কেনেথ এণ্ডারসনের জীবনের কয়েকটি রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনি নিয়ে এই সংকলনগ্রন্থ।'নিঃসঙ্গ আততায়ী' আর 'বিষাক্ত থাবা'তে পাবেন চিরচেনা সেই দুর্ধর্ষ শিকারী এণ্ডারসনকে। 'অতীন্দ্রিয় উপাখ্যান' পরিচয় করিয়ে দেবে রহস্যময়, আধিভৌতিক এক জগতের সঙ্গে। ভিন্ন স্বাদের দুই কাহিনি 'ভোগান্তি' এবং 'আনাড়ী শিকারী'ও নিঃসন্দেহে আনন্দ দেবে বৈচিত্র্যপিয়াসী পাঠকমনকে।