What do you think?
Rate this book


230 pages, Hardcover
First published January 1, 2021
"ধর্ষক ও উদ্ধারকারী গুলিয়ে যায়। তাদের যার যার নিজস্ব আদল-নকশা পটপরিবর্তনের ক্ষিপ্র উত্থান-পতনে অভিন্ন দেখায়। বস্তুত তাদের মুখ নজরে আসে না। আসে যা, ত্যানার পুঁটলি। ছিপির মতো মুখে এই আটকানো, এই খোলা। বিরতিহীন। একমাত্র স্থির শরাবান তহুরা- আবহমান চিৎ–রোদবৃষ্টিতে, ঋতুচক্রের পালাবদলে তপ্ত পোড়া ভেজা মাটির মতো।"

অবস্থাবিশেষে মনুষ্য হিংস্র জন্তু মাত্র