#পাঠকের কাছে অনুরোধ • করোনার এই দুঃসময়ে আমরা অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ইবুক তৈরি করছি। বিগত ৩ মাস প্রতিষ্ঠানের আয় বন্ধ। বাংলাদেশের প্রকাশনা সেক্টরের কী নাজুক অবস্থা আপনারা অনেকেই জানেন। তাই কিন্ডল আনলিমিটেড সাবস্ক্রাইবারদের প্রতি অনুরোধ আপনার সামর্থ্য থাকলে বইটি কিনে পড়ুন। • এই ভার্সনটি কিন্ডলের প্রায় সবগুলো ডিভাইস, কিন্ডল পিসি অ্যাপ এবং কিন্ডল আইওএস অ্যাপে— ফন্ট ছোটবড় করে ঠিকঠাক মতো পড়া যাবে; হাইলাইটস করা যাবে এবং নোট নেয়া যাবে। কিন্ডলে বাংলা ফন্ট ঠিকমতো কাজ না করায় ‘র-ফলা’ ও ‘য-ফলা’ ভেঙে যায়, পাঠকের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও যদি অন্য কোনো শব্দ বা বর্ণ ভেঙে যায় সেক্ষেত্রে পাঠক আমাদের ফিডব্যাক জানাতে পারেন, আমরা যত দ্রুত সম্ভব আপডে