ছোটগল্প ২০ ফানুসকথন ২৩ সুখের মরীচিকায় ৩০ একুশের স্মৃতি ৩৪ তাহাদের উৎসবে ৩৬ অবশেষে মানুষের ঈশ্বর হয়ে উঠা ৪০ একজন লিবারেল ধার্মিক ৪৩ দেয়ালের আর্তনাদ
প্রবন্ধ ৪৮ শান্তি না সমর্পন ৫৩ আল-কুরআন: সংক্ষিপ্ত পরিচয় ৬০ মুহাম্মাদ (ﷺ): এক মহানায়ক ৬৬ মহীয়সী আয়েশা (রা): বয়স নিয়ে বিড়ম্বনা ৭২ ইসলামবিদ্বেষীতা: আন্তর্জাতিক ব্যবসার নাম ৭৯ ইসলাম আর তরবারির উপাখ্যান ৮৮ ধর্মের সমাপ্তি চাওয়া মন্দচিন্তা – রিচার্ড ডকিন্স ৯১ রমাদান আর সুশীলদের গাত্রদাহ ৯৭ বিদ্যানন্দে বিষাদ ১০২ দাঁত মাজার সাদাসিধে কথা ১০৯ সুনীলের মূর্তিচুম্বন এবং অন্যান্য ১১৩ জর্জ ফ্লয়েড থেকে মোহাম্মাদ গাবসি পাঠ-পর্যালোচনা ১১৬ অরিজিন পাগলামো ১২৩ হকিং নিয়ে হট্টগোল ১২৮ শূন্য থেকে মহাবিশ্ব
অনুবাদ ১৩৬ বিজ্ঞানবাদের অ-আ-ক-খ 143 রিচার্ড ডকিনস, বিজ্ঞানবাদ ও ডারউইনধর্ম ১৪৭ ডারউইনবাদের ডগমা ১৫১ এলেম ফিরে আপন নীড়ে ১৫৪ একাডেমিক দৃষ্টিতে চরমপন্থা ১৫৭ শার্লে হেবদ্যু: রম্য নয় ধর্ষকাম
ইতিহাসের পাতায় ১৬২ ভারতবর্ষে ইসলাম: ঐতিহাসিকের চোখে ১৬৫ নালন্দা মঠ আর খলজির কথা ১৬৮ সেই স্মৃতিগুলো ১৭২ অদ্ভূত বন্ধুত্বের কথা ১৭৫ চেতনার ল্যান্ডস্কেপ ১৭৮ ধর্মনিরপেক্ষতার খোঁজে ১৮১ ইসলামবিদ্বেষ: বাংলাদেশের প্রাক্বালে ১৮৭ আহমদ ছফা আর লজ্জায় তসলিমা
করোনা গাঁথা ১৯৩ ছোঁয়াচে বিড়ম্বনা ও ইসলাম ১৯৯ করোনায় ধর্মভাবনা ২০৫ করোনাভাইরাস আর বিজ্ঞানপূজা
“I reached the pinnacle of success in the business world. In others’ eyes, my life is an epitome of success. However, aside from work, I have little joy. In the end, wealth is only a fact of life that I accustomed to…”
কার কথা ছিলো এগুলো? সুহৃদ! আমি মনে করি আপনি যদি বাহ্যিক দুনিয়া সম্পর্কে অবগত থাকেন, তাহলে ঝটপট উত্তর দিবেন আরে! এটাতো স্টিভ জবসের সেই বিখ্যাত Deathbed Speech ( https://www.snopes.com/steve-jobs-dea... )।
আচ্ছা! এবার আমার প্রশ্নের পালা। আমি এই রিভিউয়ে প্রশ্ন করবো। আর কিছু হিন্টস দিবো। মানে, তৃষ্ণা লাগা্বো কিন্তু পানি পান করাবো না। হা হা!
“ভাবনার মোহনায়” হচ্ছে বইয়ের নাম। লেখককে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই। সংশয়বাদের চোরাগলি থেকে সিরাত্বাল মুসতাক্বিম এর দিকে ফিরে আসা আমাদের ডাক্তার রাফান ভাই। বহুল আলোচিত, আবার নির্দিষ্ট কিছু মহলে বহুল সমালোচিত লেখক।
এবার তাহলে প্রশ্নের পালা শুরু! ফানুসের জন্মটা কিভাবে হলো? ভেবে দেখেছি কি কোনোদিন? না না! প্লিজ ভাই কিংবা বোন আমার, ধর্মের বাইরে এসে প্রশ্নটা করেছি আমি।
আচ্ছা! Linkin Park এর ভোকাল বেনিংটনের তো যশ, খ্যাতি কম ছিলো না। হাজারো যুবককে নাকি তিনি অনুপ্রেরণা দিয়েছেন তার গানের মাধ্যমে। কিন্তু সেই অনুপ্রেরণাদায়ী ব্যক্তিকে কেনো আত্মহত্যার পথ বেছে নিতে হলো? এলভিস প্রিসলি কি কারণে নিজেকে শেষ করে দিয়েছিলেন? আর নিজেকে শেষ করার মাধ্যমটাই বা কি ছিলো? যে ডেল কার্নেগি অনুপ্রেরণার সবক দিতেন, আত্মশুদ্ধির পথ বাতলে দিতেন, তিনিই বা কেনো বেছে নিলেন আত্মহত্যার পথ? যাদের দেখে ডোপামিন নিসৃত হয়ে ভালোবাসার টানে আপ্লুত হয়ে পড়ি আমরা, তারা নিজেদের জীবনে কতটুকু সৎ থাকতে পারছে ভালোবাসার প্রশ্নে? তাহলে সুখটা আসলে কোথায় লুকিয়ে আছে?
কখনো কি ভেবে দেখেছি, ৫৮ বছর বয়সী টম ক্রুজ, ৫৬ বছর বয়সী জনি ডেপ, কিংবা ৫৫ বছর বয়সী আমির খানদের সাথে অভিনয় করা নায়িকাদের বয়স অসামঞ্জস্যপূর্ণ কেন হয়? লাক্স তারকা মম কেন নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলেছিলেন, “পৃথিবীব্যাপী সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে একটা ব্যবসা। আর মেয়েরা হচ্ছে ব্যবসার উপকরণ। ছোট কাপড়ের মেয়েরা ব্যবসার ভালো উপকরণ” ( https://www.thebarta.com/archives/9292 )।
আমরা কি এটা জানি, ভাষা আন্দোলনের চেতনায় রয়েছে কতো গভীর চোরাবালি? কতো বিকৃত তথ্যের সমাহারে হাবুডুবু খাচ্ছি আমরা? আমি নিজেও জানতাম না মাদ্রাজ সরকারের বিরুদ্ধে তামিল ভাষাভাষীদের ভাষার লড়াই সম্পর্কে। জানতাম না এটা যে, আমরা একমাত্র নই, যারা ভাষার জন্য রক্ত দিয়েছি। ( https://www.prothomalo.com/opinion/ar... )।
আচ্ছা! জিনবিদ ক্রেগ ভেন্টরের নাম মনে পড়ছে? ভুলে গেলে মনে করিয়ে দেই, তারা নাকি কৃত্রিম প্রাণ আবিষ্কার করেছিলো ২০১০ সালের দিকে। নাস্তিকমহলে তখন “হৈ হৈ রৈ রৈ! তোদের ধর্মের সত্তা গেলো কই?” কিন্তু ধোঁকাবাজ ক্রেগ ভেন্টর কি আসলেই প্রাণ তৈরি করতে পেরেছিলো?
সেক্সডল নির্জীব। মরা মানুষও নির্জীব। যদি সেক্সডল থেকে অনুমতি না লাগে, তাহলে মরা মানুষ থেকে লাগবে কেনো অনুমতি? অবাক হলেন? লিবারেলিজম কিন্তু সেটাকে ঠিকই সমর্থন দেয়। প্রগতিশীল, নাস্তিক তারিক মুসা’র একটি আর্টিকেল আছে বিগ থিংক এ। শিরোনামঃ Is Necrophilia Wrong? ( https://bigthink.com/think-tank/is-ne... )। চাইলে পড়তে পারেন।
একটা জিনিষ জানেন? আমেরিকার ইতিহাসে কমন একটা বিষয় আছে। আমেরিকার হাতে যারা অন্যায়ভাবে নির্যাতন ও সহিংসতার শিকার হয় বা হচ্ছে, আমেরিকা তাদের স্মৃতি রাখেনা। কোনোদিন মনেও করতে চায়না।
ইসলামের সঠিক মানেটা কী? শান্তির ধর্ম? ন্যায় প্রতিষ্ঠার ধর্ম? নাকি এই গৎবাধা সংজ্ঞার বাইরেও অন্যকিছু আছে? “ওয়ার্ল্ডভিউ অব এ মুসলিম” কি বুঝি আমরা? এক্স-মুসলিম বলে বুক ফুলিয়ে অনলাইন দুনিয়া কাঁপানো ব্যক্তিরা কি জানে যে, তারা আগে মুসলিমই ছিলো না!? সেখানে এক্স-মুসলিম তো হাস্যকর ব্যাপার।
কুরানের সংজ্ঞাটা কেমন হওয়া উচিৎ? আর আমরা কেমন সংজ্ঞা লালন করি?
আয়েশা (রাঃ) এর বয়স নিয়ে নাস্তিকমহল থেকে বেশ ভালোই বিড়ম্বনা পোহাতে হচ্ছে, তাই না? কিন্তু তারা কি জানে বিধর্মী স্কলারগণই এই অহেতুক বিড়ম্বনার সমাধান বের করে দিয়ে গিয়েছেন আজ থেকে আট, দশ, বারো বছর কিংবা, তারও আগে? পৃথিবীতে ঘটে যাওয়া কথিত যে “কম বয়সে” বিয়েগুলো সম্পর্কে আলোচনা হয়না, সে সম্পর্কে একটি ধারণা পেতে পারেন ( https://www.independent.co.uk/news-19... ) এখান থেকে।
ইসলামবিদ্বেষিতা যে একটি আন্তর্জাতিক ব্যবসার নাম, সেটি কি জানেন? “দেখো, আমাকে গাড়িতে করে নিয়ে যায়। আমি বিভিন্ন সংগঠনের হয়ে ইসলামবিদ্বেষী বক্তৃতা দিই এবং আমাকে দশ হাজার টাকা করে পে করে। তুমি ছোট মানুষ, প্রথমে কম পাবে। দুই-চার-পাঁচ হাজার পেয়ে যাবে”। এই কথাগুলো কে কাকে বলেছিলো জানা আছে?
Center for American Progress এর গবেষণা অনুযায়ী ২০০১ থেকে ২০০৯ সালের মাঝে সাতটি গোষ্ঠী প্রায় ৪২.৬ মিলিয়ন ডলারের বেশি অনুদান প্রদান করেছে ইসলামবিদ্বেষ ছড়াতে নিয়োজিত দলগুলোকে!!! ( https://www.americanprogress.org/issu... )।
সত্যের সাথে মিথ্যা মিশিয়ে যখন কেউ পুস্তক রচনা করে, তা ধরতে পারা বেশ মুশকিল হয়ে যায়। থৃলার লেখকদের মধ্যে যা ব্যাপকভাবে প্রচলিত। এরমধ্যে একজন আছেন, যিনি বিশ্বব্যাপী রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ধরতে পারছেন কে সেই ব্যক্তি? ক্লু দেই? যিনি কন্সপিরেসি থিওরি খুব বেশি ব্যবহার করেন। হ্যাঁ! এবার মনে হয় বুঝতে পেরেছেন। বুঝতে না পারলেও সমস্যা নেই। উনার নাম হচ্ছে ড্যান ব্রাউন। দ্য দ্য ভিঞ্চি কোড পড়ার মাধ্যমে যার লেখনীর সাথে আমার পরিচয়। কিন্তু উনার ফাঁকিটা কোথায় আসলে?
শার্লে হেবদ্যু যা করেছে, সেটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও হলোকাস্ট ফেরতের সন্তান ড. নরম্যান ফিলকেনস্টাইন কোন ধরণের প্রশ্ন তুলেছেন? আসলে নৈতিক দিক বাদ দিয়ে মানসিক দিক দিয়ে কতটুকু নেতিবাচক প্রভাব উজ্জীবনী কাজ করেছে এই “রম্য” পত্রিকাটি?
আমি আর দীর্ঘায়ীত করবো না লেখাটি। আসলে আরো অনেক তথ্য সংক্ষেপে দেয়ার ইচ্ছা ছিলো। এই বইটির প্রতিটি চ্যাপ্টার নিয়ে একেকটি রিভিউ লেখা যাবে। লেখক সর্বোচ্চ চেষ্টা করেছেন প্রতিটি নিবন্ধ কিংবা গল্প, প্রবন্ধের মধ্যে একেবারে অথেন্টিক সোর্স ব্যবহার করতে। আমি বয়সের হিসাবে অনেক ছোট একজন। কোনো মানুষই ভুলের উর্ধ্বে নয়। হয়তো ভালোমতো খুঁজলে কিছুটা ঘাটতি পাওয়াও যেতে পারে। সর্বোপরি, আমি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বইটি একবার হলেও পাঠ করার অনুরোধ করছি। বইটিতে বেশ কয়েকটি অনুবাদের সাথে রয়েছে ডারউইবাদ নিয়ে সমালোচনা বিষয়ে অজ্ঞেয়বাদি রিচার্ড হালভোরসানের আর্টিকেলের একটি অনুবাদ। মূল আর্টিকেল লিংকঃ ( https://www.thecrimson.com/article/20... )।
আমার তো ভাবনার মোহনায় ডুব দেয়াটা শেষ! অনেকগুলো প্রশ্নও ছুঁড়ে দিলাম। তা সেগুলোর উত্তর জানতে আপনি কবে “ভাবনার মোহন��”র এক অনন্য জগতে ডুব দিচ্ছেন?