ধর্ষণ যে কোন মেয়ের জন্য সারা জীবনের মানসিক মৃত্যু। ধর্ষণের স্বীকার হওয়া একজন নারীর জীবন যে কতটা ভয়াবহ এবং দুর্বিষহ হয়ে ওঠে তার উপর ভিত্তি করে সত্য ঘটনা অবলম্বনে 'মনশ্মশান' উপন্যাসটি লেখা হয়েছে।
বাংলাদেশের প্রতিটি মেয়ের তো বটেই, সেই সাথে তার পরিবারের সকলের একবারের জন্য হলেও 'মনশ্মশান' বইটি পড়া উচিত যেন পারিবারিক অবহেলার কারণে আর কোন মেয়ে ধর্ষণের স্বীকার না হয়।