শয়তানের সাথে আমাদের বিরোধটা সেই সূচনালগ্ন থেকেই। কীভাবে আদম-সন্তানকে বিভ্রান্ত করা যায়, এটাই ওর মূল মিশন। ওর ফন্দিফিকির কেবল আমাদের ঘিরেই। শয়তান কখনোই এক পদ্ধতিতে সবাইকে ধোঁকা দেয় না। অবস্থা অনুপাতে বুঝে বুঝে টোপ ফেলে সে। এক টোপে শিকার ধরতে না পারলে, আরেক টোপ কাজে লাগায়। একের পর এক পাল্টাতে থাকে পরিকল্পনা। বিভিন্ন সুরত নিয়ে সে মানুষের কাছে আসে। • দুনিয়াবিমুখের কাছে যায় দুনিয়াবিমুখতার সুরতে। • আলেমের কাছে যায় ইলমের দরজা দিয়ে। • মুর্খের কাছে যায় অজ্ঞতার পথ ধরে। অনেক সময় না-বুঝেই আমরা শয়তানের খপ্পরে পড়ি। ভালো কাজ মনে করে, শয়তানের ফাঁদে পা দিই নিজের অজান্তেই। ইন-শা-আল্লাহ, বইটি শয়তানের নানামুখী চক্রান্ত সম্পর্কে আমাদের সচেতন করবে।
আমরা মনে করি, "আমি তো বিরাট ঈমানদার, শয়তান আর আমাকে কিভাবে ধোঁকা দিবে?" অথচ শয়তানের চাল যে কত সূক্ষ্ম আর নেককারদের পেছনেই যে শয়তানের মেহনত সবচাইতে বেশি, সেটা যদি আমরা বুঝতাম! শয়তানের ধোঁকা থেকে নিরাপদ হয়ে গেছি, এটা মনে করাটাও তো শয়তানের ধোঁকা! ছোট্ট একটা বই, এক বসায় শেষ করে ফেলার মত। কিন্তু খুবই উপকারী হবে ইনশা'আল্লাহ। সুযোগ থাকলে সবারই বইটা পড়া উচিত।
ছোট একটা বই।সাবলীল অনুবাদ।বেশ ভালো লাগবে সবার কাছে। মেসেজগুলো গুরুত্বপূর্ণ। ৩০মিনিটেই পড়া শেষ হয়ে যাবে তবে একটু সময় নেওয়ায় উত্তম।
আদম-সন্তানকে ভুলে পথে নিয়ে যেতে কাজ করছে শয়তান অনবরত। বিরোধটা সৃষ্টির সূচনাকাল থেকেই।ইবলিশের মিশন আপনাকে মন্দকাজে ধাবিত করা। বিভিন্ন অবস্থায় শয়তান আমাদের আক্রমণ করে, ধোঁকায় ফেলে ।যেমন -
>দুনিয়াবিমুখের কাছে যায় দুনিয়াবিমুখতার সুরতে >আলেমের কাছে যায় ইলমের দরজা দিয়ে >মুর্খের কাছে যায় অজ্ঞতার পথ ধরে
তাই শয়তানের ফিতনা থেকে বাঁচতে আমাদের একজন মুসলিম হিশেবে সর্তক থাকা প্রয়োজন।
বই ~ শয়তানের ফাঁদ লেখক ~ শাইখ আব্দুল্লাহ আল-ফাতির অনুবাদ ~ মুহাম্মদ সাইফুল্লাহ প্রকাশনী ~ নুসুস পাবলিকেশন মূল্য ~ ৪০/- পৃষ্ঠা ~ ২৩