সিরিয়াল কিলারের কীর্তিকলাপ, অপারেশন থান্ডারবল-সহ মোসাদের একঝাঁক অপারেশন, মুম্বইয়ের গ্যাংস্টারদের রাজত্ব, কিডনি-চক্র.. এমন নানা ঘটনার একেবারে শ্বাসরোধী বিবরণ আছে এই বইয়ে। সবচেয়ে বড়ো কথা লেখনীর গুণে এই লেখারা একেবারে ত্রিমাত্রিক হয়ে চোখের সামনে ফুটে উঠেছে অশ্রু, ঘাম, রক্ত নিয়ে। এই বই পড়ে আরও একবার মনে হল, জটায়ু ভুল বলেননি। ট্রুথ ইজ নট ওনলি স্ট্রেঞ্জার দ্যান ফিকশন; ইট'স স্ট্রংগার অ্যাজ ওয়েল। সত্যিকারের অপরাধ ও অপারেশন নিয়ে জানতে চাইলে এই সুমুদ্রিত, ঠাসবুনট বইটি আপনাকে পড়তেই হবে।