বইটিকে বিড়ালের সংকলন বলা যায়। আমার বেশ পছন্দ হয়েছে বইটি। পাঁচ মেশালি এই বইটিতে আছে ২টি বিড়ালের কমিক্স, মানে বিড়ালের গল্প কমিক্সে রূপান্তর করা। তারপর ৪০ রকমের বিড়াল এর ছবি, তাদের বিবরণ লেখা। ১৯ রকমের কমিক্স আর কার্টুন বিড়াল এর ছবি, সেগুলোর সম্পর্কে লেখা। ১৫টি বিড়াল আর তাদের মালিক নিয়ে লেখা। মালিকেরা সবাই বিখ্যাত মানুষ ছিলেন। এই ধরুন, এডগার এলেন পো, মার্ক টোয়েন, গান্ধী, আইনস্টাইন, পিকাসো ইত্যাদি। আরো আছে ৮টি বিড়াল নিয়ে লেখা। সেগুলো কল্পনায় সৃষ্ট বিড়াল, মূলত সাহ্যিতের সব বিড়াল। যেমন- কমলাকান্তের দপ্তরের বিড়াল, প্রোফেসার শঙ্কুর বিড়াল, সুকুমার রায়ের হ-য-ব-র-ল এর বিড়াল এর মতো বিড়ালগুলো কে নিয়ে লেখা। তারপর ৯টি সুন্দর কলকাতার লেখকদের লেখা বিড়াল নিয়ে ছোটগল্প আর ১টা বিড়াল নিয়ে লেখা বিদেশী ছোটগল্প। এরপর টি.এস.এলিয়েট এর বিড়াল নিয়ে লেখা ১৪টি কবিতার বইটির অনুবাদ আছে। এই হচ্ছে টোটাল 'বিল্লিপিডিয়া' 😺
আমি খুব যে বিড়াল পছন্দ করি তা নয়,কিন্তু এই ভিন্ন ধরনের বই পড়তে বেশ ভালো লেগেছে।উপরন্তু বইতে প্রচুর বিড়াল এর ছবি আর আঁকা ছবি থাকায় বইটি আরো বেশি জীবন্ত লেগেছে।আর আপনি যদি বিড়ালপ্রেমী হয়ে থাকেন,তবে আরো বেশি ভালো লাগবে এটুকু আশা করাই যেতে পারে।