What do you think?
Rate this book


222 pages, Hardcover
Published February 1, 2020
Your 'now' is not my 'now';
and again, your 'then' is not my 'then';
but my 'now' may be your 'then', and vice versa.
-Charles Lamb
জেলে এলাম সেই কবে!
তারপর দশবার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী।
পৃথিবীকে যদি জিজ্ঞেস করো, সে বলবে-
'কিছুই নয়, অণুমাত্র কাল।'
আমাকে যদি বলো, আমি বলব-
'আমার জীবনের দশটা বছর।'
যে বছর জেলে এলাম,একটা পেন্সিল ছিল সাথে;
লিখে লিখে খইয়ে ফেলাতে এক সপ্তাহও লাগেনি আমার।
আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলব-
'এ আর এমন কী, একটা মাত্র সপ্তাহ।'
পেন্সিলকে যদি বলো, সে বলবে-
'আমার গোটা জীবন।'