জন্ম ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি, উত্তর ২৪ পরগনা জেলায়। বাবা সরোজকুমার বসু। মায়ের নাম অনিমা বসু। স্কুলের পাঠ, বারাসত প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ববিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নাটক রচনা দিয়ে লেখালেখি শুরু। প্রথম মৌলিক নাটক ‘রিয়েলিটি' প্রকাশিত হয় ২০১০ সালে। এই নাটকের জন্য জাতীয় স্তরে একটি একাঙ্ক নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান। পর্যন্ত বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে লেখকের অনেকগুলি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে।
অদ্ভুতুড়ে সিরিজের স্পিন-অফ। শীর্ষেন্দুবাবু আবিষ্কৃত অদ্ভুতুড়ে সিরিজের কাহিনির স্টাইলে ফাঁদা গপ্পো। অল্পশিক্ষিত, মোটাসোটা নবীন কীভাবে যাত্রাপালা, বিজ্ঞানী গগন সেনের আবিষ্কার, তান্ত্রিক, বন্ধু ইন্দ্রজিৎ ইত্যাদি বিষয়ের/চরিত্রের কবলে পড়ে জিরো টু হিরো হল, তাই নিয়ে গল্প। লেখকের এইরকম আরও কিছু অদ্ভুতুড়ে গোছের কাজ আছে। কয়েকমাস আগে পড়া - "বাজিপুরের আজব কাহিনি" বেশ ভালো লেগেছিল। এইবারে অতটাও জমল না। বাবা-জ্যাঠা গোছের জ্ঞান দেওয়া মোটিভেশনাল গালগল্প। আর বাপু আমি নিজেও মোটা, প্রোটাগনিস্টের সাফল্য হিসেবে রোগা-ছিপছিপে হওয়াটা কীভাবে এঞ্জয় করব? দেবাশীষ দেবের অলংকরণ না থাকলে আরেকটা তারা কমে যেত।