"আজ তুই যে জায়গায় আছিস এ জায়গায় যে চিরকাল থাকবি এমন কোনও কথা নেই।ভাগ্য তোকে অনেক ভাল অবস্থায় নিয়ে যেতে পারে অনেক খারাপ অবস্থায়ও নিয়ে যেতে পারে।টাকা পয়সা ধন সম্পদ এবং রুপ নিয়ে কোনও অহংকার মানুষের করতে নেই। এসবের কোনটাই স্থায়ী নয়।" পড়া শেষ করে মনে হলো সস্তা বাঙলা ছিনেমার স্ক্রিপ্ট পড়ছি।যার অভিনেতা ওমরশানি ও চৌধুরি সাহেবের দাম্ভিক মেয়ের গল্প।লেখকের এক্কেবারে ফালতু লেখনি আর মার্কেটিং এর সহজ উপায়।