শায়খের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক—তিনি বিংশ-একবিংশ শতাব্দীতে ইসলামি জিহাদকে মার্কিন প্রভাবমুক্ত করেছিলেন। সােভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানের জিহাদ বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহের মধ্যে অন্যতম। কিন্তু এই জিহাদের ব্যাপারে একটা প্রােপাগান্ডা হলাে, এটি আমেরিকান অস্ত্রশস্ত্র ও তাদের সহযােগিতায় সম্পন্ন হয়, যা ইসলামি জিহাদকে আমেরিকান বলয়ে আবদ্ধ করে ফেলে। এই প্রােপাগান্ডা পুরাে মুসলিমবিশ্বের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শায়খ জিহাদকে আমেরিকান বলয়মুক্ত করেছিলেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন, সােভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুসলমানরা মার্কিন সামরিক শক্তি ও ডলারের প্রভাবে বিজয়ী হয়নি, তারা বিজয়ী হয়েছিল মুসলমানদের জিহাদি মানসিকতা ও শাহাদাতের তীব্র বাসনার কারণে। মুসলমানরা নিজেদের ইমানি শক্তিতে তার পুনরাবৃত্তি করতে সক্ষম। খােরাসানে আমেরিকা ও তার সহযােগীদের পরাজয় এর প্রত্যক্ষ প্রমাণ। আমেরিকা শায়খের মাথার মূল্য নির্ধারণ করেছিল ৫ কোটি ডলার। বস্তুত এটা তার একটি পশমের মূল্যও নয়। কেননা তিনি ছিলেন একবিংশ শতাব্দীর সবচেয়ে মূল্যবান ব্যক্তি। আল্লামা ইকবালের কবিতার মর্ম প্রমাণ করে দেখিয়েছিলেন মােল্লা মুহাম্মদ উমর রাহ.যদি রাজ্যও হাত থেকে চলে যায়, তাে যেতে দাও; তবু আল্লাহর বিধানের অন্যথা করাে না। পাঠক নিশ্চয় ইতিমধ্যে বুঝে গেছেন গ্রন্থটি কী নিয়ে রচিত। গ্রন্থটিতে শায়খের জীবনী-সংক্রান্ত অন্যোন্য গ্রন্থের তুলনায় ভিন্ন ধরনের তথ্য পাবেন। তাকে নিয়ে আরও অনেক বই বাজারে এসেছে, যেগুলাের কোনােটায় তার ব্যক্তিত্বের প্রতি আঙুল তােলা হয়েছে। কেউ রূপকথার প্লট সাজিয়েছে। কেউ আবার তার শাহাদাতকে নাটক প্রমাণের চেষ্টা করেছে। কেউ তাকে সিআইএর এজেন্ট হিশেবেও আখ্যায়িত করেছে। এ পরিস্থিতিতে তার জীবনের সত্য তথ্যগুলাে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। গ্রন্থটিতে আমরা তার ব্যাপারে আলিমগণের বিভিন্ন মন্তব্য তুলে ধরা হয়েছে। এ ছাড়াও বিশ্বখ্যাত বিভিন্ন ব্যক্তি, এমনকি অনেক খ্রিষ্টান লেখকের মতামতও তুলে ধরা হয়েছে। বস্তুত এ গ্রন্থটিতে জাজিরাতুল আরবে জন্ম নেওয়া ও আরবসাগরে সমাহিত হওয়া পর্যন্ত তার জীবনকালের সত্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। বিভিন্ন মন্তব্য তুলে ধরতে বিভিন্ন মতবাদের আলিম ও রাজনীতিবিদের নামও চলে এসেছে। আসলে সব মতবাদ ও মাজহাবের লােকেরাই তার সঙ্গে হৃদ্যতা পােষণ করতেন বিধায় সবাই তার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন।
শায়খ একাই ছিলেন এক জাতির সমান। উম্মাহর হারিয়ে যাওয়া দায়িত্বের বোঝা তিনি একাই কাধে নিয়েছিলেন। তাইতো এই ব্যক্তির বিরুদ্ধে ৪৪টি দেশের জোট দীর্ঘ ১১ বছর লড়াই করেছে, ব্যয় করেছে ৩০ ট্রিলিয়ন ডলার, যেখানে ২য় বিশ্বযুদ্ধের ব্যয় ছিল ৪০ ট্রিলিয়ন ডলার। তিনি ছিলেন একবিংশ শতাব্দীর সবচেয়ে মূল্যবান ব্যক্তি। তাঁর শহীদি মৃত্যু আমাদের একটি বার্তায় দিয়ে যায়। "মুসলিম জাতির নিরাপত্তা তার মু-জাহিদদের তরবারির ছায়াতলেই অবস্থিত।"
এ বিষয়ে লেখা ইংলিশ বইগুলো সেরা। তবে সেগুলোর মূল সমস্যা হলো তা বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে লেখা। মুসলিম পয়েন্ট অফ ভিউ এই বইয়ে ভাল মতো পাবেন। অপ্রয়োজনীয় বিষয়ের আধিক্য অনুভূত হয়েছে পড়ার সময়। মোটাদাগে উ সা মা বিন লা দে ন সম্পর্কে কনসাইজড মাস্ট রিড একটা বই।