একটি নিয়মিত চর্চা করে পড়ার বই।
সমস্ত প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে লেখক মানবিক দৃষ্টিকোণ ও তার নিজস্ব অভিজ্ঞতা থেকে সুস্থ-সুন্দরভাবে জীবন চালনার কিছু উপায় ব্যাখ্যা করেছেন।
যৌবন, পরিবার, ধর্ম , ব্যবসা-বাণিজ্য, সম্পর্ক; জীবনের প্রতিটি স্তরে কিরকম দৃষ্টিভঙ্গি নিয়ে চলা উচিত সেসব ব্যাপারে তিনি প্রচলিত ভুল ধারণা ভেঙ্গে কিছু বাস্তব উদাহরণ দিয়ে উপদেশমূলক লেখনী উপহার দিয়েছেন এই বইটিতে।
'ধর্ম জীবন' চ্যাপ্টারটি পড়ে আমার এক নতুন দৃষ্টি উদয় হয়েছে। শুধু কিছু নিয়মকানুন পালন , উঠা-বসাই যে ধর্ম নয়; মানব প্রেম, নিজের সততা, অপরের কল্যাণ কামনা ইত্যাদিই যে আসল ধর্ম তাতে তিনি আলোকপাত করেছেন। প্রথমে অনেকের কাছে লেখক কে সংশয়বাদী মনে হতে পারে, কিন্তু পরে লেখক এই ধর্ম পালনের সর্বোত্তম উপায় হিসেবে ইসলাম কে গুরুত্ব দিয়েছেন।
'যুবক জীবন' চ্যাপ্টারের উপদেশ গুলি মহৎ ও উন্নত মানব জীবনের একটি শক্ত ভিত্তি গড়ে দিতে পারে। আফসোস এতো সাবলীল উপদেশ বাণী আমি আরও আগে পাইনি :(
______
এটি ১৯ শতকের শুরুর দিককার লেখা হলেও এর মৌলিক বিষয়বস্তু কখনোই অপ্রাসঙ্গিক হবে না বলে আমার বিশ্বাস।
আক্ষেপ এই যে, আমরা অতি সহজেই শয়তানের ধোঁকায় পড়ে যাই, ভুলে যাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য, আমরা পাশবিক ও অতি লোভী হয়ে উঠি, উচ্চাকাঙ্ক্ষী হয়ে ডুবে যাই হতাশায় । তাই, এটি
একটি নিয়মিত চর্চা করে পড়ার বই, এবং ধৈর্য নিয়ে পড়ার বই!