মৃত্যুর মুখে তিন গোয়েন্দাঃ শামসুদ্দীন নওয়াব বিখ্যাত ব্যান্ড থান্ডার ক্লাউড। তার ভোকালের চিঠি পেয়ে দেখা করতে গেল তিন গোয়েন্দা। সঙ্গে জিনা আর ওর খালাত ভাই। কনসার্ট শুরু হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে অদৃশ্য হয়ে গেল ব্যান্ডের ভোকাল মরিসন। তদন্তের কাজে নামল তিন গোয়েন্দা। কিন্তু তিন গোয়েন্দা কি জানত কত ভয়ঙ্কর বিপজ্জনক একটা কাজে হাত দিয়েছে ওরা? কিছুক্ষণ পরই মেরে ফেলা হবে ওদের।
পোড়াবাড়ির রহস্যঃ রকিব হাসান পাখির বাসার নীচে এক অদ্ভুত মেসেজ কুড়িয়ে পেল মুসা। তাতে লেখা গভীর রাতে আলোর সঙ্কেত দেখানো হবে পোড়াবাড়ির টাওয়ার থেকে। গা ছমছমে পোড়াবাড়ি। সেখানকার মাটির নীচের ঘর থেকে নাকি অদ্ভুত শব্দ ভেসে আসে! রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় রহস্যময় ছায়া!
লিলিপুট রহস্যঃ শামসুদ্দীন নওয়াব স্কুলের বাস্কেটবল দলের ট্রায়ালে যোগ দিয়েছে কিশোর। কোচ অসুস্থ। তাই ভিডিও করা হচ্ছে খেলা। ভিডিও টেপ দেখে দল বাছাই করবেন কোচ। কিন্তু খোয়া গেল টেপটা। কয়েকজনকে সন্দেহ করছে তিন গোয়েন্দা। দেখা যাক, কে দোষী
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।