যাযাবর ছদ্মনামের আড়ালে থাকা মানুষটি বিনয় মুখোপাধ্যায় (Binoy Mukhopadyay, ? - ১৯৮৩)। তাঁর লিখিত বইগুলো হচ্ছে 'দৃষ্টিপাত', 'জনান্তিক', 'ঝিলম নদীর তীরে', 'লঘুকরণ', 'হ্রস্ব ও দীর্ঘ', 'যখন বৃষ্টি নামল'। এছাড়া স্বনামে লেখা দুটি বই হচ্ছে 'খেলার রাজা ক্রিকেট' ও 'মজার খেলা ক্রিকেট'।
জনান্তিক যাযাবর নিউ এজ পাবলিকেশন মম : ৮০ (পুরোনো বই, বর্তমান দাম জানা নেই)
সমাজের হাই সোসাইটিতে অবস্থিত দুই পরিবারের বিবাহে বন্ধনে বাধ্য হয়ে বাধা পড়ে শিবনাথ আর মলী। ভিন্ন মত, ভিন্ন চিন্তাধারা, ভিন্ন লাইফস্টাইলে অভ্যস্ত দুটো মানুষ আরো নানা কারণে যেন দুই মেরুতে অবস্থিত। শিবনাথ কাজকর্ম আর বাকি সাংসারিক কাজে নিজেকে ব্যস্ত করে রেখেছে।
আর মলী, তিনি সেন্টার অফ এট্ট্রাকশন। তাকে ঘিরে এই গল্প আর বাকি চরিত্র আবর্তন করছে। মলীর চরিত্রকে কাটাছেড়া করা হয়েছে। যদিও সে অনেকভাবে বঞ্চিত, লাঞ্চিত, অপমানিত... সেই অভাব থেকেই তার বর্তমান চরিত্র গঠন, এই ব্যাখ্যা লেখাতে তেমন দেখলাম না। চরিত্রটি নারী বলে হয়তো। অন্যদিকে শিবনাথের উদাসীনতার ব্যাখ্যা তাকে কিছুটা মহৎ করে তোলার পক্ষে যথেষ্ট।
প্লট, চরিত্র আমার খুবই ভালো লেগেছে। লেখাও ভালো গতিতে এগিয়েছে।