হুমায়ুন আহমেদের লেখা সবথেকে controversial বই কী এটা ?
বইটা পাবলিশ হওয়ার আগেই, বইটা নিয়ে রীতিমতো এক বিতর্ক দেখা দিয়েছিল যা কোর্টকাচারি অব্দি গড়িয়েছিল। একটা আর্টিকেলে পড়েছিলাম, " বর্তমানে যে বইটা রয়েছে এটা অনেক কাটিং টু ফিটিং করার পরবর্তী ভার্সন। এর অরজিনাল কপি এখন বিলুপ্ত। কিছু মানুষ ধারণা করত, এই বইটা সরকারের পতন ঘটানোর ক্ষমতা রাখে "। হয়ত বুঝতেই পারছেন, বাইটার বিষয়বস্তু কতটা স্পর্শকাতর ছিল।
বইটিতে দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় হতে, জিয়াউর রহমানের মৃত্যু অব্দি সময়টার দেশের অবস্থা, রাজনৈতিক উথানপতন, সামরিক শাসন ছাড়াও আরো অনেক বিষয়বস্তু লেখক তুলে ধরেছেন। শুনতে অনেকটা নন ফিকশন মনে হলেও বইটা একটি ইতিহাস আশ্রিত রাজনৈতিক উপন্যাস। এখানে ফিকশনের পাশাপাশি তৎকালীন সময়ের দেশের অবস্থা সম্পর্কেও পাঠক জানতে পারবে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খালেদ মোশাররফ, খন্দকার মোশতাক, কর্ণেল তাহের, মেজর রশিদ, জিয়াউর রহমান এর মতন দেশের নামকরা সব ব্যক্তিত্বদের লেখক নিয়ে এসেছেন। বইটার কিছু প্লট আমাকে এতটা অবাক করছিল যে ইতিহাসের আসলে কতটুকুই বা জানি আমি এটা নিয়ে নিজেকে প্রশ্ন করছিলাম। দেশে সেনা অভ্যুত্থান নিয়ে আমার আরো পড়ার ইচ্ছা আছে৷ আমার পরবর্তী টার্গেট রয়েছে, " শাহাদুজ্জামানের লেখা, ক্র্যাচের কর্নেল পড়ার, য��খানে, কর্ণেল তাহের কে নিয়ে লেখা হয়েছে"।
ওহ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে গেছি, এই বইটা আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস ছিল। বইটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছে। ইতিহাস নিয়ে আগ্রহীদের আমি একশভাগ রিকমেন্ড করব বইটা।