এই গল্পটা ছোট্ট একজন আর্টিস্ট মানুষের। আর্টিস্ট মানুষটা কত কিছু আঁকল! কিন্তু যা আঁকে তার সবই কোথায় যেন হারিয়ে যায়। পরে অনেক বুদ্ধি করে সে একটা গাছ আঁকল। তাতে নানা রঙের বাহারি সব পাতা। এই গাছটা আর হারাল না। ওতে কোথা থেকে এক পাখি এসেও বসল। তবুও আর্টিস্ট মানুষটার মন খারাপ, বৃষ্টি হয় না কেন?
The tree of colorful leaves
This story is about a little artist. Artist has drawn so many things! But what he draws somehow gets lost somewhere. Then, using his intelligence he draws a tree with different colored leaves. Now this tree doesn’t get lost. There, a bird from somewhere comes to settle down for a while. Yet, the heart of the artist man doesn’t get fulfilled, why it doesn’t rain?
ধ্রুব এষ। জন্ম ১৯৬৭। সুনামগঞ্জের উকিলপাড়ায়। বাবা শ্রী ভূপতি এষ। মা শ্রীমতী লীলা এষ। দেশের অপরিহার্য প্রচ্ছদশিল্পী। রঙে, রেখায় কত কিছু যে আঁকেন! গত তিন দশক ধরে বাংলাদেশের প্রচ্ছদ শিল্পের একচ্ছত্র অধিপতি।
এ যাবৎ প্রায় বিশ হাজার প্রচ্ছদ এঁকেছেন। প্রচ্ছদের পাশাপাশি লেখালেখিও করেন। সব ধরনের লেখাতেই সিদ্ধহস্ত। কী ছোটদের কী বড়দের—সব বয়সি পাঠক তাঁর লেখায় আকৃষ্ট হন সমানভাবে।
তাঁর লেখায় দেখা-না-দেখা জীবন আর মানুষের এক বিচিত্র সম্মিলন ঘটে যেখানে খুঁজে পাওয়া যায় পাওয়াকে, না-পাওয়াকে। জীবনের বহুবর্ণিল বাস্তবতাকে নতুন মোড়কে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই লেখক।
এটা ছোট্ট একজন আর্টিস্টের আঁকা-আকির রঙিন গল্প। বৃষ্টি হচ্ছে না তাই ছোট্ট আর্টিস্ট আঁকা শুরু করল। যা আঁকে সবই হারিয়ে যায়। অনেক ভেবে চিন্তে একটা গাছও এঁকে ফেলল। তাতে নানান রঙের পাতাও জুড়ে দিল। রঙিন সব পাতায় ভরা গাছটা আর হারাল না।
শিশুদের জন্য ভারী মজার গল্প। আমি যখন গল্পটি পড়ে আমার বোনঝিকে শোনালাম, সে কাগজ ও রঙ পেন্সিল চেয়ে বসল। রঙপেন্সিল ও কাগজ পাওয়া মাত্র আঁকা-আকি শুরু। সকাল থেকে আজ অনেক বৃষ্টি হচ্ছে। তাই সে বলল, “বৃষ্টি না এঁকেই বৃষ্টি হয়ে গেছে, এখন কি করব?”। আমি বললাম, “তাহলে সাতরঙা রংধনু আঁক”। এ বইটা ওর খুব-খুব-খুব পছন্দ হয়েছে কারণ বইটায় রঙ নিয়ে বলাবলি হয়েছে। ও নিজেও সকাল-সন্ধ্যা রঙ নিয়ে বলতে থাকে। এখন মা’কে বলছে, “আমার গ্রিন কালারের বইটা এনে দাও তো”।
শিশুদের রঙ সম্পর্কে জানার ও আঁকা-আকি করার দারুন কৌশল- এই রংপাতার গাছ। আমি আরেকটা কথা জুড়ে দিচ্ছি- যেহেতু বইটায় গাছকে প্রাধান্য দেয়া হয়েছে, সেহেতু আমরা নিজেদের শিশুদের শেখাতে পারি গাছ আঁকার পাশাপাশি গাছ রোপণও করবো; যা সুস্থ পরিবেশের জন্য খুবই প্রয়োজন। গাছ আঁকতে আঁকতে গাছ রোপণ কতটা প্রয়োজনীয় সেটা অবশ্যই এ ছেলেবেলা থেকেই বোঝানো শুরু করবো। আর বারান্দা কিংবা ছাদবাগান থাকলে তো কথাই নেই, সেখানে গিয়ে আঁকা-আকি করতে করতে শিশুদের সাথে গাছের গল্পটা বেশ জমবে।