মান্টো এবং কালো শেলোয়ার মূলত উর্দু সাহিত্যের পাঁচ দিকপাল মুন্সি প্রেমচান্দ, সা'দত হাসান মান্টো, শ্যাম, কৃষণ চন্দর ও ইসমত চুঘতাই-এর সাহিত্যিক ও ব্যক্তিজীবন নিয়ে অপূর্ব সংকলন। উর্দু গল্পের জনক মুন্সি প্রেমচান্দ লিখেছেন 'মুন্সিজি' গল্পে নিজের সম্পর্কে নিজে, মান্টো সম্পর্কে লিখেছেন রাজা মেহেদী আলী খান, মান্টো লিখেছেন শ্যামকে নিয়ে, খাজা আহমদ আব্বাস লিখেছেন কৃষণ চন্দরকে নিয়ে, কৃষণ চন্দর লিখেছেন ইসমত চুঘতাইকে নিয়ে। তাই আশা করা যায় 'সেরা লেখকদের সম্পর্কে সেরা লেখকদে'র লেখার সংকলন নিয়ে সুপাঠ্য এই সংকলনটি অনুবাদকের যাদুস্পর্শে বাংলা ভাষা-ভাষীরা অন্য ভাষার স্বাদ মাতৃভাষার মতোই পাবেন।