আল্লাহ তা’আলা বলেন, “আপনি বলুন, পবিত্র মহান আমার রব, আমি তো হচ্ছি শুধু একজন মানুষ রাসুল”। [বনি ইসরাঈল: ৯৩]
রাসূল (ﷺ) বলেন, “কিয়ামতের দিন আমি হব আদম সন্তানের নেতা”। [সহীহ মুসলিম: হা/৬০৭৯]
আমাদের নবী মুহাম্মদ (ﷺ) নাকি নূরের সৃষ্টি!! কতক লোকের ধারনা যে- রাসূল (ﷺ)-কে কোন ভাবে নূরের সৃষ্টি প্রমাণ করতে পারলেই তার সম্মান বৃদ্ধি পাবে!! অথচ ফেরেশতাগণ নূরের সৃষ্টি হওয়ার পরেও নবী-রাসুলগণের সম্মান-মর্যাদা অধিক বেশি। এমনকি তাদের এও বিশ্বাস যে, তাকে সৃষ্টি করা না হলে কিছুই নাকি সৃষ্টি হতো না!! অবশ্য তার জানাজা, দাফন এবং কবর জিয়ারত সম্পর্কেও বিভ্রান্তিকর বহু তথ্য সমাজে বিদ্যমান। এসকল ভ্রান্ত বিশ্বাস এর অসামান্য ক্ষতিসাধন থেকে উম্মতকে সতর্ক করার লক্ষ্যে এবং নবী (ﷺ) সম্পর্কে সঠিক আকিদা-বিশ্বাস মুমিনের মাঝে লালন করার মানসিকতা এই ক্ষুদ্র গবেষণার প্রয়াস।
রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিষ্টানরা মারিয়ামপুত্র ঈসাকে নিয়ে। আমি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তাঁর রাসূল বল’ (বুখারী হা/৩৪৪৫; মিশকাত হা/৪৮৯৭)। সমাজে বিদাআতীদের নানা ভ্রান্ত ধারণা প্রচলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে । অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শিরক পর্যন্ত করে ফেলছে নাউজুবিল্লাহ ।সেইসব ভ্রান্তির অপনোদনের জন্য অসাধারণ একটি বই