"লেখালেখির ইশকুল" বইটি নবীন লেখকদের লেখালেখি শেখা ও উন্নতির জন্য সহায়িকামূলক বই। ক্রিয়েটিভ রাইটিং শেখার জন্য ধাপে ধাপে আমাদের দেশের আঙ্গিকে বইটি লেখা হয়েছে।
বইটিতে লেখক বদরুল মিল্লাত মূলত নবীন লেখকদের লেখায় যে দুর্বলতাগুলো পেয়েছেন, সেগুলোর ওপরেই বেশি গুরুত্ব দিয়েছেন।বইটিতে নবীন লেখকের পরিচয় থেকে শুরু করে ক্রমান্বয়ে ১৭ টি অধ্যায়ের মাধ্যমে ক্রিয়েটিভ রাইটিং এর বৈশিষ্ট্য, ভালো লেখার উপাদান, রিসার্চ, ধাপে ধাপে উপন্যাস লেখা,সম্পাদনা এবং ফিকশন লেখার কিছু প্রয়োজনীয় টিপসের পাশাপাশি বানান, সিনোপসিস, অনুবাদ সাহিত্য নিয়েও আলোচনা রয়েছে। পরিশেষে লেখক বইটিতে সর্বশেষ অধ্যায়ে (১৮ তম) আলোচ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অনুশীলনী যুক্ত করেছেন, যা পাঠকদের নবীন লেখক হওয়ার পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
লেখক বদরুল মিল্লাত ২০০৯ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর থেকে নিয়মিতভাবে সাহিত্যচর্চা করেন। মনের আনন্দের জন্যই তিনি লেখালেখি করেন। সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরির সুবাদে দেশের প্রায় প্রতিটি প্রান্তে যেমন ঘুরে বেড়িয়েছেন, পৃথিবীর ত্রিশটি দেশেও ঘুরেছেন।পার্বত্য চট্টগ্রাম,জাতিসংঘসহ দেশে ও বিদেশে নানা ধরণের ঘটনা এবং মানুষের সংস্পর্শে এসেছেন, যা থেকে পাওয়া অভিজ্ঞতাগুলোই হয়তো তার গল্পে বিষয়বস্তু বা চরিত্র হয়ে উঠে আসে।এ যাবৎ তার সতেরোটি একক ও তিনটি যৌথ গল্প সংকলন বই প্রকাশিত হয়েছে।মৌলিক রচনার পাশাপাশি তিনি বিভিন্ন বিদেশি লেখকদের গ্রন্থ অনুবাদ করেছেন।
তাঁর রচিত উপন্যাসঃ এই সুরে কাছে দূরে, জোসনার ধূসর আলো,দূরে কোথাও, ভূতের বাচ্চা সাপুফো প্রভৃতি,গল্প সংকলনঃ বিভাবরী, মুক্তিযুদ্ধের নয়টি গল্প, গল্প নয় তবে গল্প, অনুবাদগ্রন্থঃ দ্য হাজব্যান্ড, ফলস ইমপ্রেশান,দ্য গ্রিন মাইল প্রভৃতি পাঠক মহলে বিশেষভাবে সমাদৃত।
নবীন লেখকদের লেখালাখির উন্নতির জন্য দারুণ একটা বই। আমার মত যারা লেখালেখিতে আগ্রহী তারা কোন কোন জায়গায় ভুল করে থাকি সেগুলো তুলে ধরে সুন্দর ভাবে সমাধান তুলে ধরেছেন। নতুনদের জন্য অনেক উপকারী এই সহায়িকা। গল্প লিখেন নিজের আনন্দের জন্য।
লেখালেখি করার দক্ষতাটা কি জন্মগত? কেউ কি চেষ্টা করলেই ভালো লিখতে পারবেন? এই দুই প্রশ্নবাণে অনেককেই প্রতিনিয়ত জর্জরিত হতে দেখা যায়। আসলে লেখালেখি করার দক্ষতাটা অভ্যাসের উপর যত না নির্ভরশীল তার চেয়ে বেশি নির্ভরশীল বাস্তব অভিজ্ঞতাকে ভালো করে পর্যবেক্ষণ করা আর তা বর্ণনা করার যোগ্যতা অর্জন করার মধ্যে। যে কেউ চাইলেই একজন ভালো লেখক হতে পারবেন। চাই শুধু নিজেকে নিজে প্রকাশ করার ধৈর্য্য এবং কিছু নিয়ম জানা। 'লেখালেখির ইশকুল' বইয়ে বদরুল মিল্লাত স্যার অল্প কথায় খুব গোছানোভাবে সেসব আলোচনা করেছেন। যা দক্ষ লেখককে সঠিক পথ বাতলে দিতে সক্ষম এবং লেখালেখি যারা শুরু করতে চান তাদের জন্যও সমান সহায়ক।
বই : লেখালেখির ইশকুল লেখক : বদরুল মিল্লাত প্রকাশনী : নহলী মুদ্রিত মূল্য : ২৫০৳
নবীন লেখকদের লেখালেখি চর্চার সহায়ক বই হিসেবে দারুণ একটি বই। একজন নবীন লেখক ঠিক যেই জায়গাগুলোতে ভুল করতে পারে সেগুলোই চিহ্নিত করে তার সমাধান উল্লেখ করা হয়েছে। আমার কাছে বইটা খুবই ভালো লেগেছে। লেখালেখি চর্চায় যাদের আগ্রহ আছে কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই বইটা কাজে লাগবে। নবীন যেকোনো লেখকের জন্যই নিঃসন্দেহে উপকারী একটি বই।