Jump to ratings and reviews
Rate this book

দুই হালি মুরাকামি

Rate this book
একটা বৃত্তের কি অনেক গুলো কেন্দ্র হতে পারে?
স্প্যাগেটি কি আপনার নিঃসঙ্গতা ভুলিয়ে দিতে পারে?
মিজুকি কেন ওর নাম ভুলে যাচ্ছে?
বিড়ালের শহরে টেঙ্গো কি করছে?
জুনপেই কি তোনকিচি ভাল্লুককে উদ্ধার করতে পারবে?
ক্যাঙ্গারু কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে?

এই সমস্ত প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া যাবে? পাওয়া যাক বা না যাক জনপ্রিয় জাপানী লেখক হারুকি মুরাকামির আটটি অসাধারণ সুন্দর ছোট গল্প আপনাকে ভাবাবে, নিয়ে যাবে বিষণ্ণতা এবং নাম না জানা সব অনুভুতির এক অদ্ভুত
জগতে।


১. দ্যা ইয়ার অফ স্প্যাগেটি
২. আ শিনাগাওয়া মাংকি
৩. টাউন অফ ক্যাটস
৪. অ্যাবানডনিং আ ক্যাট
৫. ক্রিম
৬. হানিপাই
৭. উইথ দ্যা বিটলস
৮. আ পারফেক্ট ডে ফর ক্যাঙ্গারুস

158 pages, Hardcover

Published September 14, 2020

33 people want to read

About the author

কৌশিক জামান

31 books225 followers
কৌশিক জামান একজন অপদার্থ। ইংরেজিতে যাকে বলে- গুড ফর নাথিং। জীবনের প্রতিটা পদক্ষেপে পরাজিত হতে হতে হাল ছেড়ে দেয়া একজন ব্যক্তি। কিছু মানুষ আছে না এক ভুল বার বার করে? তিনিও ঐ কিসিমের।

তাই নিজেকে বন্দী করে রেখেছেন একশ স্কয়ার ফিটের একটা রুমে। রুম ভর্তি শুধু বই আর বই। বই পড়তে পড়তে তার মনে হয়েছে কিছু একটা লিখে ফেলা দরকার। এবং অখাদ্য ছাইপাঁশ কিছু আবর্জনা লিখেছেন যেগুলো প্রকাশক একরকম চাপে পড়ে ছাপিয়ে এখন আফসোস করছেন।


তার অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে:
১। নরওয়েজিয়ান উড (হারুকি মুরাকামি)
২। মেন উইদাউট উইমেন (হারুকি মুরাকামি)
৩। স্পুটনিক সুইটহার্ট (হারুকি মুরাকামি)
৪। এক হালি মুরাকামি
৫। দুই হালি মুরাকামি
৬। গথ (অৎসুইশি)
৭। জু (অৎসুইশি)
৮। ডার্ক ওয়াটার (কোজি সুজুকি)
৯। পয়েন্টস অ্যান্ড লাইন্স (সেইচো মাতসুমোতো)
১০। রিভেঞ্জ (ইয়োকো ওগাওয়া)
১১। কনফেশন্স (কানায়ে মিনাতো)
১২। কার্নিভাল অফ অ্যানাইহিলেশন
১৩। ইনভিজিবল প্ল্যানেটস (কেন লিউ সম্পাদিত)
১৪। ব্রোকেন স্টারস (কেন লিউ সম্পাদিত)
১৫। সাইন্স ফিকশন মাস্টারওয়ার্কস
১৬। জুনজি ইতো হরর মাঙ্গা সংকলন ১ (মাঙ্গা কমিক্স)
১৭। অ্যান্থলজি (ছোট গল্প সংকলন)
১৮। দ্যা থ্রি-বডি প্রবলেম (লিউ সিশিন)
১৯। দ্যা গার্ল অন দ্যা ফ্রিজ এবং অন্যান্য গল্প (এটগার কেরেট)
২০| মুরাকামি টি: দ্য টি-শার্টস আই লাভ (হারুকি মুরাকামি)
২১| ফার্স্ট পারসন সিঙ্গুলার (হারুকি মুরাকামি)
২২। দ্য গ্রোউন আপ (গিলিয়ান ফ্লিন)
২৩। এডগার এলান পো: আতঙ্কের অলীক আখ্যান

মৌলিক গ্রন্থের মধ্যে রয়েছে:
১। অবরুদ্ধতার গল্প (ছোট গল্প সংকলন)
২। দেখিতে গিয়াছি চক্ষু মেলিয়া (ভ্রমণ কাহিনী সংকলন)
৩। অতীন্দ্রিয় (হরর গল্প সংকলন)
৪। গল্পতরু (সম্পাদিত ছোট গল্প সংকলন)
৫। অলৌকিক (হরর গল্প সংকলন)
৬। গল্পরথ (ছোট গল্প সংকলন)
৭। দেশ হতে দেশ দেশান্তরে (ভ্রমণ কাহিনী সংকলন)
৮। বৃত্তের চারপাশে (উপন্যাসিকা)
৯। নগরের যত বিষাদ (উপন্যাসিকা)
১০। মাশু এবং গোলাপি ড্রাগনের রহস্য (শিশুতোষ)
১১। তেপান্তরের মাঠ পেরিয়ে (উপন্যাসিকা)
১২। গল্পকথার কল্পতরু (সম্পাদিত ছোট গল্প সংকলন)
১৩। ছায়াপথ (সম্পাদিত সাইন্স ফিকশন সংকলন)
১৪। গল্পকোষ (ছোট গল্প সংকলন)
১৫। Lost in Horizon (তেপান্তরের মাঠ পেরিয়ে -এর অনুবাদ)


Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (4%)
4 stars
13 (61%)
3 stars
7 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Ishraque Aornob.
Author 29 books403 followers
October 3, 2020
প্রত্যেকটা গল্প-ই সুন্দর। বেশিরভাগ-ই পরবাস্তবতা নিয়ে লেখা। একটা সম্ভবত পুরোপুরি জাদু বাস্তবতা। গল্পের বিষয়বস্তু মানসিক টানাপোড়ন, নিঃসঙ্গতা, ব্যক্তিগত সম্পর্ক, প্রেম-বিরহ।
সবথেকে ভালো লেগেছে দ্য ইয়ার অফ স্প্যাগেটি, আ শিনাগাওয়া মাঙ্কি, টাউন অফ ক্যাটস, হানিপাই।
কৌশিক জামান ভাইয়ের অনুবাদ দুর্দান্ত।
Profile Image for Mahrufa Mery.
201 reviews115 followers
October 5, 2021
টাইম পাসের জন্য পড়া যায় আর কি। তবে মুরাকামির এই ছোট গল্পগুলো আমাকে বেশ একটা ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটিতে ভুগিয়েছে তার জাদু বাস্তবতায় তৈরী গল্পের প্লটের জন্য। মনে হয় যেন কিছুই বুঝলাম না কিংবা মুরাকামি কি বোঝাতে চাইছেন তা বুঝতে পারলাম না। তখন নিজের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে একধরনের সন্দেহ তৈরী হয় যেটা ভাল না। অথচ জাদুবাস্তবতার আশ্রয়ে লেখা মুরাকামির ‘কাফকা অন দ্য শোর’ কিংবা মার্কেজের ‘হান্ড্রেড ইয়ার অফ সলিটিউড’ উপন্যাস দুটি পড়ে এ ধরনের সন্দেহে তো ভুগিনি বরং উপভোগই করেছিলাম । কাজেই ঠিক বলতে পারছি না সমস্যা কোথায়। দ্যা ইয়ার অফ স্প্যাগেটি, আ শিনাগাওয়া মাংকি এবং উইথ দ্যা বিটলস এই তিনটা গল্প অপেক্ষাকৃত বেশি ভাল লেগেছে। না পড়লে বিশাল কিছু মিস হয়ে যাবে তা মনে হয়নি।
Profile Image for Mehedi Hassan.
46 reviews19 followers
August 30, 2023
দুই হালি মুরাকামির পূর্বের বই "এক হালি মুরাকামি"। তাই বলে আবার ভাববেন না যে, এক হালি না পড়লে দুই হালি পড়া যাবে না। অবশ্যই যাবে। বোনাস হিসেবে দুই হালিতে মোট আটটা মুরাকামির গল্প পাবেন। আগেই বলেছি, নাম দেয়াতে বেশ সৃজনশীলতার সাক্ষর রেখেছেন অনুবাদক কৌশিক জামান। নাম শুনে অনেকেই ধন্ধে পড়ে যান বইটা আসলে কী নিয়ে!
.
যাই হোক, মুরাকামির এই আটটা গল্পের মধ্যে আমার ভালো লেগেছে 'টাউন অফ ক্যাটস', 'ক্রিম', 'উইথ দ্য বিটলস' এই গল্প তিনটি। গল্পগুলো পড়ার সময় ভাবছিলাম, কী সহজ সরল ভঙ্গিতেই না লেখেন মুরাকামি, কোনো ভণিতা নেই, কোনো বড় কিংবা মহৎ গল্প লেখার প্রচেষ্টাও নেই। শুধু মনে হল লিখতে চাই কিছু একটা, ব্যস, লিখে ফেললাম একটা কিছু, আর হয়ে গেল এই গল্প। আবার এই যে গল্পের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেয়ার বা নিজের জীবনের সাথে গল্পকে মিলিয়ে দেয়ার, যাকে বলা যায়, ব্লেন্ড করে দেয়ার মুরাকামির যে দারুণ প্রতিভা সেটা বেশ অভিভূত করেছে আমায়। বেশ ভালো। তরুণ লেখকদের অনেক কিছু শেখার আছে মুরাকামির গল্প থেকে। অনুবাদটাও বেশ ভালোই লেগেছে।
Profile Image for Jenia Juthi .
258 reviews64 followers
June 16, 2023
শুধু প্রথম তিনটা গল্পই ভালো লেগেছে!
Profile Image for Imran.
136 reviews7 followers
July 11, 2021
কিছু গল্প জাস্ট অসাধারন মাইন্ডব্লোয়িং ছিলো!❤️
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.