ইশ! এত্তো মায়া মায়া একটা বই!
ছোট্ট একটা ছেলের জবানীতে পুরোটা গল্প। বই জুড়ে কিছুটা আত্মজীবনী আত্মজীবনী টাইপ গন্ধ। গল্পের নায়ক অমলেংশু। কলকাতার আবহাওয়াটা ঠিক সহ্য হয় না তাই অমুর বাবা-মা তাকে পাঠিয়ে দেয় বাংলাদেশে, অমুর ঠাকুরদা-ঠাকুরমার কাছে। কলকাতার বন্দী, রুটিনবাঁধা জীবন থেকে মুক্তি পায় সে মন্দারগ্রামে এসে। ঠাকুরদা, ঠাকুরমা, বড়কাকীমা, জায়গীরদা, আইনুদ্দীর আদরে আদরে বেশ ভালোই যাচ্ছিল তার দিনকাল। সঙ্গী হিসেবে আরও ছিল মেঘু, নেউল। ছোট্ট একটা ছেলের চোখে সহজ সরলভাবে চারপাশ দেখা, তার গ্রাম, সম্পর্ক, ছোটছোট এডভেঞ্চার। তার একাকীত্ব, তার ভয়, তার ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ বেদনা নিয়ে কী দারুণ একটা বই লিখেছেন নীরেন্দ্রনাথ বাবু!
বড় হয়ে গেছেন? চারপাশের সবকিছু খুব জটিল বলে মনে হচ্ছে? অমুর সঙ্গী হয়ে দেখতে পারেন। হয়তো ছেলেবেলাটাকে ফিরে পাবেন কিছুক্ষণের জন্য।