এই বইটা ব্যাতিক্রম, বর্তমান কালের দশজন লেখক লেখিকা ফুটিয়ে তুলেছেন এক আজানা ইতিহাস, আমাদের সামনে নিয়ে এসেছেন কালের গহ্বরে হারিয়ে যাওয়া দশ নারীকে, যা পড়ে কখনও ভয়ে শিউরে উঠবেন, কখনও নিজেকে খুঁজে পাবেন এক ষড়যন্ত্রের মধ্যে কখনও এক ব্যর্থ প্রেমিকার কান্নায় আপানারও দু চোখ ঝাপসা হয়ে আসবে, এবার আসি এক এক করে। এই সঙ্কলনের প্রতিটা গল্পই যেন কোন এক অজানা ইতিহাস বলে, সেই ইতিহাস কখনও পৈশাচিক, কখনও কূটনৈতিক কখনও এক বীরাঙ্গনা যোদ্ধার আত্মবলিদানের রক্তে রাঙা!