সামরান হুদার 'অতঃপর অন্তপুরে' পড়ার পর থেকে আমি ভদ্রমহিলার 'ফেন'। এই বইটার নাম জেনেই বাতিঘরে অর্ডার দিয়েছিলাম। এরপর আর খবর নেই নি, ভুলেই গেসিলাম। গত উইকে হঠাৎই ফোন এলো, মেডাম ল্যান্ড করেছেন। 🙂 একদম-ই নূতন বই প্রায়, প্রকাশ জানুয়ারি ২০২০এ।
এ খানা অবশ্য সম্পাদিত বই, যৌথভাবে। অন্য একজন সম্পাদক সুমেরু মুখোপাধ্যায়। শিগগিরই সবিস্তারে রিভিউ লেখার ইচ্ছে রাখি।