বহুদিন বাদে ময়দানে ফিরেছে মহাকাশ বার্তা। একে আবিষ্কার করি গত বছর আজিজ সুপারের বিদিত-এ (যেটা এখন কনকর্ড এম্পোরিয়ামে চলে গেছে)। তারপরই কড়া নাড়ি এর প্রকাশক বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সংগঠন (অ্যাস্ট্রোনমিকাল অ্যাসোসিয়েশন)-এর দরজায় কেন তাঁরা এটা আর বের করছেন না। আমার মতন আরো বহু আকাঙ্ক্ষী পাঠকের তাগিদেই হয়তো নবপর্যায়ে এই পত্রিকার আগমন। আগেরগুলোর চেয়ে প্রচ্ছদ-অঙ্গসজ্জা-আধেয় বেহতার হয়েছে তা কি আর বলতে! কল্লোলের কল্পবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্নপত্র, কোন নক্ষত্রের অবস্থান কোথায় থাকবে, কী করে আকাশ দেখতে হয় প্রভৃতি বেশ পাঠতৃপ্তি জুগিয়েছে। তবে বিজ্ঞানচিন্তা যাঁরা পড়েন, তাঁদের কাছে কিছু বিষয় পুনরাবৃত্তিধর্মী লাগলেও লাগতে পারে–জামাল নজরুল ইসলাম বা অমল কুমার রায়চৌধুরী নিয়ে প্রবন্ধগুলো যেমন।