ম্যাগাজিনটার কথা বললে সবার প্রথমে বলব, দুর্দান্ত, সাহসী একটা উদ্যোগ এক্সট্রিম নয়েজের। বইটা নেওয়ার ক্ষেত্রে আমার মূল কারণ ছিলো থ্রিলারম্যান মোহাম্মদ নাজিমউদ্দীন আর সব্যসাচী লেখক শরিফুল হাসানের ইন্টারভিউ। সাথে জিকো ভাইয়ের ইন্টারভিউ বোনাস পেলাম। লেখার ক্ষেত্রে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাপারগুলা বলে নেই। পারিপার্শ্বিক এক্টিভিটির মধ্যে প্রথমে আসি ডিজাইনের ক্ষেত্রে। অসাধারণ ডিজাইন, প্রতিটা গল্পের জন্য আলাদা পেইন্টিং। তারপর আসে এডিটিং আর প্রুফিং। একদম বানান ভূল ছিলো না, আমার চোখে পড়ে নি। এবার আসি লেখায়, পাঠকমাত্রই লুফে নেওয়ার মত একটা ম্যাগাজিন। সব ধরনের জনরার লেখা আছে এতে। সবচেয়ে উপভোগ করেছি মনস্তত্ত্ব জনরাটাকে। সব গুলা গল্প অসাধারণ ছিলো, পারফেক্ট সাইকোলজিক্যাল স্টোরি যাকে বলে। তারপর সাইকোলজিক্যাল থ্রিলার জনরাটা ভালো লাগছে। কিছু প্রমিসিং লেখকের লেখা এই সাইটে পেয়েছি। হরর সাইটটাও বেশ লেগেছে। থ্রিলার আশানুরূপ হয় নি। আরেকটা ব্যাপার হল, সিনিয়র লেখকদের চেয়ে জুনিয়র লেখকদের কন্ট্রিবিউট বেশী ভালো লেগেছে। আর এটাই এক্সট্রিম নয়েজ এর মূল সাফল্য। কিপ ইট আপ ম্যান অল।
বাংলাদেশে সর্বপ্রথম ৬০+ লেখকের সংশ্লিষ্টতায় ৫০০+ পৃষ্ঠার এরকম মানসম্মত ই-ম্যাগাজিন আগে-পরে কখনও আসেনি। শুধুমাত্র ৪০, আই রিপিট, মাত্র ৪০ টাকার বিনিময়ে এই ই-ম্যাগজিন একেবারে আপনাকে দুনিয়া ঘোরাবে, ভাবিয়ে ছাড়বে। গল্প, কবিতা, উপন্যাসিকা, সাক্ষাৎকার, রিভিউ... কী নেই এতে! প্রথমে কভার পেইজ দেখেই মন ভরে যাবে। এরপর প্রত্যেকটা গল্পের জন্য আছে আলাদা আলাদা মানসম্মত কভার পেজ, অলংকরণ_যা দেখে আর্টিস্টদের খাটুনি, ডেডিকেশন অনুধাবন করা যায় সহজেই। ৬, ৭ টা গল্প বাদ দিতে পারলে এটাকে ৫ তারা দিতে আমি কুণ্ঠিতবোধ করতাম না। এতদসত্বেও এই ম্যাগ ১০০-১৫০ টাকা দিয়ে কিনলেও এটা গুড ডিল হতো আমার মতে। সাহিত্যের চর্চাকে ফেইসবুকের মাধ্যমে এভেইলেবল করে দেওয়ার প্রচেষ্টা আর পয়সার বিনিময়ে মানসম্মত পিডিএফ কিনে পড়ার একটা শ্রেণী তৈরি করার এই মোটিভকে স্বাগত জানাই। দ্বিতীয় সংখ্যা অচিরেই পড়তে পারব আশা রাখছি।
সম্পাদনার মান দেখে অখুশি হয়েছি, যা জমা পড়ে সবই ঢুকিয়ে দেওয়া কাজের কথা না। হুমায়ূন আহমেদ-জাফর ইকবালের অন্ধ অনুকরণ, ক্লিশেই বাক্যচয়ন, কিশোর পাশা ইমনের রগরগা যৌনতা...নাজিম উদ দৌলাকেও চিনলাম। ভেতরের অলংকরণগুলোও যে সবটা সময় উতরেছে, তা না। তবে প্রচ্ছদটা জোস।
'লৌহিত্য' দিয়েই আমার প্রথম ই-ম্যাগ পড়া শুরু। কি নেই এতে? সামাজিক, রোমান্টিক, মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল, থ্রিলার, ডার্ক থ্রিলার, হরর, সায়েন্স ফিকশন, ফ্ল্যাশ ফিকশন, মাইক্রো ফিকশন, কবিতা, অনুবাদ, রিভিউ এবং ফিচারসহ কয়েকজন লেখকের সাক্ষাৎকার অর্থাৎ যাকে বলে একের ভেতর সব! ❤ অপরিচিত এবং নতুন অনেক লেখক ছিলো তারা কেমন লিখে তা নিয়ে একটু দোটানায় ছিলাম কিন্তু পড়ার পর বুঝতে পারলাম তাদের লেখা কতটা শক্তিশালি। সবগুলোই অসাধারণ ছিলো, একবারের জন্যেও মনে হয় নি তারা নতুন। কেপির লেখার ফ্যান আমি কিন্তু এই ম্যাগে দেওয়া গল্পটা পড়ে হতাশ হইছি অন্যদের কাছে কেমন লেগেছে জানি না। কয়েকটা বাদে প্রায় সবগুলো জনরা পড়া শেষ। প্রত্যেকটা গল্পের জন্য আলাদা প্রচ্ছদ মুগ্ধ করার মতো দেখেই বোঝা যায় কতটা পরিশ্রমের ফসল! গল্পের অলংকরণ ভালো এবং বানান ভুল চোখে পড়েনি। এত সুন্দর একটা ম্যাগ নিয়ে কেউ রিভিউ দিচ্ছে না দেখে খুব আশাহত হলাম।