মহামারির সময় মহামারি নিয়ে বই লেখা আমাদের মনীষীদের ঐতিহ্য। "১৪৪২ সালে মহামারিতে খ্যাতনামা মনীষী ইবনু হাজার আল-আসকালানির ৩ সন্তান মারা যান। শোককে শক্তিতে পরিণত করে মহামারিয় বিষয়ে তিনি লেখেন সুবিখ্যাত বই 'বাজুল-মাউন ফি ফাদলুত-তাউন'। বইটিতে তিনি প্লেগে আক্রান্ত হয়ে মারা যাবার গুণ উল্লেখ করেছেন।" (মহামারি মোকাবিলায় মুসলিম, পৃষ্ঠা ৫১)
কোনো কোনো মনীষী মহামারি নিয়ে বই লিখে সেই মহামারিতে আক্রান্ত হয়েই মারা গেছেন। এমন একজন মনীষী তাজুদ-দিন আস-সুবকি। (পূর্বোক্ত)
মহামারিতে পূর্ববর্তী মনীষীদের দৃষ্টান্ত অনুসরণে একটি চেষ্টা 'মহামারি মোকাবিলায় মুসলিম'। বইটিতে আসলে মহামারি বা বিপদ-দুর্যোগ কেন আসে, বিপদে আমরা কী করব, করলে কী হবে, কী কী দুআ করলে মহামারিসহ অন্যান্য রোগ থেকে বাঁচব সেসব নিয়ে লিখেছি।