এই গ্রন্থে লেখক মানবসভ্যতায় লিপি আবিষ্কারের পর থেকে ডাকটিকিট প্রচলনের সময় পর্যন্ত দূর দূরান্তে কী করে চিঠিপত্র এবং সংবাদ আদানপ্রদান হত বিভিন্ন দেশে, সে কথা শুনিয়েছৈন সেইসঙ্গে শুনিয়েছেন বিভিন্ন দেশের কমদামি অতি সাধারণ সহজপ্রাপ্য ডাকটিকেটের আড়ালে লুকিয়ে থাকা নানা গল্প। এই ধরনের বই বাংলা ভাষায় বিরল।
মানুষের বিচিত্র শখের মধ্যে ডাকটিকিট আর কয়েন সংগ্রহ এই দুটি শখ বেশ সুপরিচিত। তবে দুটো শখই কিছুটা ব্যয়বহুল হলেও এর প্রায় গায়ে ছাপা ইতিহাসের জন্য শখগুলো গুরুত্বপূর্ণও বটে। ফেলুদার গল্পে কয়েকবার এই ডাকটিকিট জমানোর কথা রয়েছে। ছিন্নমস্তার অভিশাপ আর কৈলাস চৌধুরীর পাথরে ডাকটিকিটের রয়েছে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও নানা গল্পে, পত্রিকায় এই ডাকটিকিট জমানো নিয়ে এসেছে কথা, বিশেষ ফিচারও। তখন থেকেই ডাকটিকিট নিয়ে আগ্রহ ছিল জানার। শোভেন সান্যালের বইটির প্রচ্ছদ এত চোখজুড়ানো এবং মনকাড়া যে বইটা দেখলেই কিনতে ইচ্ছে করে। এখানেই লেখক ছোট্ট এক টুকরো ছাপানো কাগজের পেছনে যে কত বিচিত্র কাণ্ড লুকিয়ে আছে তার একটা আভাস দিয়েছেন৷ সারা পৃথিবীর অনেক ছোট ছোট ডাকটিকিট এর কথা আর তার পেছনের গল্প এসেছে বইটিতে। ১৯৬১ তে ছাপানো রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মারক ডাকটিকিটের প্রতিকৃতিটি ছিল সত্যজিৎ রায়ের আঁকা! আর নজরুল স্মারক ডাকটিকিটটি তড়িঘড়ি করে ছাপাতে গিয়ে পাকিস্তান সরকার করেছিল এক মারাত্মক ভুল। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান এই সুপরিচিত পঙক্তিমালাকে পাল্টে করেছিল- গাহি সাম্যের গান মানুষের চেয়ে নাহি কিছু বড় নাহি কিছু মহীয়ান! পারিজাত বৃক্ষের বদলে বাওবাব গাছের ছবি ছাপিয়ে সেটাকে পারিজাত বলে চালানো আর পুস্তিকায় শিউলি আর পারিজাতকে একই ফুল বলা- এই বিচিত্র কাণ্ডও ঘটেছিল একসময়! ঝলকারি বাই বা বাবু কুঁয়ার সিং এর ছবির সাথে সাথে মনে পড়ে সিপাহি বিদ্রোহের সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ কিন্তু অজানা ইতিহাসের কথা। এছাড়াও ভারতের প্রথম ডাকটিকিট, বাংলাদেশের প্রথম ডাকটিকিট, ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধের স্মারক টিকিট, ডাকটিকিটে রাষ্ট্রবিপ্লবের ইতিহাস, ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি কিংবা পিথাগোরাসের উপপাদ্য, ডোডোপাখি আর পরিবেশকথন- কী নেই ডাকটিকিটের আড়ালে! জানা-অজানা, কাল্পনিক-বাস্তব কত রঙেই না রাঙানো ডাকটিকিটগুলো। হঠাৎ করেই তার পেছনের ইতিহাসের জন্য ডাকটিকিটগুলো সাধারণ থেকে হয়ে ওঠে অসাধারণ। ইতিহাস জানার এটি এক দারুণ প্রক্রিয়া। কলেবরে বৃহৎ না হলেও ডাকটিকিট সম্পর্কে আগ্রহ জাগানোর জন্য শোভেন সান্যালের বইটি সত্যিই বেশ কাজের এবং সুন্দর।
বাপ্রে বাপ! ডাকটিকিট তো নয় যেন একেকটা জ্বলজ্বলে ইতিহাস। রসকষহীন ইতিহাস নয়। সরেস,বিচিত্র ইতিহাস। বেশ লাগলো পড়ে। ডাকটিকিটের সাথে সাথে ডাকের শুরু নিয়েও চমকপ্রদ সব আলাপ হয়েছে। নন-ফিকশন হলেও একটানে পড়ে ফেলা যায়।