বর্তমানের এই লকডাউন-শাটডাউন পরিস্থিতিতে আমাদের অনেকেরই অবস্থা এক একটা ঝিমানো মুরগির মতো! মাদরাসা-স্কুল-কলেজ-ভার্সিটি বন্ধ, অফিস বন্ধ মানে আমাদের সকল পার্থিব কাজের ছুটি। তাই আমরা এখন অলস সময় কাটাবো! স্ক্রিন টাইম বাড়াবো! . লেখক ড. খালেদ আবু শাদি তার আলোচ্য এই বইয়ে উন্মোচন করেছেন আলস্যকে ঝেটিয়ে বিদায় করার সুপার দশটি পদ্ধতি মা শা আল্লাহ। প্রথম ফ্লাপে আছে বাস্তবিক অনুপ্রেরণামূলক কিছু কথা। তারপর পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছে কি সেই সুপার দশটি উপায় তা নিয়ে। দশটি চ্যাপ্টারে ভাগ করে আবার চ্যাপ্টারগুলোর মধ্যে ছোট ছোট পরিচ্ছেদ আকারে উপায় গুলোর বিষয়বস্তু বোঝানো হয়েছে। . কুরআন হাদিসের উদ্ধৃতি সহ সালাফ গণের আমল, তাঁদের চিন্তাধারা,বিশ্বাস সম্পর্কেও আলোচনা রয়েছে পুরো বইজুড়ে। এগুলো বিশেষভাবে আপনার মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করবে ইন শা আল্লাহ। লেখক খুবই বিনম্র ভাষায় বইটি রচনা করেছেন, আর অনুবাদকের অনুবাদ একদম সাবলীল,ঝরঝরে। . বইটি পড়ে আমার মনে হয়েছে লেখক আমার অনেক কাছের একজন উস্তাদ। যে কিনা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, যার কারণে এমন স্নেহভরে নাসীহা কিংবা উপদেশ দিচ্ছে। আলহামদুলিল্লাহ। অনেক পরিচ্ছেদের পরেই আপনি লেখকের স্নেহময় কিছু নাসীহা পাবেন। যেগুলো আপনাকে জান্নাতের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ইন শা আল্লাহ। সবাইকে বলব বইটি পড়ার জন্য। হাইলি রিকমন্ডেড! বইটির প্রচ্ছদটাও অনেক সুন্দর একদম ঝাঝালো,টপিকের সাথে মানানসই।
অলসতা দূরীকরণে বিভিন্ন প্রকার মোটিভেশনাল হাদীস, সালাফদের বানী, ও পরিশ্রমী জীবনের গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। তবে এতে যে দশটি পদক্ষেপের কথা বলা হয়েছে তাতে দৈনন্দিন জীবনে অলসতা মোকাবিলা করার প্র্যাক্টিক্যাল টিপস বা সেগুলোর সমন্বয়ের অভাব রয়ে গিয়েছে।
বইটি পড়তে খারাপ লেগেছে বলা যাবে না কোনভাবেই, তবে আরেকটু গোছানো হলে যে উদ্দেশ্য লেখা হয়েছে তার কিছুটা পূরণ হত বলে মনে করি। তাই দুই তারা রেটিং ই অধিক যুক্তিসঙ্গত মনে হচ্ছে।
অলসতা যাকে পেয়ে বসেছে তার ধ্বংসের জন্য এই একটা জিনিসই যথেষ্ট। হোক তা দুনিয়াবি বা আখিরাতের ক্ষেত্রে। প্র্যাক্টিসিং বা নন-প্র্যাক্টিসিং যে কারো ক্ষেত্রে। তাই যত দ্রুত সম্ভব আমাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় যত দেরি হবে ততই আমরা ক্ষতিগ্রস্ত হব। কেননা ক্ষণস্থায়ী এ জীবনে আমাদের হাতে সময় সীমাবদ্ধ। আর তাও আবার ঠিক কতোটুকু বাকি তা আমাদের কাছে অজানা।
এই বইটিতে মূলত একজন মুসলমানের জীবন ও সময় সম্পর্কে কেমন মন-মানসিকতা থাকা উচিত সেদিকে আলোকপাত করা হয়েছে। নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আবগত একজন ব্যক্তির জীবনে যে অলসতার কোনো স্থান নেই সে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এমন দশটি উপদেশ বা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো মাথায় রাখতে পারলে এবং তার উপর যথাসাধ্য আমল করতে পারলে আমরা অবশ্যই অলসতার ধ্বংসাত্মক পরিনতি থেকে বাঁচতে পারবো ইন শা আল্লাহ।
বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দিন, আমীন। সকল প্রশংসা এই বিশ্বজাহানের একক স্রষ্টা ও প্রতিপালক আল্লাহর।