মাস্ট রিড একটা বুক যারা নিজেকে মুসলিম বলে দাবি করে। ঈমান ধ্বংসের এই ১০টি কারণের একটিও যদি থেকে থাকে সেইক্ষেত্রে তার এই একটি কারণের অজ্ঞতার জন্য ঈমান নড়বড়ে হয়ে যাবে।
ঈমান আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াবি বিষয় নিয়ে আমরা অনেক সচেতন, কিন্তু অনেক বেশি অসচেতন আমাদের ঈমান এবং এ সংক্রান্ত জ্ঞানলাভের বিষয়ে। অথচ ঈমান থাকাই আমাদের পরকালীন মুক্তির শর্ত। ঈমান না থাকলে আমরা কখনও জান্নাতে যেতে পারবো না, জান্নাহাম থেকে মুক্তি পাওয়া যাবেনা। কিন্তু এই বিষয়ে আমরা অনেক গাফেল থাকি। চলতে ফিরতে আমরা এমন কিছু কাজ করে ফেলতে পারি বা করে ফেলি, যার ফলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায় এবং আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি। এমন ১০টি ঈমান বিধ্বংসী কারণ এবং সেগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে 'ঈমান ধ্বংসের কারণ' বইতে। বইটি ইমাম মুহাম্মদ ইবনু আবদিল ওয়াহহাব রহিমাহুল্লাহ রচিত 'নাওয়াকিদুল ইসলাম' গ্রন্থের সংক্ষিপ্ত ব্যাখ্যা।