন্দর স্টোরি টেলিং এর জন্য গল্পের কথাগুলো পড়ে মজা পাচ্ছিলাম। পার্থিব, অপার্থিব, প্যারালাল ইউনিভার্সের ইকুয়েশন গুলা বেশ জমেছে।

১৪. নিঃশেষ - মোঃ রাহাত খান
ভালো লেগেছে গল্পটা, সুন্দর উপস্থাপন ছিল৷ বিলুপ্তির ধারা চলতে থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত। একে একে সবকিছু নিঃশেষ হতে থাকবে।

১৫. পাপ জমানো মানুষ - জান্নাতুল রাইয়ান বর্ণ
সাদাসিধে একটা গল্প তবে সুন্দর মত উপস্থাপিত, পড়তে বেশ ভালোই লেগেছে। নির্মম দুনিয়ায় এমন অনেক গল্প ই লুকিয়ে আছে আশেপাশে।

১৬. স্বাধীনতা - সৃজন চন্দ্র দাস
স্বাধীনতার গল্পগুলো আমাকে টানে, কিন্ত এ গল্পটা নিষ্প্রাণ মনে হয়েছে। আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জায়গা ছিল সম্ভবত।

১৭. দ্বিতীয় সত্তা - মোস্তাহিদ প্রধান
ছোট এই গল্পেও যথেষ্ট টুইস্ট আছে। গল্পটা পড়েও ভালো লেগেছে, যদিও উলটা প্রেডিক্ট করে বসে ছিলাম। নিজের চিন্তার উল্টাটা হলেই ত আসল থ্রিল। বেশ ভালো লেগেছে।

১৮. বুক পকেটের চিঠি - ইসতিয়াক জিয়ন
অসম্ভব সুন্দর একটি গল্প। আমাদের দেশে এখন এমন দেশপ্রেমিক মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা জানা নাই।
অনেক ভালো লেগেছে গল্পটা।

১৯. রাধাচূড়া - সারাহ ইকবাল
ভালোবাসার গল্প এটি। পড়তে ভালো লেগেছে, তবে প্রেডিক্টেবল। আর গল্পে একটা চরিত্রের দুটো ভিন্ন নামের গুরুত্ব টা পরিষ্কার না৷

২০. নরসুন্দর "অ্যাবাউট বারবারস"
অনুবাদ- শাহরিয়ার এম ফাহিম
লেখক- মার্ক টোয়েন
এই ঘটনার প্রতিযোগিতা এবং নিজের চাওয়া পুরোটা একদম মিলে যায়। ঠিক এভাবেই প্রতিযোগীতা উপভোগ করি সেলুনে৷ সুন্দর ভাবে অনুবাদ করেছেন লেখক৷ পড়তে ভালো লেগেছে৷

২১. নীলাশা - মসিহা আনন মিকাত
প্রচুর সাসপেন্স আর টুইস্ট এ ভরা এই ছোট গল্প, খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সমান তালে গল্পটা বলেছেন। বেশ উপভোগ্য গল্পটা। স্টোরিটেলিং অসাধারণ।

২২. বারান্দা - মেহনাজ তাবাসসুম
কোয়ারেন্টাইন প্রেম কাহিনী৷ লকডাউন এর সময় টা কে লেখিকা কাজে লাগিয়ে সুন্দর গল্পটা শুনালেন। ভালো লেগেছে গল্পটা। সাধারণ গল্প কিন্ত সুন্দর।

২৩. তবু প্রেম - সাবিহা বিনতে রইস
অদ্ভুত প্রেমের গল্প। সুন্দর উপস্থাপন। ভালোই লেগেছে গল্পটা৷

২৪. সাদা শাড়ি - ওমর ফারুক শ্রাবণ
একটি সাহসী মা এর গল্প, এরকম মা পাওয়া আসলেই বিরল। খুবই সুন্দর গল্প, বেশ আবেগপ্রবণ। পড়ে তৃপ্তি অনুভব করেছি।

২৫.অমীমাংসা - আয়শা আহমেদ
অমীমাংসায় ই রয়ে গেল গল্পটা।

২৬.বিসর্জন - মুর্তজা সাদ
কত দুর্গা মানুষরুপি হায়নাদের বিসর্জন এর স্বীকার তা হয়ত সামনে আসেনা, মুর্তজা সাদের লেখায় বরাবর ই জীবন দর্শনের ছাপ দেখা যায় এটাও অই ধরনের ই বলা যায়। খুব ভালো স্টোরিটেলিং।

২৭. প্রতিযোগী - কাজী ঐশী
ভালোবাসায় প্রতিযোগিতার জায়গা নেই, প্রতিযোগীতা করে ভালোবাসা হয়না। খুব সুন্দর গল্প, খুব ভালো মেসেজ আছে গল্পটা তে৷ অনেক ভালো লেগেছে গল্পটা।

২৮. ধর্ষিত নগরী এবং বর্ষার প্রথম কদমফুল - তানভীর ফুয়াদ রুমি
প্রথমে লেখক কে ধন্যবাদ এমন একটা বিষয় নিয়ে লেখার জন্য৷ হয়ত এসব লিখে, বলে, দৃশ্যপট চেঞ্জ হবেনা। তবে এরকম ঘুরে জবাব দেয়ার প্রয়োজন আমাদের সমাজে। এটি একটি সাহসী গল্প।

২৯.দ্য লাঞ্চিয়ন
লেখক - উইলিয়াম সমারসেট মম
রপান্তর - মাইশা মরিয়ম
সমারসেট মম এর লাঞ্চিয়ন আগেই পড়া ছিল। রুপান্তর টা ও ভালো লেগেছে। গুছিয়ে লিখেছেন লেখিকা।

৩০. আঠারোই জুন - তাসনিয়া আহমেদ
বেশ ইন্টারেস্টিং ও মজার একটা গল্প। লেখিকার স্টোরিটেলিং ও বেশ সুন্দর। ভালো লেগেছে গল্পটা।

৩১. র‍্যাগিং - তাহমিদ রহমান
বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় গুলোতে র‍্যাগিং নামে হয় টর্চার। সিনিয়র ব্যাচ থেকে এই নিয়ম খুব বাজে ভাবে বছরের পর হয়ে আসছে৷ এই গল্পে সেই দৃশ্যপট তুলে ধরেছেন লেখক। গল্প টা ভালো লেগেছে।

৩২. মনস্তত্ব - কিশোর পাশা ইমন
গল্পটার মধ্যে ঢুকে গেছিলাম, এ গল্পটা আরো অনেক্ষন পড়ার তৃষ্ণা পেয়েছে। কেপির লেখা বরাবরের মতই সুন্দর এবং গোছানো।

৩৩. ক্ষুধা - শাহেদ জামান
কারো জন্য কিছু নির্দিষ্ট পরিমানে বরাদ্ধ থাকলে সেটা হিসেব করে ব্যাবহার করতে হয়৷ হাহাকার করে আগে আগে শেষ করে ফেললে পরে থেকে যায় ক্ষুধা। সুন্দর একটি গল্প। স্টোরি টেলিং বেশ ভালো লেগেছে।

৩৪. শোধ-প্রতিশোধ - জাকির হোসেন
ইন্টারেস্টিং প্লট, অনেক সাসপেন্স আর টুইস্ট এ ভর্তি গল্প। ভালো লেগেছে গল্পটা।

৩৫. বৃষ্টির রাতে - সোহাইল রহমান।
লেখকের বেশ কিছু লেখা ফেসবুকে পড়েছি। বরাবরের মতই খুবই মজাদার গল্প। গল্পের শেষে দারুণ টুইস্ট। বেশ মজা পেয়েছি গল্পটা শুনে।

সতীর্থের কাছ থেকে এমন আরো ছোট গল্প সংকলন চাই। পরেরবার অবশ্যই বানান ভুলের মাত্রা কমিয়ে।
Profile Image for রায়হান রিফাত.
255 reviews8 followers
November 20, 2022


অভার অল রেটিং: ২/১০


সতীর্থ গল্প সংকলন

শরনপন-তানজীম রহমান
wtf was that?
এটা কি ছিল?
টাকা দিয়ে মানুষ রে যাস্ট ঠকানো এইটা,আর কিছুনা।।
বিরক্তিকর একদম।
ফালতুর ও বোধয় একটা সীমা থাকে!!এরচেয়ে ফালতু গল্প আমি আর পড়িনাই!!


বাস্টার্ড
- নাজিম উদ দৌলা

ফালতু গল্প টা দিয়ে শুরু না করে অন্তত এইটা দিয়ে শুরু করতে পারতো। এই গল্প টা পড়ে একটু শান্তি লাগতেছে।
ওই ফালতু গল্প টা কেন দিল বুঝলাম না।

এই গল্প টা বেশ ভাল হয়েছে।বিশেষ করে কামালের যে বর্ণনা আর চরিত্রায়ন করা হয়েছে তা বেশ ভাল লেগেছে।



আঁচল
- আবুল ফাতাহ

এই গল্প টা অনুপ্রাণিত নাকি জানিনা তবে এমন একটা গল্প আমি আগেও পড়েছি বা এমন একটা নাটক বা শর্টফিল্ম দেখেছি বোধয়।। মনে করতে পারতেছিনা সঠিক।
তবে মৌলিক গল্প মনে হচ্ছেনা।।
যাইহোক গল্প হিসেবে মোটামুটি ভাল।।



হঠাৎ হাওয়ায়
-ওয়াসিকা নুযহাত

লেখনী টা ভাল লেগেছে। পরিচিত গল্প হলেও বলার ঢঙের কারণে পড়ে মজা পাচ্ছিলাম। যদিও পরকীয়াকে উস্কে দেওয়ার মতন গল্প তবুও ভাল ছিল।
তবে বিয়ের এত বছর পর ও না হওয়া প্রেম নিয়ে অশ্রু বিসর্জন দেখে চিন্তায় পরে গেলুম :3



ছুরি
-ফাহমিদা বারী

একটু স্লো হলেও গল্প হিসেবে ভাল ছিল। শুধু শেষে ক্রাইমের টাইমিং টা পরিষ্কার হয়নি। প্লটহোলের মতন হয়ে গেছে বিষয় টা!!


জলদেব
-নিয়াজ মেহেদী

আমি এমন একজন কে চিনতাম যে হাত দিয়ে মাছ ধরতো আর অনেকক্ষণ পানির নিচে থাকতে পারতো। তাই রিলেট করতে পারছিলাম বিষয় টা। মনে হচ্ছিলো যেন গল্প টা বোধয় আমি ই বলছি।
বেশ উপভোগ্য একটা গল্প!!



বুমেরাং
-আতিক খান

স্বস্তা গল্পের উপাখ্যান। পৃষ্ঠা বাড়ানোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই না।।


ভ্রান্তি
-লুৎফুল কায়সার

প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে যেমন একজন বন্ধু থাকে যে জোর করে সবকিছুকে ফানি বানাইতে চাই,এই গল্প টা ওমন আসলে।।

সবকিছুই ভাল কিন্তু জোর করে ফানি বানাইতে গিয়া বাজে বানাই ফেললো।
ফালতু লাগছে একদম শেষ টা দেখে।
অনেক আগ্রহী ছিলাম গল্প টা নিয়ে।।


ডাহুক পাখির গল্প
-মো: ফরহাদ চৌধুরী শিহাব

মাফ চাই যাস্ট। এই গল্প ��র জন্য টাাকা দিছি ভেবে কষ্ট পাইতে চাইনা। অন্তত দুইটা কবিতার মধ্যে একটা কবিতা ভাল লাগছে অনেক 🖤
অন্যথায় যাচ্ছেতাই লিখা :((



বর্ণচোরা
-পিনাক দে

গল্পের মাধ্যমে যে মেসেজ টা দিতে চেয়েছিলেন তা বেশ ভাল।।সচারাচর এসব ই করি আমরা।
কিন্তু লেখনশৈলীর দূর্বলতার কারণে বোধয় ফুটিয়ে তুলতে পারেন নি।। সামনে আর ও ভাল লিখবেন আশা রাখি!!



পরিত্যক্ত গ্রাম
-হাসান ব্লাসিম
-মোজাম্মেল হোসেন ত্বোহা

অপ্রয়োজনীয় পদক্ষেপ যেকারো জন্য হুমকির স্বরূপ এবং তা কতটা ভয়াবহ হতে পারে তা যেন চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিল।
বেশ ��াল গল্প।।



তাতিনা
-মোহাম্মদ আতিকুল ইসলাম

সাইন্স ফিকশন না কি জানিনা। তবে জীবনে কোনো গল্প পড়ে নিজেকে মূর্খ মনে হয়নাই।
এই গল্প পড়ে মনে হল আমি শুধু মূর্খ না আসলে , বলদ একেবারে কাঠ বলদ।
ভাই কেন প্রকাশ করে উনারা এসব? :(


নি:শেষ
-মো:রাহাত খান

ভাল লাগতেছিলো কিন্তু শেষে গিয়ে সাইন্স ফিকশন হয়ে গেলো আর বাজে হয়ে গেল গল্প। শেষ ই করিনাই আর।লাস্ট পেইজ না পড়েই রেখে দিছি।।


পাপ জমানো মানুষ
-জান্নাতুল রাইয়ান বর্ণ

যাক মোটামুটি ভাল একটা গল্প পেলাম এতক্ষণে।।
বেশ ভাল লেখনী তবে টুইস্ট দিতে যেয়ে একটু গড়মিল করে ফেলেছেন। টুইস্ট না দিলেই বরং ভাল হত!!


স্বাধীনতা
-সৃজন চন্দ্র দাশ

ভাল্লাগেনাই :)


দ্বিতীয় সত্তা
-মোস্তাহিদ প্রধান

চলনসই।



বুক পকেটের চিঠি
- ইসতিয়াক জিয়ন

এইটা বেশ লেগেছে। মোটামুটি ভাল মান রক্ষা করেছেন লেখক।


রাধাচূড়া
- সারাহ ইকবাল

চলনসই!!



নরসুন্দর
-অ্য্যাবাউট বারবারস


আল্লাহ মালুম এইটা কেমন গল্প :/


নীলাশা
-মসিহা আনন মিকাত

এতক্ষণে মোটামুটি জাতের একটা থ্রিলার পড়লাম :)
এখন পর্যন্ত এইটাই সবচেয়ে বেশি ভাল্লাগছে।


বারান্দা
-মেহনাজ তাবাসসুম


😬😬😬


তবু প্রেম
- সাবিহা বিনতে রইস

ভাল গল্প তবে বেঈমানদের শাস্তি শুধু গল্পেই হয়।
বাস্তবে বেঈমান রা বেশ সুখেই থাকে 😬


সাদা শাড়ি
- ওমর ফারুক শ্রাবণ

উনার গল্প বলার ধরণ টা সুন্দর। এখানেও সুন্দর করে লিখেছেন।।
তবে আহামরি কিছুনা। এমন গল্প কয়েকশবার পড়া হয়েছে সবার ই!!


অমীমাংসা
-আয়শা আহমেদ

কি পড়লাম জানিনা সেটা :)
কেন পড়লাম তাও জানিনা।
হুদাই এক্কেরে হুদাই একটা লিখা ছাপা হল।



বিসর্জন
- মুর্তজা সাদ

কি হবে সামনে জানার জন্য পড়ে গেলাম। আর পড়ে হতাশ হয়লাম :)



প্রতিযোগি
- কাজী ঐশী

মৃত্যু কখন ও শেষ শিক্ষা নয়!!



ধর্ষিত নগরী এবং বর্ষার প্রথম কদম ফুল
- তানভীর ফুয়াদ রুমী

বদির গণপিটুনি খাওয়ার সিন টা পড়তে পারলাম না মিয়া।
আপনে মানুষ খারাপ :)
বেজায় মেজাজ খারাপ হয়ে গেলো মিয়া :)
(লেখক আমার পরিচিত তাই এভাবে লিখছি , আবার কেও অন্য ভাবে নিয়েন না)



দ্য লাঞ্চিয়ন
-উইলিয়াম সমারসেট মম
-মাঈশা মরিয়ম

গল্প টা বেশ সাবলীল। কিন্তু কেন যেন পড়ে তৃপ্তি পেলাম না!!



আঠারোই জুন
- তাসনিয়া আহমেদ

ভাল্লাগেনাই :)
কেন লাগেনাই সেটা নিয়ে আলোচনা করতে চাইনা। বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে :3


র‍্যাগিং
-তাহমিদ রহমান

গল্প হিসেবে বেশ ভাল। মেসেজ টা ভাল ছিল!!



মনস্তত্ব
-কিশোর পাশা ইমন

আরেকটু টানলে বোধয় ভাল হত। গল্প তে শেষ হয়েও হল না!!


ক্ষুধা
- শাহেদ জামান


অসাধারণ 🔥



শোধ প্রতিশোধ
- জাকির হোসেন

একটা টানের উপ্রে ছিলাম কিন্তু শেষে গিয়ে কেন যেন মনে হলে জোর করে টুইস্ট দিতে চেয়েছেন।
এমনিতেই ভাল চলছিলো।
অযাথা বাকি দুইজন কে জেলে না পাঠালেও বোধয় চলতো!!



বৃষ্টির রাতে
- সোহাইল রহমান



৯.৫/১০ (.৫ কেন কাটছি জানিনা) এই পুরো বই এ এই একটা গল্পই সবচেয়ে ভাল লাগছে।
































Profile Image for Tamzid Rifat.
112 reviews1 follower
February 21, 2024
বিভিন্ন জনরার মোট ৩৫টি গল্প সংকলিত ছিলো এটিতে। বইয়ের শুরু এবং শেষের গল্পগুলো ভালো লেগেছে কিন্তু মাঝের গল্পগুলো তেমন ভালো লাগেনি। গল্পগুলোর মধ্যে আঁচল, দ্বিতীয় সত্তা, সাদা শাড়ি, প্রতিযোগী, দ্য লাঞ্চিয়ন এবং বৃষ্টির রাতে বেশি ভালো লেগেছে। বইয়ের প্রোডাকশন কোয়ালিটি মিক্সড লেগেছে। সতীর্থ প্রকাশনীর প্রচ্ছদ, বাধাই, কাগজের মান যথারীতি টপনচ ছিলো কিন্তু বইয়ের সম্পাদনা দূর্বল লেগেছে। যার জন্য বেশ কিছু জায়গায় গল্প তার নিজস্ব গতি হারিয়েছে। সবমিলিয়ে গল্প সংকলন হিসেবে এভারেজ বলা যায়।
Profile Image for Imdadul  Swadin .
49 reviews2 followers
February 7, 2022
মোট ৩৫ টি ছোটগল্প নিয়ে সাজানো এই বইটি।
আমার ব্যাক্তিগতভাবে মোটামুটি লেগেছে।
Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.